ETV Bharat / bharat

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিশেষ বাহিনী মোতায়েন ভারতের - india-china clash 2020

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিশেষ সামরিক বাহিনী মোতায়েন করল ভারত । এই বিশেষ বাহিনী 2017-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটির বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইকে বিশেষ ভূমিকা নেয় । প্রয়োজনে চিনের সীমন্তেও কার্যকরী হবে তারা ।

ladakh
ladakh
author img

By

Published : Jul 3, 2020, 10:38 AM IST

লাদাখ, 3 জুলাই : ভারত-চিন সংঘর্ষ আবহে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিশেষ সামরিক বাহিনী মোতায়েন করল ভারত । প্রয়োজনে বিশেষ অপারেশনের ক্ষেত্রে কার্যকরী হবে এই বাহিনী ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, "দেশের বিভিন্ন স্থান থেকে লাদাখে বিশেষ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে । এই বিশেষ বাহিনী 2017-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটির বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইকে বিশেষ ভূমিকা পালন করেছিল । প্রয়োজনে চিনের সীমন্তেও একইভাবে কার্যকরী হবে তারা । "

সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই পূর্ব লাদাখের নির্দিষ্ট স্থানে বিশেষ বাহিনীকে মোতায়েন করা হয়েছে । সেনাদের ভূমিকা এবং কাজ সম্পর্কিত তথ্য বুঝিয়ে দেওয়া হয়েছে ।

ভারতের মোট 12টি বিশেষ বাহিনী রয়েছে । যারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী এবং প্রশিক্ষণপ্রাপ্ত । মরুভূমি, পর্বত এবং জঙ্গলে তারা একইভাবে পারদর্শী । জম্মু-কাশ্মীরের বিশেষ বাহিনী উচ্চতায় নিয়মিত যুদ্ধের মহড়া করে এবং তাদের নিয়মতি প্রশিক্ষণ চলে ।

প্রায় সাত সপ্তাহ ধরে লাদাখে চিন-ভারত সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত । দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে । 15 জুন সংঘর্ষে ভারতের 20 জওয়ান শহিদ হন । মধ্যস্থতার জন্য দুই দেশের মধ্যে বৈঠক হয় ।

লাদাখ, 3 জুলাই : ভারত-চিন সংঘর্ষ আবহে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিশেষ সামরিক বাহিনী মোতায়েন করল ভারত । প্রয়োজনে বিশেষ অপারেশনের ক্ষেত্রে কার্যকরী হবে এই বাহিনী ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, "দেশের বিভিন্ন স্থান থেকে লাদাখে বিশেষ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে । এই বিশেষ বাহিনী 2017-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটির বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইকে বিশেষ ভূমিকা পালন করেছিল । প্রয়োজনে চিনের সীমন্তেও একইভাবে কার্যকরী হবে তারা । "

সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই পূর্ব লাদাখের নির্দিষ্ট স্থানে বিশেষ বাহিনীকে মোতায়েন করা হয়েছে । সেনাদের ভূমিকা এবং কাজ সম্পর্কিত তথ্য বুঝিয়ে দেওয়া হয়েছে ।

ভারতের মোট 12টি বিশেষ বাহিনী রয়েছে । যারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী এবং প্রশিক্ষণপ্রাপ্ত । মরুভূমি, পর্বত এবং জঙ্গলে তারা একইভাবে পারদর্শী । জম্মু-কাশ্মীরের বিশেষ বাহিনী উচ্চতায় নিয়মিত যুদ্ধের মহড়া করে এবং তাদের নিয়মতি প্রশিক্ষণ চলে ।

প্রায় সাত সপ্তাহ ধরে লাদাখে চিন-ভারত সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত । দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে । 15 জুন সংঘর্ষে ভারতের 20 জওয়ান শহিদ হন । মধ্যস্থতার জন্য দুই দেশের মধ্যে বৈঠক হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.