ETV Bharat / bharat

চিনকে হারিয়ে রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য ভারত - india beats china in uns ecosoc body

54 সদস্যের মধ্যে ভারত ও আফগানিস্তানের পাল্লা ভারী ছিল৷ অন্যদিকে চিন অর্ধেক সমর্থনও পায়নি । ভারত 2021 থেকে 2025, এই চার বছর UNCSW-র সদস্য থাকবে ৷

UNCSW
UNCSW
author img

By

Published : Sep 15, 2020, 8:02 AM IST

Updated : Sep 15, 2020, 8:10 AM IST

ওয়াশিংটন (অ্যামেরিকা) , 15 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)-র সদস্য হিসাবে নির্বাচিত হল ভারত ৷ চিনকে হারিয়ে ECOSOC পরিষদের ইউনাইটেড নেশন কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন (UNCSW)-এর সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে ভারত ৷ গতকাল একটি টুইট করে এমনটাই জানালেন রাষ্ট্রসংঘের ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি ৷

তিনি টুইটে লেখেন , "ECOSOC-র মতো সম্মানজনক ক্ষেত্রে ভারত জয় লাভ করেছে ! ভারত কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন (CSW)-এর সদস্য নির্বাচিত হয়েছে । এটি ভারতের লিঙ্গ সাম্যতা ও নারী ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধতার প্রতি সমর্থন । আমাদের সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ জানাই ৷’’

এক্ষেত্রে ভারত, চিন ও আফগানিস্তান প্রতিদ্বন্দ্বিতা করেছিল । 54 সদস্যের ভোটে ভারত ও আফগানিস্তানের পাল্লা ভারী হলেও, চিন অর্ধেক সমর্থনও পায়নি । উল্লেখ্য, ভারত 2021 থেকে 2025 এই চার বছর UNCSW-র সদস্য থাকবে ৷

ওয়াশিংটন (অ্যামেরিকা) , 15 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)-র সদস্য হিসাবে নির্বাচিত হল ভারত ৷ চিনকে হারিয়ে ECOSOC পরিষদের ইউনাইটেড নেশন কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন (UNCSW)-এর সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে ভারত ৷ গতকাল একটি টুইট করে এমনটাই জানালেন রাষ্ট্রসংঘের ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি ৷

তিনি টুইটে লেখেন , "ECOSOC-র মতো সম্মানজনক ক্ষেত্রে ভারত জয় লাভ করেছে ! ভারত কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন (CSW)-এর সদস্য নির্বাচিত হয়েছে । এটি ভারতের লিঙ্গ সাম্যতা ও নারী ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধতার প্রতি সমর্থন । আমাদের সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ জানাই ৷’’

এক্ষেত্রে ভারত, চিন ও আফগানিস্তান প্রতিদ্বন্দ্বিতা করেছিল । 54 সদস্যের ভোটে ভারত ও আফগানিস্তানের পাল্লা ভারী হলেও, চিন অর্ধেক সমর্থনও পায়নি । উল্লেখ্য, ভারত 2021 থেকে 2025 এই চার বছর UNCSW-র সদস্য থাকবে ৷

Last Updated : Sep 15, 2020, 8:10 AM IST

For All Latest Updates

TAGGED:

ECOSOCUNCSW
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.