ETV Bharat / bharat

জয়পুর বিস্ফোরণে দোষী সাব্যস্ত 4, বেকসুর খালাস 1

author img

By

Published : Dec 18, 2019, 3:03 PM IST

2008 জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় 4 জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত ৷ বেকসুর খালাস করা হয় একজনকে ৷

Jaipur Bomb blast
প্রতীকী ছবি

জয়পুর, 18 ডিসেম্বর : 2008 জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় 4 জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত ৷ মহম্মদ সাইফ, সলমন, মহম্মদ সারওয়ার আজ়মি এবং সাইফুর রহমানকে দোষী সাব্যস্ত করা হয় ৷ অন্যদিকে বেকসুর খালাস পায় শাহাবাজ় ৷

অভিযুক্ত আরও তিনজনকে রাখা হয়েছে দিল্লির তিহাড় জেলে ৷ অনুমান, শহরের বিখ্যাত পর্যটন কেন্দ্রে বিস্ফোরণের মাস্টার মাইন্ড ইন্ডিয়ান মুজ়াহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকল ৷ রাজস্থান অ্যান্টি টেরোরিস্ট স্কয়্যাডের অনুমান, বিস্ফোরণের সঙ্গে জড়িত আরও দু'জন দিল্লির বাটলা হাউজ় পুলিশের এনকাউন্টারে মারা গেছে ৷

উল্লেখ্য, 2008 সালের 13 মে মোট 8টি ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল জয়পুরে ৷ ঘটনায় মারা যান 80 জন ৷ জখম হন 183 জন ৷ এই ঘটনায় মোট 8টি FIR দায়ের হয়েছিল ৷ 4টি চার্জশিট ফাইল হয়েছিল ৷

জয়পুর, 18 ডিসেম্বর : 2008 জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় 4 জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত ৷ মহম্মদ সাইফ, সলমন, মহম্মদ সারওয়ার আজ়মি এবং সাইফুর রহমানকে দোষী সাব্যস্ত করা হয় ৷ অন্যদিকে বেকসুর খালাস পায় শাহাবাজ় ৷

অভিযুক্ত আরও তিনজনকে রাখা হয়েছে দিল্লির তিহাড় জেলে ৷ অনুমান, শহরের বিখ্যাত পর্যটন কেন্দ্রে বিস্ফোরণের মাস্টার মাইন্ড ইন্ডিয়ান মুজ়াহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকল ৷ রাজস্থান অ্যান্টি টেরোরিস্ট স্কয়্যাডের অনুমান, বিস্ফোরণের সঙ্গে জড়িত আরও দু'জন দিল্লির বাটলা হাউজ় পুলিশের এনকাউন্টারে মারা গেছে ৷

উল্লেখ্য, 2008 সালের 13 মে মোট 8টি ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল জয়পুরে ৷ ঘটনায় মারা যান 80 জন ৷ জখম হন 183 জন ৷ এই ঘটনায় মোট 8টি FIR দায়ের হয়েছিল ৷ 4টি চার্জশিট ফাইল হয়েছিল ৷

Bhopal (Madhya Pradesh), Dec 18 (ANI): While speaking to ANI in Bhopal on Vyapam scam, Congress MLA and President of Madhya Pradesh Youth Congress, Kunal Choudhary said, "I had raised an issue in Madhya Pradesh assembly that a white paper should be issued, in connection with Vyapam. I will talk to the Home Minister and Chief Minister that action should be taken and everything should be clarified. People should get to know how they were cheated." "I am not satisfied as discussion over it could not be held in the assembly as the House was adjourned. I will write a letter on the same and request that a white paper be issued on the matter," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.