ETV Bharat / bharat

19-এর নিভে যাওয়া তারা'রা - যারা চলে গেলেন

নতুন বছর মানে নতুন আশা নিয়ে নতুনভাবে পথ চলার অঙ্গীকার । কিন্তু, মুছে ফেলা যায় না পুরোনো বছরকে । প্রতিবছরই কোনও না কোনও বিশেষ ব্যক্তিকে আমরা হারাই । 2019 সালেও কয়েকজন বিশেষ ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন । দেখে নেওয়া যাক একনজরে...

important personalities died in 2019
19-এর নিভে যাওয়া তারা'রা
author img

By

Published : Dec 30, 2019, 7:08 PM IST

Updated : Dec 31, 2019, 12:48 PM IST

নতুন বছরের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে । আর মাত্র কয়েক ঘণ্টা । তারপরই নতুন বছর । ফেলে আসা বছরে হারিয়েছি এমন কয়েকজন ব্যক্তিত্বকে যাঁরা চিরস্মরণীয় হয়ে থাকবেন । এই স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের নিয়েই আমাদের স্মরণ-শ্রদ্ধাঞ্জলি ৷


টি এন সেশন : ভারতের নির্বাচন প্রক্রিয়াকে যিনি আমূল পরিবর্তন করেন তিনি টি এন সেশন । 1990 সালে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন । 2019 সালে 10 নভেম্বর টি এন সেশন শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

রবার্ট মুগাবে : জিম্বাবোয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে 2019 সালের 6 সেপ্টেম্বর 95 বছর বয়সে শরীর ত্যাগ করেন । তিনি প্রায় চার দশক জিম্বাবোয়ের ক্ষমতায় ছিলেন ।

image
রবার্ট মুগাবে

কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য : ভারতের প্রথম মহিলা DGP হয়েছিলেন কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য । 1973 ব্যাচের IPS অফিসার ছিলেন তিনি । কাজ থেকে অবসর নিয়ে 2014 সালে তিনি আম আদমি পার্টির হয়ে হরিদ্বার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 2019 সালে 26 অগাস্ট তাঁর আকস্মিক প্রয়াণ ঘটে ।

image
কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য

অরুণ জেটলি ও সুষমা স্বরাজ : এই বছরে ভারতীয় রাজনীতিতে দুই নক্ষত্রের পতন হয় । সুষমা স্বরাজ ও অরুণ জেটলি । দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বছরের 24 অগাস্ট দীর্ঘ রোগভোগের পর মাত্র 66 বছর বয়সে পরলোক গমন করেন । অন্যদিকে প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ রাজনীতিতে সক্রিয় থাকতে থাকতেই আকস্মিকভাবে আমাদের ছেড়ে চলে যান 2019 সালে 6 অগাস্ট ।

image
অরুণ জেটলি

শ্রীরাম লাগু : মারাঠি নাট্য জগতে শ্রীরাম লাগু স্মরণীয় হয়ে থাকবেন । বিংশ শতকে তিনি মারাঠি নাট্য জগতে আমূল পরিবর্তন করেন । প্রখ্যাত এই নাট্য় ব্যক্তিত্ব 92 বছর বয়সে 2019 সালে 17 ডিসেম্বর শরীর ত্যাগ করেন ।

image
শ্রীরাম লাগু

বব উইলিস : ইংল্যান্ডের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ফাস্ট বোলার বব উইলিসের এই বছরে 4 ডিসেম্বর মারা যান । উইলিসের দক্ষতায় 1982 সালে ইংল্যান্ড ঐতিহাসিক অ্যাসেজ় জয় করে ।

বশিষ্ঠ নারায়ণ সিং : ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ 14 নভেম্বর 74 বছর বয়সে মারা যান । আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটিকে তিনি চ্যালেঞ্জ জানান । তাঁর নাম আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে । নাসার সঙ্গেও তিনি কাজ করেন ।

image
বশিষ্ঠ নারায়ণ সিং

নবনীতা দেবসেন : বাংলা সাহিত্যে নবনীতা দেবসেনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে । সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত এই লেখিকার সঙ্গে নোবেল পুরস্কার খ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিয়ে হয় । 1976 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় । সাহিত্যের নানা অঙ্গনে নবনীতার অবাধ পদচারণা ছিল । 2019 সালে 7 নভেন্বর না-ফেরার দেশে চলে গেলেন কবি-সাহিত্যিক নবনীতা ।

আবদুল কাদির : পাকিস্তানের লেগ স্পিনার আবদুল কাদিরের আকস্মিক মৃত্যু বিশ্ব ক্রিকেটের ক্ষতি করল । পাকিস্তানের লাহোরে এই বছর 6 সেপ্টেম্বর তিনি মারা যান ।

image
আবদুল কাদির

রাম জেঠমালানি : ভারতের অন্যতম আইনজ্ঞ রাম জেঠমালানি মৃত্যু একটা যুগের শেষ বলা যায় । সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজ্ঞ রাম জেঠমালানি ক্রিমিনাল আইনজ্ঞ হিসাবে খ্যাতি অর্জন করেন । এই বছরে 8 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন ।

