ETV Bharat / bharat

দেশে 3 লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা, নতুন করে সংক্রমিত প্রায় সাড়ে 11 হাজার - coropna virus

গত 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত 11 হাজার জন ৷ একদিনে এত বেশিজনের আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম ৷

India crosses 3 lakh mark as it reports the highest single-day spike
প্রতিদিনের নিরিখে রেকর্ড সর্বোচ্চ কোরোনা আক্রান্ত, প্রায় সাড়ে 11 হাজার
author img

By

Published : Jun 13, 2020, 10:27 AM IST

দিল্লি, 13 জুন : ফের রেকর্ড ৷ এবার একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 11 হাজার ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, গত 24 ঘণ্টায় দেশে 11 হাজার 458 জন কোরোনা আক্রান্ত হয়েছেন ৷

দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড ৷ শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এক লাখেরও বেশি ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 8 হাজার 993 ৷

তবে, গত 24 ঘণ্টায় মৃত্যু কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ নতুন করে মারা গেছেন 386 জন ৷ আগের বার সংখ্যাটি ছিল 396 জন ৷

দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা 1 লাখ 45 হাজার 779 । সুস্থ হয়ে উঠেছেন 1 লাখ 54 হাজার 330 জন । মারা গেছেন 8 হাজার 884 জন ৷ দেশে সবথেকে বেশি কোরোনায় আক্রান্ত মহারাষ্ট্রে ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যাটা 1 লাখ 11 হাজার 41 জন ৷ তারপরেই আছে যথাক্রমে তামিলনাড়ু ও দিল্লি ৷ সংখ্যাটা 40 হাজার 698 জন ও 36 হাজার 824 জন ৷

দিল্লি, 13 জুন : ফের রেকর্ড ৷ এবার একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 11 হাজার ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, গত 24 ঘণ্টায় দেশে 11 হাজার 458 জন কোরোনা আক্রান্ত হয়েছেন ৷

দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড ৷ শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এক লাখেরও বেশি ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 8 হাজার 993 ৷

তবে, গত 24 ঘণ্টায় মৃত্যু কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ নতুন করে মারা গেছেন 386 জন ৷ আগের বার সংখ্যাটি ছিল 396 জন ৷

দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা 1 লাখ 45 হাজার 779 । সুস্থ হয়ে উঠেছেন 1 লাখ 54 হাজার 330 জন । মারা গেছেন 8 হাজার 884 জন ৷ দেশে সবথেকে বেশি কোরোনায় আক্রান্ত মহারাষ্ট্রে ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যাটা 1 লাখ 11 হাজার 41 জন ৷ তারপরেই আছে যথাক্রমে তামিলনাড়ু ও দিল্লি ৷ সংখ্যাটা 40 হাজার 698 জন ও 36 হাজার 824 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.