ETV Bharat / bharat

সীমান্তে নিরাপত্তার আবেদন তিব্বত প্রেসিডেন্টের - India-china stand off 2020

দালাই লামার 85তম জন্মদিনে বক্তব্য রাখেন তিব্বত প্রেসিডেন্ট লবসাং সাঙ্গে । চিনকে আক্রমণ করে তিনি বলেন, ইউহানে প্যানডেমিকের উৎপত্তি । কিন্তু প্যানডেমিকে আমরা পিছিয়ে যাব না । আমরা আমাদের অধিকারের কথা বলবই । ভারতকেও ধন্যবাদ জানান লবসাং । বলেন, ভারত সবসময় তিব্বতকে সমর্থন করেছে ।

tibet
tibet
author img

By

Published : Jul 7, 2020, 4:22 PM IST

ধর্মশালা (হিমাচলপ্রদেশ), 7 জুলাই : পাশে থাকার জন্য এবং সমর্থনকরার জন্য ভারতকে ধন্যবাদ জানালেন তিব্বতের প্রেসিডেন্ট । সীমান্তে কর্মরত সেনারনিরাপত্তার জন্যও প্রার্থনা করেন প্রেসিডেন্ট লবসাং সাঙ্গে । একটি সর্বভারতীয়সংবাদ সংস্থাকে তিনি বলেন, সৈন্যরাসুরক্ষিত থাকুক এবং ভারত নিরাপদ ও শক্তিশালী হোক ।

গতকালকোরোনা সংক্রমণ প্রসঙ্গ টেনে চিনকে আবার আক্রমণ করেন লবসাং । তিনি অভিযোগ করে বলেন, উহান প্যানডেমিকের উৎপত্তি । কিন্তুনিজেদের অধিকারের জন্য লড়াই বন্ধ করবে না তিব্বত । পাশাপাশি COVID-19প্যানডেমিকে তিব্বতের মানুষেরপাশে থাকার জন্যও ভারতকে ধন্যবাদ জানান লবসাং ।

লবসাংবলেন, "উহানেপ্যানডেমিকের উৎপত্তি । কিন্তু সেই প্যানডেমিক আমাদের আটকাতে পারবে না । আমরাতিব্বতের সমস্যার কথা বলবই, আমাদেরপতাকাও উত্তোলন করব । চিনের সঙ্গে আমাদের সমস্যার কথাও বলব । কখনওই আমরা পিছু হটবনা । ভারত সবসময়ই তিব্বতকে সমর্থন করেছে । সীমান্তে কর্মরত সৈন্যরা সুরক্ষিত থাকুক। ভারতও শক্তিশালী হোক এবং সুরক্ষিত থাকুক । " তাঁর সংযোজন, আমরা চাই ভারতের সীমান্ত সুরক্ষিত এবংনিরাপদ থাকুক । আমরা চিনের সঙ্গে আমাদের সমস্যার কথা বারবার তুলে ধরবই ।

দলাইলামার 85তমজন্মদিন উপলক্ষে বক্তব্য রাখার সময় চিনের উদ্দেশে কথা বলেন লবসাং । এবং যে কোনওপরিস্থিতিতে তাদের পাশে থাকা জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি ।

সীমান্তে নিরাপত্তার আবেদন তিব্বতপ্রেসিডেন্টের

ধর্মশালা (হিমাচলপ্রদেশ), 7 জুলাই : পাশে থাকার জন্য এবং সমর্থনকরার জন্য ভারতকে ধন্যবাদ জানালেন তিব্বতের প্রেসিডেন্ট । সীমান্তে কর্মরত সেনারনিরাপত্তার জন্যও প্রার্থনা করেন প্রেসিডেন্ট লবসাং সাঙ্গে । একটি সর্বভারতীয়সংবাদ সংস্থাকে তিনি বলেন, সৈন্যরাসুরক্ষিত থাকুক এবং ভারত নিরাপদ ও শক্তিশালী হোক ।

গতকালকোরোনা সংক্রমণ প্রসঙ্গ টেনে চিনকে আবার আক্রমণ করেন লবসাং । তিনি অভিযোগ করে বলেন, উহান প্যানডেমিকের উৎপত্তি । কিন্তুনিজেদের অধিকারের জন্য লড়াই বন্ধ করবে না তিব্বত । পাশাপাশি COVID-19প্যানডেমিকে তিব্বতের মানুষেরপাশে থাকার জন্যও ভারতকে ধন্যবাদ জানান লবসাং ।

লবসাংবলেন, "উহানেপ্যানডেমিকের উৎপত্তি । কিন্তু সেই প্যানডেমিক আমাদের আটকাতে পারবে না । আমরাতিব্বতের সমস্যার কথা বলবই, আমাদেরপতাকাও উত্তোলন করব । চিনের সঙ্গে আমাদের সমস্যার কথাও বলব । কখনওই আমরা পিছু হটবনা । ভারত সবসময়ই তিব্বতকে সমর্থন করেছে । সীমান্তে কর্মরত সৈন্যরা সুরক্ষিত থাকুক। ভারতও শক্তিশালী হোক এবং সুরক্ষিত থাকুক । " তাঁর সংযোজন, আমরা চাই ভারতের সীমান্ত সুরক্ষিত এবংনিরাপদ থাকুক । আমরা চিনের সঙ্গে আমাদের সমস্যার কথা বারবার তুলে ধরবই ।

দলাইলামার 85তমজন্মদিন উপলক্ষে বক্তব্য রাখার সময় চিনের উদ্দেশে কথা বলেন লবসাং । এবং যে কোনওপরিস্থিতিতে তাদের পাশে থাকা জন্য ভারতকে ধন্যবাদ জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.