ETV Bharat / bharat

মাটি, আকাশ কিংবা মহাকাশ, চৌকিদারের সরকারই সার্জিকাল স্ট্রাইকের সাহস দেখিয়েছে - new india

নরেন্দ্র মোদি
author img

By

Published : Mar 28, 2019, 12:20 PM IST

Updated : Mar 28, 2019, 3:25 PM IST

2019-03-28 12:11:59

মেরঠ, ২৮ মার্চ : লোকসভা নির্বাচনে BJP-র হয়ে প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদি। আজ প্রথম জনসভাটি তিনি করছেন উত্তরপ্রদেশের মেরঠে।

মোদি বলেন :

  • সমাজবাদী পার্টির সা, RLD-র রা এবং BSP-র ব এই তিন মিলে হয় সারাব।
  • আমাদের বীর সন্তান চাই না প্রমাণ চাই ?
  • দেশের বীর সন্তানরাই দেশের সবচেয়ে বড় প্রমাণ। প্রমাণ চাওয়া মানে দেশের বীর সন্তানদের আহ্বান জানানো 
  • কয়েকজন থিয়েটার সেট আর অ্যান্টি স্যাটেলাইট মিশনের মধ্যে পার্থক্য বোঝে না 
  • এইরকম বুদ্ধিমান লোকজনের উপর হাসব না কাঁদব বুঝতে পারছি না 
  • কয়েকজন ভেবেছিল থিয়েটারের সেটের কথা বলছি  
  • গতকাল আমি যখন A- SAT-র কথা বলছিলাম তখন কয়েকজন লোক বিষয়টি গুলিয়ে ফেলেছিল  
  • নতুন ভারত তৈরি করব আমি
  • হিসেব নেওয়ার কথা বলেছিলাম, সবার হিসাব নেব
  • মাটি, আকাশ হোক কিংবা মহাকাশ আপনাদের এই চৌকিদারের সরকারই সার্জিকাল স্ট্রাইকের সাহস দেখিয়েছে
  • মহাভেজাল জোটের আমলে নারীরা সুরক্ষিত ছিল না। তাহলে দেশ কি সুরক্ষিত থাকবে?  
  • এই মহাভেজালের জোট জঙ্গিদের মদত দিত
  • আগে ভারতে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হত
  • EVM বোতাম টেপার আগে একবার বিকাশের কথা ভাববেন
  • গরিবের অ্যাকাউন্ট খুলেছে এই সরকার। যারা গরিবের অ্যাকাউন্টই খোলেনি তারা কি টাকা দেবে? 
  • মানুষ বিনামূল্যে গ্যাসের সংযোগ, বিদ্যুৎ সংযোগ পেয়েছেন
  • দেশে আবার BJP ক্ষমতায় আসবে
  • চৌকিদার কখনও অবিচার করে না
  • দেশের নিরাপত্তা আরও জোরদার হবে
  • দেশের এমন কোনও জায়গা নেই যেখানে আমাদের বিকাশ পৌঁছায়নি
  • আপানার তো জানেন আমি চৌকিদার। সবার হিসেব হবে। গুনে গুনে হিসেব হবে 
  • নিজের হিসেব দেব সেইসঙ্গে অন্যদের হিসেবও নেব
  • মানুষের বিশ্বাস আপনারা নষ্ট করছেন কেন ? 
  • ১৩০ কোটি মানুষের কাছে এটা স্পষ্ট
  • দেশবাসী বুঝিয়ে দিচ্ছে, মোদি সরকারই ফিরছে

2019-03-28 12:11:59

মেরঠ, ২৮ মার্চ : লোকসভা নির্বাচনে BJP-র হয়ে প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদি। আজ প্রথম জনসভাটি তিনি করছেন উত্তরপ্রদেশের মেরঠে।

মোদি বলেন :

  • সমাজবাদী পার্টির সা, RLD-র রা এবং BSP-র ব এই তিন মিলে হয় সারাব।
  • আমাদের বীর সন্তান চাই না প্রমাণ চাই ?
  • দেশের বীর সন্তানরাই দেশের সবচেয়ে বড় প্রমাণ। প্রমাণ চাওয়া মানে দেশের বীর সন্তানদের আহ্বান জানানো 
  • কয়েকজন থিয়েটার সেট আর অ্যান্টি স্যাটেলাইট মিশনের মধ্যে পার্থক্য বোঝে না 
  • এইরকম বুদ্ধিমান লোকজনের উপর হাসব না কাঁদব বুঝতে পারছি না 
  • কয়েকজন ভেবেছিল থিয়েটারের সেটের কথা বলছি  
  • গতকাল আমি যখন A- SAT-র কথা বলছিলাম তখন কয়েকজন লোক বিষয়টি গুলিয়ে ফেলেছিল  
  • নতুন ভারত তৈরি করব আমি
  • হিসেব নেওয়ার কথা বলেছিলাম, সবার হিসাব নেব
  • মাটি, আকাশ হোক কিংবা মহাকাশ আপনাদের এই চৌকিদারের সরকারই সার্জিকাল স্ট্রাইকের সাহস দেখিয়েছে
  • মহাভেজাল জোটের আমলে নারীরা সুরক্ষিত ছিল না। তাহলে দেশ কি সুরক্ষিত থাকবে?  
  • এই মহাভেজালের জোট জঙ্গিদের মদত দিত
  • আগে ভারতে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হত
  • EVM বোতাম টেপার আগে একবার বিকাশের কথা ভাববেন
  • গরিবের অ্যাকাউন্ট খুলেছে এই সরকার। যারা গরিবের অ্যাকাউন্টই খোলেনি তারা কি টাকা দেবে? 
  • মানুষ বিনামূল্যে গ্যাসের সংযোগ, বিদ্যুৎ সংযোগ পেয়েছেন
  • দেশে আবার BJP ক্ষমতায় আসবে
  • চৌকিদার কখনও অবিচার করে না
  • দেশের নিরাপত্তা আরও জোরদার হবে
  • দেশের এমন কোনও জায়গা নেই যেখানে আমাদের বিকাশ পৌঁছায়নি
  • আপানার তো জানেন আমি চৌকিদার। সবার হিসেব হবে। গুনে গুনে হিসেব হবে 
  • নিজের হিসেব দেব সেইসঙ্গে অন্যদের হিসেবও নেব
  • মানুষের বিশ্বাস আপনারা নষ্ট করছেন কেন ? 
  • ১৩০ কোটি মানুষের কাছে এটা স্পষ্ট
  • দেশবাসী বুঝিয়ে দিচ্ছে, মোদি সরকারই ফিরছে
Shopian (J-K), Mar 28 (ANI): Three terrorists killed in an encounter between terrorists and security forces in Keller area of Shopian district in Jammu and Kashmir (J-K). Weapons were also recovered from the encounter site. The Central Reserve Police Force (CRPF), Army and Jammu and Kashmir police have launched a joint operation to nab the terrorists. A search operation is currently underway in the area.
Last Updated : Mar 28, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.