দিল্লি, 18 জুন : যেকোনও পরিস্থিতির জন্য দেশের তিন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে । বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ভারত-চিন সীমান্তে 3 হাজার 500 কিমি এলাকা জুড়ে থাকা সেনা ও বায়ুসেনাকে । সূত্রের খবর, সোমবার গালওয়ান উপত্যকায় চিন সেনার সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা শহিদ হওয়ার পর সেনাবাহিনীকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে । এর পাশাপাশি নৌসেনাকেও সতর্কতা বাড়াতে বলা হয়েছে । বিশেষ করে ভারত মহাসাগরের দিকে যেখানে প্রায়ই চিনের সেনার অনুপ্রবেশের খবর পাওয়া যাচ্ছে ।
সূত্রের খবর, সোমবারের ঘটনার পর ইতিমধ্যেই ভারত- চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাদাখ, অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে । সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনার এক আধিকারিক জানিয়েছেন, এখন থেকে LAC-তে সেনা মোতায়েনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হচ্ছে ।
গতকালই দিল্লিতে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত, তিন সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । তারপরই সন্ধেয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি ।
এই সংক্রান্ত আরও খবর : কেন হতাহতের সংখ্যা জানাচ্ছে না চিন ?
পরে চিনের উদ্দেশে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, "আমরা শান্তি চাই । কিন্তু প্ররোচনা দেওয়া হলে আমরা উপযুক্ত জবাব দিতে সক্ষম ।"
এই সংক্রান্ত আরও খবর : লাদাখে শহিদ ভারতীয় সেনার 20 জওয়ান
এদিকে সূত্রের খবর, LAC-তে ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা বেস ক্যাম্পগুলির উপর নজরদারি চালাতে শুরু করেছে । ভারত মহাসাগরেও অতিরিক্ত জওয়ান মোয়াতেন করেছে নৌসেনা বাহিনী ।
এই সংক্রান্ত আরও খবর : শহিদ গ্রামের ছেলে, চিন বিরোধী স্লোগান উঠল হিমাচলের কারোঠায়