ETV Bharat / bharat

ভারত-ব্রাজ়িল : পরস্পরের উন্নয়নে নির্ভরশীল বন্ধু - ব্রাজিলের প্রেসিডেন্ট

দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত নিবিড় । অপরিশোধিত তেলের অন্যতম রপ্তানিকারক দেশ ব্রাজ়িল । উপসাগরীয় অঞ্চল এলাকায় দুটি দেশ যৌথভাবে কাজ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছে । ভারতের অন্যতম আমদানিকারক দেশ হচ্ছে ব্রাজ়িল ।

brazil
দুই দেশের রাষ্ট্রপ্রধান
author img

By

Published : Jan 28, 2020, 6:24 AM IST

দিল্লি, 28 জানুয়ারি : এবারের সাধারণতন্ত্র দিবসের ভারতের প্রধান অতিথি ছিলেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট জাহির বোলসোনারো । সাধারণতন্ত্র দিবসের আগের দিন 25 জানুয়ারি এক বিশাল প্রতিনিধিদল নিয়ে ভারতে আসেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট । তাঁর সঙ্গে ভারত সফরে রয়েছেন 59 জনের এক বিশাল বাণিজ্য প্রতিনিধিদল । যাঁরা ভারতের বণিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করবেন, বৈঠক করবেন ।

বরাবরই বোলসোনারো অন্যতম একটি বিতর্কিত এবং বহু চর্চিত চরিত্র । 55 শতাংশের বেশি আসন নিয়ে ব্রাজ়িলের ক্ষমতায় এসেছেন বোলসোনারো । অ-বামপন্থী মানসিকতার জন্য বরাবরই আলোচনায় থেকেছেন ব্রাজ়িলের এই নতুন প্রেসিডেন্ট । প্রাক্তন সেনা কর্মী বোলসোনারো 2018 সালে প্রেসিডেন্ট পদে মনোনীত হন । তারপর থেকে একাধিকবার উল্লেখযোগ্য পদক্ষেপ করতে দেখা গেছে তাঁকে । দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল । বিদেশি বিনিয়োগের স্বপ্ন দেখিয়ে বোলসোনারো 2018 সালে ব্রাজিলের ক্ষমতায় আসেন । বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও বোলসোনারো ভারতের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এ দেশ সফর করেন ।

স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে । কেন ব্রাজ়িল ভারতের অন্যতম প্রধান বন্ধুরাষ্ট্র । এর কারণগুলি অনুধাবন করা মোটেই শক্ত কাজ নয় । কূটনৈতিকভাবে ব্রাজ়িল ভারতের অন্যতম অংশীদার । 2006 সাল থেকে ভারত এবং ব্রাজ়িলের মধ্যে সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হয়েছে । ভারত এবং ব্রাজ়িল উভয় রাষ্ট্রই BRICS (ব্রাজ়িল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা) , IBSA (ভারত, ব্রাজ়িল এবং দক্ষিণ আফ্রিকা) এবং জি-টোয়েন্টি সদস্য রাষ্ট্রগুলোর অন্যতম হচ্ছে এই দুটি দেশ । জি ফোর ( ব্রাজ়িল, জার্মানি, ভারত এবং জাপান) । ব্রাজ়িল এবং ভারত একে অপরকে অত্যন্ত ঘনিষ্ঠ-নিবিড় ভাবে সাহায্য করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে । রাষ্ট্রসংঘে বরাবর সন্ত্রাস দমন ইশুতে ভারতের পাশে দাঁড়িয়েছে ব্রাজ়িল ।

