ETV Bharat / bharat

UPA সরকার সরাতে AAP-কে সমর্থন করেছিল RSS-BJP : রাহুল

কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং নিজেদের ক্ষমতায় আনতে IAC আন্দোলনে সিংহভাগ সমর্থন ছিল RSS-BJP-এর । প্রশান্ত ভূষণের মন্তব্য জুড়ে প্রাক্তন কংগ্রেস প্রধান আজ টুইট বার্তায় বলেন, "আমাদের যা জানা ছিল, তা AAP প্রতিষ্ঠাতা সদস্যের কথায় নিশ্চিত হলাম ।"

Rahul gandhi
Rahul gandhi
author img

By

Published : Sep 15, 2020, 10:00 PM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : ইন্ডিয়া এগেন্স্ট করাপশন মুভমেন্ট (IAC movement) এবং আম আদমি পার্টির মাধ্যমে গণতন্ত্রকে বিকৃত করতে এবং UPA সরকারকে নিচে নামানোই ছিল RSS-BJP-এর অভিসন্ধি । এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । মায়ের স্বাস্থ্য পরীক্ষার কারণে তিনি এখন অ্যামেরিকায় আছেন ।

রাহুল গান্ধি আম আদমি পার্টির প্রাক্তন সদস্য এবং মানব অধিকারের আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি উদ্ধৃত করে বলেন, কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং নিজেদের ক্ষমতায় আনতে আন্দোলনে সিংহভাগ সমর্থন ছিল RSS-BJP-এর । প্রশান্ত ভূষণের মন্তব্য জুড়ে প্রাক্তন কংগ্রেস প্রধান আজ টুইট বার্তায় বলেন, "আমাদের যা জানা ছিল, তা AAP প্রতিষ্ঠাতা সদস্যের কথায় নিশ্চিত হলাম ।"

উল্লেখ্য, জন লোকপাল বিল প্রবর্তনের স্বার্থে 2011 ও 2012 সালে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ইন্ডিয়া এগেন্স্ট করাপশন মুভমেন্ট খবরের শীর্ষে ছিল । প্রশান্ত ভূষণ ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই আন্দোলনে ছিলেন । 2015 সালে দল বিরুদ্ধ কাজকর্মের জন্যে তাঁকে এবং যোগেন্দ্র যাদবকে একসাথে দল থেকে বের করে দেওয়া হয় ।

দিল্লি, 15 সেপ্টেম্বর : ইন্ডিয়া এগেন্স্ট করাপশন মুভমেন্ট (IAC movement) এবং আম আদমি পার্টির মাধ্যমে গণতন্ত্রকে বিকৃত করতে এবং UPA সরকারকে নিচে নামানোই ছিল RSS-BJP-এর অভিসন্ধি । এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । মায়ের স্বাস্থ্য পরীক্ষার কারণে তিনি এখন অ্যামেরিকায় আছেন ।

রাহুল গান্ধি আম আদমি পার্টির প্রাক্তন সদস্য এবং মানব অধিকারের আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি উদ্ধৃত করে বলেন, কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং নিজেদের ক্ষমতায় আনতে আন্দোলনে সিংহভাগ সমর্থন ছিল RSS-BJP-এর । প্রশান্ত ভূষণের মন্তব্য জুড়ে প্রাক্তন কংগ্রেস প্রধান আজ টুইট বার্তায় বলেন, "আমাদের যা জানা ছিল, তা AAP প্রতিষ্ঠাতা সদস্যের কথায় নিশ্চিত হলাম ।"

উল্লেখ্য, জন লোকপাল বিল প্রবর্তনের স্বার্থে 2011 ও 2012 সালে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ইন্ডিয়া এগেন্স্ট করাপশন মুভমেন্ট খবরের শীর্ষে ছিল । প্রশান্ত ভূষণ ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই আন্দোলনে ছিলেন । 2015 সালে দল বিরুদ্ধ কাজকর্মের জন্যে তাঁকে এবং যোগেন্দ্র যাদবকে একসাথে দল থেকে বের করে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.