ETV Bharat / bharat

সুইজ় ব্যাঙ্কে ভারতীয়দের কত সম্পদ? তথ্য কেন্দ্রের হাতে

নতুন অটোমেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ চুক্তির (AEOI) আওতায় সুইস ব্যাঙ্কে থাকা ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের প্রথম তালিকা তুলে দেওয়া হল ভারতের হাতে । এই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের পরবর্তী আদান প্রদান 2020 সালের সেপ্টেম্বরে হবে বলে জানান FTA-র মুখপাত্র ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 7, 2019, 8:50 PM IST

দিল্লি ও বের্ন, 7 অক্টোবর : বিদেশে গচ্ছিত রয়েছে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা । কেন্দ্রের তরফে এরকম দাবি করা হয়েছিল বারবার । প্রথম বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইজ় ব্যাঙ্কে থাকা হিসাব বহির্ভূত টাকা ভারতে ফিরিয়ে আনবেন বলে জানিয়েছিলেন । এবার সে বিষয়ে বড় সাফল্য পেল কেন্দ্র । নতুন অটোমেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ চুক্তির (AEOI) আওতায় সুইজ় ব্যাঙ্কে থাকা ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের প্রথম তালিকা তুলে দেওয়া হল কেন্দ্রের হাতে ।

ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন (FTA)-এর মুখপাত্র এক সংবাদসংস্থাকে জানায়, ভারত পৃথিবীর সেই সমস্ত 75 টি দেশের মধ্যে রয়েছে যাদের সঙ্গে সুইৎজ়ারল্যান্ডের ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবছর আর্থিক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আদান প্রদান করেছে । এই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের পরবর্তী আদান প্রদান 2020 সালের সেপ্টেম্বরে হবে বলে জানান FTA-র মুখপাত্র ।

সুইজ় কর্তৃপক্ষের তরফে কেন্দ্রকে সে সব অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে যেগুলি বর্তমানে সক্রিয় আছে । শুধু তাই নয়, 2018 সালে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলির তথ্যও কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর । তবে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজ করা হয়েছে । ঠিক কতগুলি অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে বা সুইজ় ব্যাঙ্কের অ্যাকাউন্টের ভারতীয় গ্রাহকদের সম্পত্তির পরিমাণ কত, তা নিয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য FTA-র তরফে প্রকাশ করা হয়নি । তবে, এই তথ্যগুলির মধ্যে অ্যাকাউন্ট গ্রাহকের নাম, ঠিকানা, নাগরিকত্ব, কর শনাক্তকরণ নম্বর, ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্টে অর্থের পরিমাণ ও বার্ষিক আয় সমস্ত কিছুই উল্লেখ করা রয়েছে ।

AEOI সেই সমস্ত অ্যাকাউন্টগুলির সঙ্গেই সম্পর্কিত যেগুলি সরকারিভাবে ভারতীয়দের নামে নথিভুক্ত এবং যেগুলি ব্যবসা বা অন্য কোনও সঠিক কাজের সঙ্গে যুক্ত ।

অ্যাকাউন্টের তথ্যের এই আদানপ্রদান পরের বছর 90টি দেশের সঙ্গে হবে বলে খবর । অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের এই আদানপ্রদান প্রথম 2018 সালের শেষের দিকে 36টি দেশের মধ্যে হয় । সুইজ় কর্তৃপক্ষের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তাতে ঠিক কত পরিমাণ হিসাব বহির্ভূত সম্পদ সুইজ় ব্যাঙ্কে রয়েছে সে সম্পর্কে খতিয়ান পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

দিল্লি ও বের্ন, 7 অক্টোবর : বিদেশে গচ্ছিত রয়েছে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা । কেন্দ্রের তরফে এরকম দাবি করা হয়েছিল বারবার । প্রথম বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইজ় ব্যাঙ্কে থাকা হিসাব বহির্ভূত টাকা ভারতে ফিরিয়ে আনবেন বলে জানিয়েছিলেন । এবার সে বিষয়ে বড় সাফল্য পেল কেন্দ্র । নতুন অটোমেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ চুক্তির (AEOI) আওতায় সুইজ় ব্যাঙ্কে থাকা ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের প্রথম তালিকা তুলে দেওয়া হল কেন্দ্রের হাতে ।

ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন (FTA)-এর মুখপাত্র এক সংবাদসংস্থাকে জানায়, ভারত পৃথিবীর সেই সমস্ত 75 টি দেশের মধ্যে রয়েছে যাদের সঙ্গে সুইৎজ়ারল্যান্ডের ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবছর আর্থিক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আদান প্রদান করেছে । এই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের পরবর্তী আদান প্রদান 2020 সালের সেপ্টেম্বরে হবে বলে জানান FTA-র মুখপাত্র ।

সুইজ় কর্তৃপক্ষের তরফে কেন্দ্রকে সে সব অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে যেগুলি বর্তমানে সক্রিয় আছে । শুধু তাই নয়, 2018 সালে বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলির তথ্যও কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর । তবে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজ করা হয়েছে । ঠিক কতগুলি অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে বা সুইজ় ব্যাঙ্কের অ্যাকাউন্টের ভারতীয় গ্রাহকদের সম্পত্তির পরিমাণ কত, তা নিয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য FTA-র তরফে প্রকাশ করা হয়নি । তবে, এই তথ্যগুলির মধ্যে অ্যাকাউন্ট গ্রাহকের নাম, ঠিকানা, নাগরিকত্ব, কর শনাক্তকরণ নম্বর, ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্টে অর্থের পরিমাণ ও বার্ষিক আয় সমস্ত কিছুই উল্লেখ করা রয়েছে ।

AEOI সেই সমস্ত অ্যাকাউন্টগুলির সঙ্গেই সম্পর্কিত যেগুলি সরকারিভাবে ভারতীয়দের নামে নথিভুক্ত এবং যেগুলি ব্যবসা বা অন্য কোনও সঠিক কাজের সঙ্গে যুক্ত ।

অ্যাকাউন্টের তথ্যের এই আদানপ্রদান পরের বছর 90টি দেশের সঙ্গে হবে বলে খবর । অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের এই আদানপ্রদান প্রথম 2018 সালের শেষের দিকে 36টি দেশের মধ্যে হয় । সুইজ় কর্তৃপক্ষের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তাতে ঠিক কত পরিমাণ হিসাব বহির্ভূত সম্পদ সুইজ় ব্যাঙ্কে রয়েছে সে সম্পর্কে খতিয়ান পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Samba (Jammu and Kashmir), Oct 07 (ANI): Three mortar shells were found in J and K's Samba on Oct 07. Locals spotted these shells near Sangwali village. Police reached to the spot and started investigation. The search operation is underway.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.