ETV Bharat / bharat

একাধিক ইশুতে কেন্দ্রের সমালোচনা সোনিয়া গান্ধির - Military Standoff

লাদাখ সীমান্ত থেকে শুরু করে কোরোনা মোকাবিলা, পেট্রোল-ডিজ়েলের দাম বৃদ্ধি সহ বিভিন্ন ইশুতে কেন্দ্রের সমালোচনায় সরব সোনিয়া গান্ধি।

india-china-face-off-a-full-blown-crisis-sonia-at-cwc
india-china-face-off-a-full-blown-crisis-sonia-at-cwc
author img

By

Published : Jun 24, 2020, 5:20 AM IST

Updated : Jun 24, 2020, 7:49 AM IST

দিল্লি, 24 জুন: লাদাখ সীমান্তে ভারত-চিন উদ্বেগজনক সংকটের মুখোমুখি হয়েছে। লাদাখের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে এমনই বললেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি। ভারত-চিন সম্পর্ক ও নেপাল ইশুতে গতকাল একটি বৈঠক করেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকের শুরুতেই লাদাখ সীমান্তে শহিদ 20 জওয়ানের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠকে সোনিয়া গান্ধি বলেন, “লাদাখ সীমান্তে ভারত-চিন উদ্বেগজনক সংকটের মুখোমুখি হয়েছে। ভবিষ্যতে কী হবে তা বলা সম্ভব নয়। তবে, আশা করা যাচ্ছে যে পরিপক্ক কূটনৈতিক ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের নির্দেশের মাধ্যমেই সরকার দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পারবে।”

শুধুমাত্র লাদাখ সীমান্তের পরিস্থিতি নয়, বৈঠকে একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সোনিয়া গান্ধি। কোরোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তোলা থেকে শুরু করে মোদি সরকারের ঘোষিত আর্থিক প্যাকেজ, এমনকী পেট্রোল-ডিজ়েলের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রের সমালোচনা করেন তিনি।

কেন্দ্রীয় সরকারের 20 লাখ কোটি টাকার প্যাকেজ সম্পর্কে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার একটা ফাঁকা প্যাকেজ ঘোষণা করেছে। সরকারের এখন দেশের অর্থনীতির দিকে দেখা উচিত। গরিব মানুষেরা যাতে হাতে হাতে টাকা পান সেদিকে দেখা উচিত।” অপরদিকে, টানা 17 দিন দেশে বেড়েই চলেছে পেট্রোল-ডিজ়েলের দাম। এপ্রসঙ্গে সোনিয়া বলেন, “বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমে যাচ্ছে, তখন ভারতে তেলের দাম বেড়েই যাচ্ছে।”

সারা দেশে দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এপ্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাস সত্ত্বেও দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারগুলিকে তাঁদের বকেয়া টাকা দিলেও অতিরিক্ত আর্থিক সাহায্য দেওয়া হয়নি।”

দিল্লি, 24 জুন: লাদাখ সীমান্তে ভারত-চিন উদ্বেগজনক সংকটের মুখোমুখি হয়েছে। লাদাখের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে এমনই বললেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি। ভারত-চিন সম্পর্ক ও নেপাল ইশুতে গতকাল একটি বৈঠক করেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকের শুরুতেই লাদাখ সীমান্তে শহিদ 20 জওয়ানের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠকে সোনিয়া গান্ধি বলেন, “লাদাখ সীমান্তে ভারত-চিন উদ্বেগজনক সংকটের মুখোমুখি হয়েছে। ভবিষ্যতে কী হবে তা বলা সম্ভব নয়। তবে, আশা করা যাচ্ছে যে পরিপক্ক কূটনৈতিক ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের নির্দেশের মাধ্যমেই সরকার দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পারবে।”

শুধুমাত্র লাদাখ সীমান্তের পরিস্থিতি নয়, বৈঠকে একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সোনিয়া গান্ধি। কোরোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তোলা থেকে শুরু করে মোদি সরকারের ঘোষিত আর্থিক প্যাকেজ, এমনকী পেট্রোল-ডিজ়েলের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রের সমালোচনা করেন তিনি।

কেন্দ্রীয় সরকারের 20 লাখ কোটি টাকার প্যাকেজ সম্পর্কে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার একটা ফাঁকা প্যাকেজ ঘোষণা করেছে। সরকারের এখন দেশের অর্থনীতির দিকে দেখা উচিত। গরিব মানুষেরা যাতে হাতে হাতে টাকা পান সেদিকে দেখা উচিত।” অপরদিকে, টানা 17 দিন দেশে বেড়েই চলেছে পেট্রোল-ডিজ়েলের দাম। এপ্রসঙ্গে সোনিয়া বলেন, “বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম কমে যাচ্ছে, তখন ভারতে তেলের দাম বেড়েই যাচ্ছে।”

সারা দেশে দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এপ্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাস সত্ত্বেও দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারগুলিকে তাঁদের বকেয়া টাকা দিলেও অতিরিক্ত আর্থিক সাহায্য দেওয়া হয়নি।”

Last Updated : Jun 24, 2020, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.