ETV Bharat / bharat

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ, রক্ত দিয়ে পোস্টার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের - অসম সংক্রান্ত খবর

CAB-র প্রতিবাদে আজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ হাত কেটে রক্ত দিয়ে লিখল পোস্টার ৷ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিলের সমর্থন করায় ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা ৷

Gauhati University slit their hands and inked posters with blood
গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ
author img

By

Published : Dec 9, 2019, 8:39 PM IST

Updated : Dec 9, 2019, 11:08 PM IST

গুয়াহাটি, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আজ অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ হাত কেটে রক্ত দিয়ে লিখল পোস্টার ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিলের সমর্থন করায় ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা ৷ পড়ুয়াদের বিক্ষোভে সামিল হন বিনোদন জগতের অনেকে ৷

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমজুড়ে বিক্ষোভ

আজ লোকসভায় পেশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল এই বিল । বিলের প্রতিবাদে গতরাতের পর আজ সকাল থেকে ফের পথে নামে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা । বিক্ষোভের জেরে সকাল থেকেই যান চলাচল বন্ধ ছিল 37 ও 52 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় ৷

দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : NRC ও CAB কয়েনের এপিঠ-ওপিঠ : মমতা

আজ ধেমাজিতে 12 ঘণ্টার অসম বনধের ডাক দেয় অল অসম সুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন । পাশাপাশি অসমের শিবসাগরে বনধের ডাক দেয় অসম যুব মঞ্চ, অল অসম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন KMSS ও বীর লচিত সেনা । আগামীকালও অসম বনধেরও ডাক দিয়েছে বহু সংগঠন । নর্থ-ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO) আগামীকাল 11 ঘণ্টার বনধের ডাক দিয়েছে ৷

আরও পড়ুন : পেশ নাগরিকত্ব সংশোধনী বিল

গুয়াহাটি, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আজ অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ হাত কেটে রক্ত দিয়ে লিখল পোস্টার ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিলের সমর্থন করায় ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা ৷ পড়ুয়াদের বিক্ষোভে সামিল হন বিনোদন জগতের অনেকে ৷

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমজুড়ে বিক্ষোভ

আজ লোকসভায় পেশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল এই বিল । বিলের প্রতিবাদে গতরাতের পর আজ সকাল থেকে ফের পথে নামে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা । বিক্ষোভের জেরে সকাল থেকেই যান চলাচল বন্ধ ছিল 37 ও 52 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় ৷

দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : NRC ও CAB কয়েনের এপিঠ-ওপিঠ : মমতা

আজ ধেমাজিতে 12 ঘণ্টার অসম বনধের ডাক দেয় অল অসম সুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন । পাশাপাশি অসমের শিবসাগরে বনধের ডাক দেয় অসম যুব মঞ্চ, অল অসম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন KMSS ও বীর লচিত সেনা । আগামীকালও অসম বনধেরও ডাক দিয়েছে বহু সংগঠন । নর্থ-ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO) আগামীকাল 11 ঘণ্টার বনধের ডাক দিয়েছে ৷

আরও পড়ুন : পেশ নাগরিকত্ব সংশোধনী বিল

Intro:Body:

Students slit their hands in GU to protest against CAB, mass torch rally

----------------------------

Protest against CAB have intensified with rallies and marches being held in Assam as the Union Home Minister Amit Shah proposed CAB in the Parliament on December 9th, 2019. 



Today, the students of the Gauhati University slit their hands and inked posters with blood opposing CAB. The students of the GU slammed Assam Chief Minister Sarbananda Sonowal for supporting the Bill. 



Singer Dikshu, Achurya Barpatra, actor Rabi Sharma and several others attended the protest. 

 


Conclusion:
Last Updated : Dec 9, 2019, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.