ETV Bharat / bharat

দেশে দৈনিক সংক্রমণ ছাড়াল 50 হাজার - corona india

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 50 হাজার 357 জন ৷ গতকাল সেই সংখ্য়াটা ছিল 47 হাজার 638 জন ।

photo
photo
author img

By

Published : Nov 7, 2020, 9:58 AM IST

Updated : Nov 7, 2020, 11:00 AM IST

দিল্লি, 7 নভেম্বর : আবারও বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 50 হাজার 357 জন ৷ গতকাল সেই সংখ্য়াটা ছিল 47 হাজার 638 জন ।

এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 84 লাখ 62 হাজার 81 ৷ সক্রিয় আক্রান্ত 5 লাখ 16 হাজার 632 ৷ এদিকে কমেছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 577 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 670 ৷ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 25 হাজার 562 ৷

গত 24 ঘণ্টায় 53 হাজার 920 জন সুস্থ হয়েছেন ৷ মোট সুস্থ হয়ে উঠেছেন 78 লাখ 19 হাজার 887 জন ৷

তবে দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 10 হাজার 314 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 15 লাখ 62 হাজার 342 জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 41 হাজার 889 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 38 হাজার 363 ৷

24 ঘণ্টায় মোট 11 লাখ 13 হাজার 209 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

দিল্লি, 7 নভেম্বর : আবারও বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 50 হাজার 357 জন ৷ গতকাল সেই সংখ্য়াটা ছিল 47 হাজার 638 জন ।

এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 84 লাখ 62 হাজার 81 ৷ সক্রিয় আক্রান্ত 5 লাখ 16 হাজার 632 ৷ এদিকে কমেছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 577 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 670 ৷ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 25 হাজার 562 ৷

গত 24 ঘণ্টায় 53 হাজার 920 জন সুস্থ হয়েছেন ৷ মোট সুস্থ হয়ে উঠেছেন 78 লাখ 19 হাজার 887 জন ৷

তবে দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 10 হাজার 314 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 15 লাখ 62 হাজার 342 জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 41 হাজার 889 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 38 হাজার 363 ৷

24 ঘণ্টায় মোট 11 লাখ 13 হাজার 209 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

Last Updated : Nov 7, 2020, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.