ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে 7 IPS-এর বদলি

author img

By

Published : Jun 15, 2020, 1:16 PM IST

7 IPS ও 3 ASP-এর বদলির সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের। রবিবার রাতে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

Seven IPS officers shifted in Uttar Pradesh
Seven IPS officers shifted in Uttar Pradesh

লখনউ, 15 জুন : রাতারাতি প্রশাসনিক রদবদল উত্তরপ্রদেশে। রবিবার রাতে রাজ্যের 7 IPS-এর বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজ্যের আরও 3 জন ASP-এর বদলির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

IPS কুন্তল কিশোর, রাজীব নারাইন মিশ্র, এন. কোলাঞ্চি, অজয় শংকর রাই, অতুল শর্মা, পঙ্কজ কুমার ও সাভা রাজকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের খবর, IPS কুন্তল কিশোর, রাজীব নারাইন মিশ্র, এন. কোলাঞ্চি, অজয় শংকর রাই, অতুল শর্মা, পঙ্কজ কুমার রাজ্যের পুলিশ হেড কোয়ার্টারের বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন। বর্তমানে তাঁদের গোরক্ষপুর, আজমগড়, প্রয়াগরাজ ও মোরাদাবদে রাজ্যের ‘প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি’ (PAC)–এর সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

অপরদিকে, আজমগড়ের 20 ব্যাটেলিয়ানের কম্যান্ডার IPS শাভা রাজকে লখনউ DGP হেড কোয়ার্টারে বদলি করা হয়েছে।

পাশাপাশি উত্তরপ্রদেশের আরও 3জন ASP-কে বদলি করা হয়। ASP অশোক কুমার, উদয় শঙ্কর সিং ও দিনেশ কুমারকে শাহারানপুর, মথুরা ও প্রয়াগরাজে বদলি করা হয়েছে।

লখনউ, 15 জুন : রাতারাতি প্রশাসনিক রদবদল উত্তরপ্রদেশে। রবিবার রাতে রাজ্যের 7 IPS-এর বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজ্যের আরও 3 জন ASP-এর বদলির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

IPS কুন্তল কিশোর, রাজীব নারাইন মিশ্র, এন. কোলাঞ্চি, অজয় শংকর রাই, অতুল শর্মা, পঙ্কজ কুমার ও সাভা রাজকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের খবর, IPS কুন্তল কিশোর, রাজীব নারাইন মিশ্র, এন. কোলাঞ্চি, অজয় শংকর রাই, অতুল শর্মা, পঙ্কজ কুমার রাজ্যের পুলিশ হেড কোয়ার্টারের বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন। বর্তমানে তাঁদের গোরক্ষপুর, আজমগড়, প্রয়াগরাজ ও মোরাদাবদে রাজ্যের ‘প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি’ (PAC)–এর সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

অপরদিকে, আজমগড়ের 20 ব্যাটেলিয়ানের কম্যান্ডার IPS শাভা রাজকে লখনউ DGP হেড কোয়ার্টারে বদলি করা হয়েছে।

পাশাপাশি উত্তরপ্রদেশের আরও 3জন ASP-কে বদলি করা হয়। ASP অশোক কুমার, উদয় শঙ্কর সিং ও দিনেশ কুমারকে শাহারানপুর, মথুরা ও প্রয়াগরাজে বদলি করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.