অর্থনীতির দিক থেকেও ভারত এবং ব্রাজ়িলের অবস্থান মোটের উপর প্রায় একই রকম । 2010 সালের পর GDP-র দিক থেক ভারত এবং ব্রাজ়িলের অবস্থান প্রায় একই রকম । উভয় দেশ একইভাবে নিজেদের অর্থনৈতিক কাঠামো এগিয়ে নিয়ে গেছে‌ । বর্তমানে ভারতে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা মন্দা দেখা দিয়েছে । স্বাভাবিকভাবেই ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্রাজ়িল । উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত নিবিড় । অপরিশোধিত তেলের অন্যতম রপ্তানিকারক দেশ হচ্ছে ব্রাজ়িল । উপসাগরীয় অঞ্চল এলাকায় ভারত এবং ব্রাজ়িল উভয় দেশ যৌথভাবে কাজ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছে । ভারতের অন্যতম আমদানিকারক দেশ হচ্ছে ব্রাজ়িল । ব্রাজ়িল থেকে কফি, সোয়াবিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপুল চাহিদা সম্পন্ন দ্রব্যগুলি নিজের দেশে আমদানি করে ভারত । অন্যদিকে আবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ব্রাজ়িল ভারতের মুখাপেক্ষী । ব্রাজ়িলে আছে বিশ্বের সবথেকে ঘন অরণ্য আমাজ়ন। এখানকার কাঠ ভারত নিজের দেশে আমদানি করে । ব্রাজ়িল এই মুহূর্তে মাংস উৎপাদনকারী রাষ্ট্রগুলির মধ্যে প্রথম । স্বাভাবিকভাবেই ব্রাজ়িল থেকে বিপুল পরিমাণ মাংস ভারত দেশে আমদানি করে ।

সামাজিক দিক থেকেও ভারত এবং ব্রাজ়িলের মধ্যে অদ্ভুত একটা মেলবন্ধন লক্ষ্য করা যায় । ব্রাজ়িলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতকে অংশগ্রহণ করতে এবং আমন্ত্রণ জানাতে দেখা গেছে । ব্রাজ়িলের অর্থনৈতিক ক্ষেত্রে ভারত বরাবর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । একই সঙ্গে সে দেশের শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ভারত সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্রাজ়িলের প্রতি সাহায্য করতে বিন্দুমাত্র কুণ্ঠা করেনি ভারত । আর এভাবেই ভারত এবং ব্রাজ়িল একে অপরের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত নির্ভরশীল বন্ধু হিসেবে পথ চলা শুরু করেছে ।

ব্রাজ়িলের প্রেসিডেন্ট বোলসোনারোর এই ভারত সফরকালে উভয় দেশের মধ্যে পনেরোটি MoU স্বাক্ষরিত হবে । কল কারখানা, স্বাস্থ্য, কৃষি, ওষুধ, শক্তি, খনি, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে সরঞ্জাম প্রদান-সহ একাধিক বিষয়গুলির উপর উভয় দেশের মধ্যে MoU স্বাক্ষরিত হবে । সন্দেহ নেই এই চুক্তি উভয় দেশের অর্থনীতিকে অত্যন্ত মজবুত করবে ।

দিল্লি, 28 জানুয়ারি : এবারের সাধারণতন্ত্র দিবসের ভারতের প্রধান অতিথি ছিলেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট জাহির বোলসোনারো । সাধারণতন্ত্র দিবসের আগের দিন 25 জানুয়ারি এক বিশাল প্রতিনিধিদল নিয়ে ভারতে আসেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট । তাঁর সঙ্গে ভারত সফরে রয়েছেন 59 জনের এক বিশাল বাণিজ্য প্রতিনিধিদল । যাঁরা ভারতের বণিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করবেন, বৈঠক করবেন ।

বরাবরই বোলসোনারো অন্যতম একটি বিতর্কিত এবং বহু চর্চিত চরিত্র । 55 শতাংশের বেশি আসন নিয়ে ব্রাজ়িলের ক্ষমতায় এসেছেন বোলসোনারো । অ-বামপন্থী মানসিকতার জন্য বরাবরই আলোচনায় থেকেছেন ব্রাজ়িলের এই নতুন প্রেসিডেন্ট । প্রাক্তন সেনা কর্মী বোলসোনারো 2018 সালে প্রেসিডেন্ট পদে মনোনীত হন । তারপর থেকে একাধিকবার উল্লেখযোগ্য পদক্ষেপ করতে দেখা গেছে তাঁকে । দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল । বিদেশি বিনিয়োগের স্বপ্ন দেখিয়ে বোলসোনারো 2018 সালে ব্রাজিলের ক্ষমতায় আসেন । বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও বোলসোনারো ভারতের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এ দেশ সফর করেন ।

