ETV Bharat / bharat

আজ ফের বৈঠকে ভারত ও চিন সেনা - India China standoff

ডেপস্যাং প্লেনস ও প্যাংগং লেক পার্শ্ববর্তী এলাকায় চিন শক্তি বাড়াচ্ছে বলে সূত্রের খবর । আজকের বৈঠকে এই সমস্ত এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য চিনকে বলা হতে পারে ।

ভারত চিন বৈঠক
ভারত চিন বৈঠক
author img

By

Published : Jun 29, 2020, 11:01 PM IST

Updated : Jun 30, 2020, 5:58 AM IST

দিল্লি, 29 জুন : আজ ফের ভারত ও চিন সেনার মধ্যে বৈঠক হতে চলেছে । বৈঠক হবে লাদাখের চুশুলে । দু'দেশেরই শীর্ষ সামরিক কর্তারা উপস্থিত থাকবেন বৈঠকে । 15 জুনের পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে উত্তজনার বাতাবরণ তৈরি হয়েছে তা প্রশমিত করার জন্যই এই বৈঠক ।

মে মাসের শুরু থেকে দু'দেশের সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি শুরু হয়েছে তারপর থেকে এই নিয়ে তৃতীয়বার ভারত ও চিন সেনা বৈঠক করতে চলেছে । বৈঠক শুরু হবে সকাল সাড়ে দশটায় । এর আগেও দু'বার বৈঠক হয় । ওই দুই বৈঠক হয়েছিল প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে, মলডোতে ।

শেষ বৈঠক হয়েছিল 15 জুন সীমান্তে দু'দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঠিক এক সপ্তাহ পর । অর্থাৎ 22 জুন । ওই বৈঠকে ছিলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং( লে-র 14 কর্পসের কমান্ডার) এবং চিনের তরফে ছিলেন মেজর জেনেরাল লিউ লিন ( সাউথ জ়িনজিয়াং মিলিটারি রিজিয়নের কমান্ডার ) । ভারত-চিন সীমান্তে উত্তজনা প্রশমিত করতে উভয়পক্ষের মধ্যেই আলোচনা হয় এই বৈঠকে ।

যদিও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও পর্যন্ত কোনও উদ্যোগই নিতে দেখা যায়নি চিনকে । উলটে সীমান্ত বরাবর তারা আরও শক্তি বাড়াচ্ছে বলে খবর । বিশেষ করে ডেপস্যাং প্লেনস ও প্যাংগং লেক পার্শ্ববর্তী এলাকায় চিন শক্তি বাড়াচ্ছে বলে জানা গেছে । আজকের বৈঠকে এই সমস্ত এলাকাগুলি থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য চিনকে বলা হতে পারে ।

দিল্লি, 29 জুন : আজ ফের ভারত ও চিন সেনার মধ্যে বৈঠক হতে চলেছে । বৈঠক হবে লাদাখের চুশুলে । দু'দেশেরই শীর্ষ সামরিক কর্তারা উপস্থিত থাকবেন বৈঠকে । 15 জুনের পর থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে উত্তজনার বাতাবরণ তৈরি হয়েছে তা প্রশমিত করার জন্যই এই বৈঠক ।

মে মাসের শুরু থেকে দু'দেশের সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি শুরু হয়েছে তারপর থেকে এই নিয়ে তৃতীয়বার ভারত ও চিন সেনা বৈঠক করতে চলেছে । বৈঠক শুরু হবে সকাল সাড়ে দশটায় । এর আগেও দু'বার বৈঠক হয় । ওই দুই বৈঠক হয়েছিল প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে, মলডোতে ।

শেষ বৈঠক হয়েছিল 15 জুন সীমান্তে দু'দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঠিক এক সপ্তাহ পর । অর্থাৎ 22 জুন । ওই বৈঠকে ছিলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং( লে-র 14 কর্পসের কমান্ডার) এবং চিনের তরফে ছিলেন মেজর জেনেরাল লিউ লিন ( সাউথ জ়িনজিয়াং মিলিটারি রিজিয়নের কমান্ডার ) । ভারত-চিন সীমান্তে উত্তজনা প্রশমিত করতে উভয়পক্ষের মধ্যেই আলোচনা হয় এই বৈঠকে ।

যদিও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও পর্যন্ত কোনও উদ্যোগই নিতে দেখা যায়নি চিনকে । উলটে সীমান্ত বরাবর তারা আরও শক্তি বাড়াচ্ছে বলে খবর । বিশেষ করে ডেপস্যাং প্লেনস ও প্যাংগং লেক পার্শ্ববর্তী এলাকায় চিন শক্তি বাড়াচ্ছে বলে জানা গেছে । আজকের বৈঠকে এই সমস্ত এলাকাগুলি থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য চিনকে বলা হতে পারে ।

Last Updated : Jun 30, 2020, 5:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.