দিল্লি ও বের্ন, 7 অক্টোবর : বিদেশে গচ্ছিত রয়েছে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা । কেন্দ্রের তরফে এরকম দাবি করা হয়েছিল বারবার । প্রথম বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইজ় ব্যাঙ্কে থাকা হিসাব বহির্ভূত টাকা ভারতে ফিরিয়ে আনবেন বলে জানিয়েছিলেন । এবার সে বিষয়ে বড় সাফল্য পেল কেন্দ্র । নতুন অটোমেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ চুক্তির (AEOI) আওতায় সুইজ় ব্যাঙ্কে থাকা ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের প্রথম তালিকা তুলে দেওয়া হল কেন্দ্রের হাতে ।
ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন (FTA)-এর মুখপাত্র এক সংবাদসংস্থাকে জানায়, ভারত পৃথিবীর সেই সমস্ত 75 টি দেশের মধ্যে রয়েছে যাদের সঙ্গে সুইৎজ়ারল্যান্ডের ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবছর আর্থিক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আদান প্রদান করেছে । এই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের পরবর্তী আদান প্রদান 2020 সালের সেপ্টেম্বরে হবে বলে জানান FTA-র মুখপাত্র ।
সুইজ় কর্তৃপক্ষের তরফে কেন্দ্রকে সে সব অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে যেগুলি বর্তমানে সক্রিয় আছে । শুধু তাই নয়, 2018 সালে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলির তথ্যও কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর । তবে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজ করা হয়েছে । ঠিক কতগুলি অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে বা সুইজ় ব্যাঙ্কের অ্যাকাউন্টের ভারতীয় গ্রাহকদের সম্পত্তির পরিমাণ কত, তা নিয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য FTA-র তরফে প্রকাশ করা হয়নি । তবে, এই তথ্যগুলির মধ্যে অ্যাকাউন্ট গ্রাহকের নাম, ঠিকানা, নাগরিকত্ব, কর শনাক্তকরণ নম্বর, ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্টে অর্থের পরিমাণ ও বার্ষিক আয় সমস্ত কিছুই উল্লেখ করা রয়েছে ।
AEOI সেই সমস্ত অ্যাকাউন্টগুলির সঙ্গেই সম্পর্কিত যেগুলি সরকারিভাবে ভারতীয়দের নামে নথিভুক্ত এবং যেগুলি ব্যবসা বা অন্য কোনও সঠিক কাজের সঙ্গে যুক্ত ।
অ্যাকাউন্টের তথ্যের এই আদানপ্রদান পরের বছর 90টি দেশের সঙ্গে হবে বলে খবর । অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের এই আদানপ্রদান প্রথম 2018 সালের শেষের দিকে 36টি দেশের মধ্যে হয় । সুইজ় কর্তৃপক্ষের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তাতে ঠিক কত পরিমাণ হিসাব বহির্ভূত সম্পদ সুইজ় ব্যাঙ্কে রয়েছে সে সম্পর্কে খতিয়ান পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।