ETV Bharat / bharat

বাবরি মসজিদ মামলায় আদবানিদের বয়ান অনলাইনে নেবে CBI আদালত - লাল কৃষ্ণ আদবানি

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31 অগাস্টের মধ্যে সমস্ত অভিযুক্তের বয়ান নিতে হবে । তাই প্রতিদিনই চলছে শুনানি । এর আগে কল্যাণ সিং, উমা ভারতীর মতো নেতা-নেত্রীদের বয়ান নেওয়া হয়েছে ।

Babri masjid demolition case
Babri masjid demolition case
author img

By

Published : Jul 20, 2020, 9:07 PM IST

লখনউ, 20 জুলাই : বাবরি মসজিদ মামলায় এবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বয়ান রেকর্ড করবে CBI-এর বিশেষ আদালত । 23 জুলাই মুরলি মনোহর যোশী ও 24 জুলাই লাল কৃষ্ণ আদবানির বয়ান রেকর্ড করা হবে CrPC-313 নম্বর ধারা অনুযায়ী ।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31 অগাস্টের মধ্যে সমস্ত অভিযুক্তের বয়ান নিতে হবে । তাই প্রতিদিনই চলছে শুনানি । এর আগে কল্যাণ সিং, উমা ভারতীর মতো নেতা-নেত্রীদের বয়ান নেওয়া হয়েছে । আজ এই মামলায় অভিযুক্ত সুধীর কাক্কারের বয়ান রেকর্ড করা হয় । CBI-এর বিশেষ আদালতে সশরীরে হাজির হয়েই বয়ান দেন তাঁরা ।

লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীর মতো প্রাক্তন শিবসেনা সাংসদ সতীশ প্রধানের বয়ানও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রেকর্ড করা হবে । আজ এক নির্দেশিকায় CBI-এর বিশেষ আদালতের বিচারক এস কে যাদব হাজিরার দিনক্ষণ চূড়ান্ত করেন ।

1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেছিল । লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীরা সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ ।

লখনউ, 20 জুলাই : বাবরি মসজিদ মামলায় এবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বয়ান রেকর্ড করবে CBI-এর বিশেষ আদালত । 23 জুলাই মুরলি মনোহর যোশী ও 24 জুলাই লাল কৃষ্ণ আদবানির বয়ান রেকর্ড করা হবে CrPC-313 নম্বর ধারা অনুযায়ী ।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31 অগাস্টের মধ্যে সমস্ত অভিযুক্তের বয়ান নিতে হবে । তাই প্রতিদিনই চলছে শুনানি । এর আগে কল্যাণ সিং, উমা ভারতীর মতো নেতা-নেত্রীদের বয়ান নেওয়া হয়েছে । আজ এই মামলায় অভিযুক্ত সুধীর কাক্কারের বয়ান রেকর্ড করা হয় । CBI-এর বিশেষ আদালতে সশরীরে হাজির হয়েই বয়ান দেন তাঁরা ।

লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীর মতো প্রাক্তন শিবসেনা সাংসদ সতীশ প্রধানের বয়ানও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রেকর্ড করা হবে । আজ এক নির্দেশিকায় CBI-এর বিশেষ আদালতের বিচারক এস কে যাদব হাজিরার দিনক্ষণ চূড়ান্ত করেন ।

1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেছিল । লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীরা সেই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.