ETV Bharat / bharat

কাশ্মীরে নিকেশ 5 জঙ্গি, নিহত এক সেনা - five militants and one army were killed

উত্তর কাশ্মীরের কেরন সেক্টরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুপ্রবেশ আটকাতে তল্লাশি চালাতে গিয়ে কুপওয়াড়া জঙ্গলে 5 জঙ্গি নিকেশ করে সেনারা ৷ এতে এক সেনা নিহত ও দুজন সেনা গুরুতর জখম হয় ৷

In the Kupwara area of ​​north Kashmir, five militants and one army were killed
উত্তর কাশ্মীরের কুপওয়াড়া এলাকায় নিকেশ পাঁচ জঙ্গি, নিহত এক সেনা
author img

By

Published : Apr 5, 2020, 4:36 PM IST

কুপওয়াড়া (জম্মু ও কাশ্মীর), 5 এপ্রিল : কোরোনা প্যানডেমিকের মধ্যেও কাশ্মীর উপত্যকায় অশান্তির বিরাম নেই ৷ উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জঙ্গলে নিকেশ পাঁচ জঙ্গি ও নিহত এক সেনা ৷ গত পাঁচ দিন ধরে সেখানেই তল্লাশি চালাচ্ছিল সেনারা ৷

যখন সারা দেশের মানুষ কোরোনা আতঙ্কে ত্রস্ত, জঙ্গিরা তখন দেশের আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ ও হামলায় অব্যাহত ৷ জম্মু ও কাশ্মীরে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 92 ৷ ওই কেন্দ্রশাসিত অঞ্চলে গতকাল 19 জন কোরোনা আক্রান্তের খোঁজ মেলে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্ণেল রাজেশ কালিয়া জানান, এই পরিস্থিতির মাঝেও জঙ্গিদের উৎপাত থামছে না ৷

তিনি বলেন, ‘‘উত্তর কাশ্মীরের কেরন সেক্টরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুপ্রবেশ আটকাতে তল্লাশি চলছিল ৷ তখন 5 জঙ্গিকে নিকেশ করে সেনারা ৷ খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করতে চাইছিল তারা ৷’’ তিনি আরও জানান, এতে এক সেনা নিহত ও দুজন সেনা গুরুতর জখম হয় ৷

তল্লাশি অভিযানের চতুর্থ দিনে গতকাল সন্ধ্যায় সেনাবাহিনীর বাছাই করা বিশেষ প্যারাট্রুপার জামগন্দের রংদুরি, গুগুলদারা ও তিন বেহাক অঞ্চলে মোতায়েন করা হয় ৷ সূত্রে খবর, সারারাত গুলি বর্ষণ হয় ৷ এমনকী ভোরের দিকে সংঘর্ষের মাত্রা চরমসীমায় ওঠে ৷ অনুপ্রবেশের খবর পেয়ে গত বুধবার 8 জন JAT বাহিনী দিয়ে এই অভিযান শুরু হয় ৷

কুপওয়াড়া (জম্মু ও কাশ্মীর), 5 এপ্রিল : কোরোনা প্যানডেমিকের মধ্যেও কাশ্মীর উপত্যকায় অশান্তির বিরাম নেই ৷ উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জঙ্গলে নিকেশ পাঁচ জঙ্গি ও নিহত এক সেনা ৷ গত পাঁচ দিন ধরে সেখানেই তল্লাশি চালাচ্ছিল সেনারা ৷

যখন সারা দেশের মানুষ কোরোনা আতঙ্কে ত্রস্ত, জঙ্গিরা তখন দেশের আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ ও হামলায় অব্যাহত ৷ জম্মু ও কাশ্মীরে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 92 ৷ ওই কেন্দ্রশাসিত অঞ্চলে গতকাল 19 জন কোরোনা আক্রান্তের খোঁজ মেলে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্ণেল রাজেশ কালিয়া জানান, এই পরিস্থিতির মাঝেও জঙ্গিদের উৎপাত থামছে না ৷

তিনি বলেন, ‘‘উত্তর কাশ্মীরের কেরন সেক্টরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুপ্রবেশ আটকাতে তল্লাশি চলছিল ৷ তখন 5 জঙ্গিকে নিকেশ করে সেনারা ৷ খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করতে চাইছিল তারা ৷’’ তিনি আরও জানান, এতে এক সেনা নিহত ও দুজন সেনা গুরুতর জখম হয় ৷

তল্লাশি অভিযানের চতুর্থ দিনে গতকাল সন্ধ্যায় সেনাবাহিনীর বাছাই করা বিশেষ প্যারাট্রুপার জামগন্দের রংদুরি, গুগুলদারা ও তিন বেহাক অঞ্চলে মোতায়েন করা হয় ৷ সূত্রে খবর, সারারাত গুলি বর্ষণ হয় ৷ এমনকী ভোরের দিকে সংঘর্ষের মাত্রা চরমসীমায় ওঠে ৷ অনুপ্রবেশের খবর পেয়ে গত বুধবার 8 জন JAT বাহিনী দিয়ে এই অভিযান শুরু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.