ETV Bharat / bharat

ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় হল, সাত চুক্তির পর বললেন মোদি - বাংলাদেশের খবর

দু'দেশের সম্পর্ক আরও দৃঢ় হল । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দু'দেশের মধ্যে সাতটি চুক্তি হয় । এরমধ্যে উল্লেখযোগ্য বন্দর, জল বণ্টন, শিক্ষা, সংস্কৃতি, উপকূলে নজরদারি ।

হাসিনা ও মোদি
author img

By

Published : Oct 5, 2019, 2:37 PM IST

দিল্লি, 5 অক্টোবর : দু'দেশের সম্পর্ক আরও দৃঢ় হল । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দু'দেশের মধ্যে সাতটি চুক্তি হয় । এরমধ্যে উল্লেখযোগ্য বন্দর, জল বণ্টন, শিক্ষা, সংস্কৃতি, উপকূলে নজরদারি ।

শুধু তাই নয়, ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে তিনটি প্রোজেক্টের শিলান্যাসও করেন দুই প্রধানমন্ত্রী । এর মধ্যে একটি- বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতে LPG-র আমদানি । অন্য দুটি হল - খুলনায় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও ঢাকার রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবন প্রোজেক্ট । যেখানে 100 আবাসিক ছাত্র পড়াশোনা করতে পারবেন ।

হাসিনার সঙ্গে বৈঠকের ভারত-বাংলাদেশ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন মোদি । তিনি বলেন, "দুই প্রতিবেশীর মধ্যে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বের কাছে এক উজ্জ্বল দৃষ্টিভঙ্গি তুলে ধরে ।"

ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে চারদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার মাঝেই আজ মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ।

এর আগে বৃহস্পতিবার হাসিনা বলেছিলেন, "অসমের NRC নিয়ে আমাদের কোনও সমস্যা নেই । এর আগের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি আমাকে এবিষয়ে আশ্বাস দিয়েছেন ।" গত সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন এ নিয়ে মোদির সঙ্গে হাসিনার কথা হয় । হাসিনা জানান, NRC নিয়ে বাংলাদেশ গভীরভাবে চিন্তিত । তাঁকে আশ্বাস দিয়ে মোদি বলেন, "আপনারা নির্ভয়ে থাকুন । চিন্তার কিছু নেই ।"

পিঁয়াজ রপ্তানি বন্ধ হওয়া নিয়েও বাংলাদেশ চিন্তিত । যা নিয়ে গতকাল বেশ মজা করে হাসিনা বলেন, "আমি রাঁধুনিকে বলেছি, রান্নায় পিঁয়াজ যেন না দেয় ।" সূত্রের খবর, আজ বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে এবিষয়ে আলোচনা করবেন তিনি ।

দিল্লি, 5 অক্টোবর : দু'দেশের সম্পর্ক আরও দৃঢ় হল । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ দু'দেশের মধ্যে সাতটি চুক্তি হয় । এরমধ্যে উল্লেখযোগ্য বন্দর, জল বণ্টন, শিক্ষা, সংস্কৃতি, উপকূলে নজরদারি ।

শুধু তাই নয়, ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে তিনটি প্রোজেক্টের শিলান্যাসও করেন দুই প্রধানমন্ত্রী । এর মধ্যে একটি- বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতে LPG-র আমদানি । অন্য দুটি হল - খুলনায় স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও ঢাকার রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবন প্রোজেক্ট । যেখানে 100 আবাসিক ছাত্র পড়াশোনা করতে পারবেন ।

হাসিনার সঙ্গে বৈঠকের ভারত-বাংলাদেশ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন মোদি । তিনি বলেন, "দুই প্রতিবেশীর মধ্যে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বের কাছে এক উজ্জ্বল দৃষ্টিভঙ্গি তুলে ধরে ।"

ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে চারদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার মাঝেই আজ মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ।

এর আগে বৃহস্পতিবার হাসিনা বলেছিলেন, "অসমের NRC নিয়ে আমাদের কোনও সমস্যা নেই । এর আগের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি আমাকে এবিষয়ে আশ্বাস দিয়েছেন ।" গত সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন এ নিয়ে মোদির সঙ্গে হাসিনার কথা হয় । হাসিনা জানান, NRC নিয়ে বাংলাদেশ গভীরভাবে চিন্তিত । তাঁকে আশ্বাস দিয়ে মোদি বলেন, "আপনারা নির্ভয়ে থাকুন । চিন্তার কিছু নেই ।"

পিঁয়াজ রপ্তানি বন্ধ হওয়া নিয়েও বাংলাদেশ চিন্তিত । যা নিয়ে গতকাল বেশ মজা করে হাসিনা বলেন, "আমি রাঁধুনিকে বলেছি, রান্নায় পিঁয়াজ যেন না দেয় ।" সূত্রের খবর, আজ বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে এবিষয়ে আলোচনা করবেন তিনি ।

New Delhi, Oct 05 (ANI): Prime Minister of Bangladesh, Sheikh Hasina met Union Minister of External Affairs, Subrahmanyam Jaishankar on October 05. Sheikh Hasina is on her 4-day visit to India. She is here to strengthen bilateral ties between both the countries. This is her first visit to India after completion of elections in Bangladesh and India.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.