দিল্লি, 21 ডিসেম্বর : কোরোনা সংক্রমণ ঠেকাতে 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ভারত-ব্রিটেন বিমান পরিষেবা ৷ জানাল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ৷
ব্রিটেনে কোরোনার নতুন এবং অত্যন্ত সংক্রামক স্ট্রেনের আবির্ভাবের পর সেখান থেকে ভারতে উড়ান সাময়িকভাবে নিষিদ্ধ করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক । মন্ত্রকের তরফে টুইটে জানানো হয়েছে, ব্রিটেনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার । ব্রিটেন থেকে ভারতে আসা সমস্ত ফ্লাইট 31 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত স্থগিত করা হয়েছে ।
-
Considering the prevailing situation in UK. Govt. of India has decided that all flights originating from UK to India to be suspended till 31st December 2020 (23.59 hours).
— MoCA_GoI (@MoCA_GoI) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Considering the prevailing situation in UK. Govt. of India has decided that all flights originating from UK to India to be suspended till 31st December 2020 (23.59 hours).
— MoCA_GoI (@MoCA_GoI) December 21, 2020Considering the prevailing situation in UK. Govt. of India has decided that all flights originating from UK to India to be suspended till 31st December 2020 (23.59 hours).
— MoCA_GoI (@MoCA_GoI) December 21, 2020
মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত ট্রানজ়িট ফ্লাইটের (যে ফ্লাইটগুলি ইতিমধ্যেই রওনা দিয়েছে বা যে ফ্লাইটগুলি 22 ডিসেম্বর রাত 11:59-এর মধ্যে ভারতে পৌঁছাবে) যাত্রীদের সংশ্লিষ্ট বিমানবন্দরে পৌঁছানোর পরেই বাধ্যতামূলক আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ।
ফ্রান্স, জার্মানি, ইট্যালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড এবং বুলগেরিয়া-র মতো দেশগুলিও ইংল্যান্ড থেকে উড়ানে বিধিনিষেধ লাগু করেছে ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, কোরোনার এই নতুন স্ট্রেন আগের তুলনায় 70 শতাংশ বেশি সংক্রামক । যা খুব মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি । বিজ্ঞানীদের দাবি, কোরোনার এই মিউটেশন আশ্চর্যজনক নয় । তাঁদের দাবি, কোরোনা ভাইরাসের যখন খোঁজ পাওয়া গিয়েছিল তখনই দেখা গিয়েছে হাজারেরও বেশি বার মিউটেশনের ক্ষমতা রয়েছে এই ভাইরাসের ।