স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসে । কেন ব্রাজ়িল ভারতের অন্যতম প্রধান বন্ধুরাষ্ট্র । এর কারণগুলি অনুধাবন করা মোটেই শক্ত কাজ নয় । কূটনৈতিকভাবে ব্রাজ়িল ভারতের অন্যতম অংশীদার । 2006 সাল থেকে ভারত এবং ব্রাজ়িলের মধ্যে সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হয়েছে । ভারত এবং ব্রাজ়িল উভয় রাষ্ট্রই BRICS (ব্রাজ়িল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা) , IBSA (ভারত, ব্রাজ়িল এবং দক্ষিণ আফ্রিকা) এবং জি-টোয়েন্টি সদস্য রাষ্ট্রগুলোর অন্যতম হচ্ছে এই দুটি দেশ । জি ফোর ( ব্রাজ়িল, জার্মানি, ভারত এবং জাপান) । ব্রাজ়িল এবং ভারত একে অপরকে অত্যন্ত ঘনিষ্ঠ-নিবিড় ভাবে সাহায্য করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে । রাষ্ট্রসংঘে বরাবর সন্ত্রাস দমন ইশুতে ভারতের পাশে দাঁড়িয়েছে ব্রাজ়িল ।

অর্থনীতির দিক থেকেও ভারত এবং ব্রাজ়িলের অবস্থান মোটের উপর প্রায় একই রকম । 2010 সালের পর GDP-র দিক থেক ভারত এবং ব্রাজ়িলের অবস্থান প্রায় একই রকম । উভয় দেশ একইভাবে নিজেদের অর্থনৈতিক কাঠামো এগিয়ে নিয়ে গেছে‌ । বর্তমানে ভারতে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা মন্দা দেখা দিয়েছে । স্বাভাবিকভাবেই ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্রাজ়িল । উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত নিবিড় । অপরিশোধিত তেলের অন্যতম রপ্তানিকারক দেশ হচ্ছে ব্রাজ়িল । উপসাগরীয় অঞ্চল এলাকায় ভারত এবং ব্রাজ়িল উভয় দেশ যৌথভাবে কাজ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছে । ভারতের অন্যতম আমদানিকারক দেশ হচ্ছে ব্রাজ়িল । ব্রাজ়িল থেকে কফি, সোয়াবিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপুল চাহিদা সম্পন্ন দ্রব্যগুলি নিজের দেশে আমদানি করে ভারত । অন্যদিকে আবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ব্রাজ়িল ভারতের মুখাপেক্ষী । ব্রাজ়িলে আছে বিশ্বের সবথেকে ঘন অরণ্য আমাজ়ন। এখানকার কাঠ ভারত নিজের দেশে আমদানি করে । ব্রাজ়িল এই মুহূর্তে মাংস উৎপাদনকারী রাষ্ট্রগুলির মধ্যে প্রথম । স্বাভাবিকভাবেই ব্রাজ়িল থেকে বিপুল পরিমাণ মাংস ভারত দেশে আমদানি করে ।

সামাজিক দিক থেকেও ভারত এবং ব্রাজ়িলের মধ্যে অদ্ভুত একটা মেলবন্ধন লক্ষ্য করা যায় । ব্রাজ়িলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতকে অংশগ্রহণ করতে এবং আমন্ত্রণ জানাতে দেখা গেছে । ব্রাজ়িলের অর্থনৈতিক ক্ষেত্রে ভারত বরাবর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । একই সঙ্গে সে দেশের শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ভারত সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্রাজ়িলের প্রতি সাহায্য করতে বিন্দুমাত্র কুণ্ঠা করেনি ভারত । আর এভাবেই ভারত এবং ব্রাজ়িল একে অপরের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত নির্ভরশীল বন্ধু হিসেবে পথ চলা শুরু করেছে ।

ব্রাজ়িলের প্রেসিডেন্ট বোলসোনারোর এই ভারত সফরকালে উভয় দেশের মধ্যে পনেরোটি MoU স্বাক্ষরিত হবে । কল কারখানা, স্বাস্থ্য, কৃষি, ওষুধ, শক্তি, খনি, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে সরঞ্জাম প্রদান-সহ একাধিক বিষয়গুলির উপর উভয় দেশের মধ্যে MoU স্বাক্ষরিত হবে । সন্দেহ নেই এই চুক্তি উভয় দেশের অর্থনীতিকে অত্যন্ত মজবুত করবে ।

Chennai, Jan 28 (ANI): While speaking to ANI in Chennai on Janury 27, the Minister for Health and Family Welfare in Government of Tamil Nadu, Dr C Vijayabaskar spoke on coronavirus. He said, "We are well prepared and taking all precautionary and preventive steps. So far, no case has been identified in the state as well as the country." "I appeal to the public to not panic," Dr C Vijayabaskar added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.