মনোহর পর্রিকর : ভারতের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকর বছরে 16 মার্চ মাত্র 63 বছর বয়সে শরীর ত্যাগ করেন । কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে 2016 সালে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে । সেই সময় দেশের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন পর্রিকর ।

নতুন বছরের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে । আর মাত্র কয়েক ঘণ্টা । তারপরই নতুন বছর । ফেলে আসা বছরে হারিয়েছি এমন কয়েকজন ব্যক্তিত্বকে যাঁরা চিরস্মরণীয় হয়ে থাকবেন । এই স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের নিয়েই আমাদের স্মরণ-শ্রদ্ধাঞ্জলি ৷


টি এন সেশন : ভারতের নির্বাচন প্রক্রিয়াকে যিনি আমূল পরিবর্তন করেন তিনি টি এন সেশন । 1990 সালে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন । 2019 সালে 10 নভেম্বর টি এন সেশন শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

রবার্ট মুগাবে : জিম্বাবোয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে 2019 সালের 6 সেপ্টেম্বর 95 বছর বয়সে শরীর ত্যাগ করেন । তিনি প্রায় চার দশক জিম্বাবোয়ের ক্ষমতায় ছিলেন ।

image
রবার্ট মুগাবে

কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য : ভারতের প্রথম মহিলা DGP হয়েছিলেন কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য । 1973 ব্যাচের IPS অফিসার ছিলেন তিনি । কাজ থেকে অবসর নিয়ে 2014 সালে তিনি আম আদমি পার্টির হয়ে হরিদ্বার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 2019 সালে 26 অগাস্ট তাঁর আকস্মিক প্রয়াণ ঘটে ।

image
কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য

অরুণ জেটলি ও সুষমা স্বরাজ : এই বছরে ভারতীয় রাজনীতিতে দুই নক্ষত্রের পতন হয় । সুষমা স্বরাজ ও অরুণ জেটলি । দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বছরের 24 অগাস্ট দীর্ঘ রোগভোগের পর মাত্র 66 বছর বয়সে পরলোক গমন করেন । অন্যদিকে প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ রাজনীতিতে সক্রিয় থাকতে থাকতেই আকস্মিকভাবে আমাদের ছেড়ে চলে যান 2019 সালে 6 অগাস্ট ।

image
অরুণ জেটলি

শ্রীরাম লাগু : মারাঠি নাট্য জগতে শ্রীরাম লাগু স্মরণীয় হয়ে থাকবেন । বিংশ শতকে তিনি মারাঠি নাট্য জগতে আমূল পরিবর্তন করেন । প্রখ্যাত এই নাট্য় ব্যক্তিত্ব 92 বছর বয়সে 2019 সালে 17 ডিসেম্বর শরীর ত্যাগ করেন ।

image
শ্রীরাম লাগু

বব উইলিস : ইংল্যান্ডের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ফাস্ট বোলার বব উইলিসের এই বছরে 4 ডিসেম্বর মারা যান । উইলিসের দক্ষতায় 1982 সালে ইংল্যান্ড ঐতিহাসিক অ্যাসেজ় জয় করে ।

বশিষ্ঠ নারায়ণ সিং : ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ 14 নভেম্বর 74 বছর বয়সে মারা যান । আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটিকে তিনি চ্যালেঞ্জ জানান । তাঁর নাম আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে । নাসার সঙ্গেও তিনি কাজ করেন ।

image
বশিষ্ঠ নারায়ণ সিং

নবনীতা দেবসেন : বাংলা সাহিত্যে নবনীতা দেবসেনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে । সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত এই লেখিকার সঙ্গে নোবেল পুরস্কার খ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিয়ে হয় । 1976 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় । সাহিত্যের নানা অঙ্গনে নবনীতার অবাধ পদচারণা ছিল । 2019 সালে 7 নভেন্বর না-ফেরার দেশে চলে গেলেন কবি-সাহিত্যিক নবনীতা ।

আবদুল কাদির : পাকিস্তানের লেগ স্পিনার আবদুল কাদিরের আকস্মিক মৃত্যু বিশ্ব ক্রিকেটের ক্ষতি করল । পাকিস্তানের লাহোরে এই বছর 6 সেপ্টেম্বর তিনি মারা যান ।

image
আবদুল কাদির

রাম জেঠমালানি : ভারতের অন্যতম আইনজ্ঞ রাম জেঠমালানি মৃত্যু একটা যুগের শেষ বলা যায় । সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজ্ঞ রাম জেঠমালানি ক্রিমিনাল আইনজ্ঞ হিসাবে খ্যাতি অর্জন করেন । এই বছরে 8 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন ।

মনোহর পর্রিকর : ভারতের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকর বছরে 16 মার্চ মাত্র 63 বছর বয়সে শরীর ত্যাগ করেন । কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে 2016 সালে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে । সেই সময় দেশের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন পর্রিকর ।

New Delhi, Dec 30 (ANI): Several trains are running late after fog blankets northern India on December 30. Fog enveloped New Delhi railway station reducing visibility. The cold waves are expected to grip the national capital in next few days. 30 trains are running late due to low visibility in the Northern Railway region. Minimum temperature of 2.5 C was recorded in the national capital, on December 29.

Last Updated : Dec 31, 2019, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.