ETV Bharat / bharat

এবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতের - article 35a

পাকিস্তানকে কড়া বার্তা ভারতের । দিল্লি থেকেও সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হল ।

এবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতের
author img

By

Published : Aug 12, 2019, 8:41 AM IST

দিল্লি, 12 অগাস্ট : সমঝোতা এক্সপ্রেস বন্ধ করেছে পাকিস্তান । এবার পাকিস্তানকে পালটা কড়া বার্তা ভারতের । দিল্লি থেকেও সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হল । প্রতি রবিবার দিল্লি থেকে আটারি পর্যন্ত চলত ট্রেনটি । তবে গতকাল ট্রেনটি বন্ধ করার ঘোষণা করে ভারতীয় রেল । ভারতীয় রেলের তরফে একটি টুইটে বলা হয়েছে, "লাহোর এবং আটারির মধ্যে চলাচল করা 14607/14608 সমঝোতা এক্সপ্রেস পাকিস্তান বাতিল করেছে । তাই দিল্লি ও আটারির মধ্যে চলাচল করা ট্রেন 14001/14002 বাতিল থাকবে ।"

এর আগে বৃহস্পতিবার পাকিস্তান থেকে ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে ছিল কয়েকঘণ্টা ৷ জানা গেছে, ওইদিন পাকিস্তানের লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর 1টা থেকে ওয়াঘা সীমান্তে আটকে পড়েন । কারণ ওই ট্রেনের কর্মীরা ভারতীয় সীমান্ত পর্যন্ত সেটিকে নিয়ে আসতে অস্বীকার করেন । তাঁরা বলেন, ভারতীয় রেলকর্মীরা এসে ট্রেনটিকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান ৷ পরে পাকিস্তানের রেলমন্ত্রী ট্রেন পরিষেবা বন্ধের কথা জানান ।

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান প্রশাসন । এমন কী সমঝোতা এক্সপ্রেসের পর সাময়িকভাবে লাহোর থেকে দিল্লিগামী বাস পরিষেবা থামিয়েছে পাকিস্তান ।

370 ধারা প্রত্যাহারের পরই পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশন ডেকে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান উসকানিমূলক মন্তব্য করেছিলেন । এরপর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করা ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত । পাশাপাশি অহেতুক অশান্তি সৃষ্টি করা থেকে পাকিস্তানকে বিরত থাকতেও বলা হয় ভারতের তরফে । তবে এরপরও একের পর এক পদক্ষেপ করে যাচ্ছিল পাকিস্তান । এর পরিপ্রেক্ষিতেই ভারতের সমঝোতা এক্সপ্রেস নিয়ে এই সিদ্ধান্ত ।

দিল্লি, 12 অগাস্ট : সমঝোতা এক্সপ্রেস বন্ধ করেছে পাকিস্তান । এবার পাকিস্তানকে পালটা কড়া বার্তা ভারতের । দিল্লি থেকেও সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হল । প্রতি রবিবার দিল্লি থেকে আটারি পর্যন্ত চলত ট্রেনটি । তবে গতকাল ট্রেনটি বন্ধ করার ঘোষণা করে ভারতীয় রেল । ভারতীয় রেলের তরফে একটি টুইটে বলা হয়েছে, "লাহোর এবং আটারির মধ্যে চলাচল করা 14607/14608 সমঝোতা এক্সপ্রেস পাকিস্তান বাতিল করেছে । তাই দিল্লি ও আটারির মধ্যে চলাচল করা ট্রেন 14001/14002 বাতিল থাকবে ।"

এর আগে বৃহস্পতিবার পাকিস্তান থেকে ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে ছিল কয়েকঘণ্টা ৷ জানা গেছে, ওইদিন পাকিস্তানের লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর 1টা থেকে ওয়াঘা সীমান্তে আটকে পড়েন । কারণ ওই ট্রেনের কর্মীরা ভারতীয় সীমান্ত পর্যন্ত সেটিকে নিয়ে আসতে অস্বীকার করেন । তাঁরা বলেন, ভারতীয় রেলকর্মীরা এসে ট্রেনটিকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান ৷ পরে পাকিস্তানের রেলমন্ত্রী ট্রেন পরিষেবা বন্ধের কথা জানান ।

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান প্রশাসন । এমন কী সমঝোতা এক্সপ্রেসের পর সাময়িকভাবে লাহোর থেকে দিল্লিগামী বাস পরিষেবা থামিয়েছে পাকিস্তান ।

370 ধারা প্রত্যাহারের পরই পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশন ডেকে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান উসকানিমূলক মন্তব্য করেছিলেন । এরপর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করা ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করার পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত । পাশাপাশি অহেতুক অশান্তি সৃষ্টি করা থেকে পাকিস্তানকে বিরত থাকতেও বলা হয় ভারতের তরফে । তবে এরপরও একের পর এক পদক্ষেপ করে যাচ্ছিল পাকিস্তান । এর পরিপ্রেক্ষিতেই ভারতের সমঝোতা এক্সপ্রেস নিয়ে এই সিদ্ধান্ত ।

Chennai, Aug 12 (ANI): Vice President M Venkaiah Naidu on Sunday said that the abrogation of Article 370 is in the interest of the nation. While addressing the function in Chennai, he said, "We must always remember the history, analyse what happened, what not happened and then move forward. Abrogation of Article 370 is in interest of the nation, its future, security, safety. I can say as the Vice President that we should all think in terms of national interest rather than party's interest. Article 370 should not be treated as a political issue, it should be treated as a national issue." "Kashmir is an integral part of India. Whatever problems are there we should all stand by the people of Kashmir and see to it that steps are taken to restore normalcy and implementing developmental and welfare agenda at the earliest," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.