ETV Bharat / bharat

ঘূর্ণিঝড়ের জেরে এবছর স্বাভাবিক সময়ই বর্ষা ঢুকবে কেরালায় : মৌসম ভবন

ঘূর্ণিঝড়ের ফলে এবছর স্বাভাবিক সময়েই বর্ষা ঢুকবে কেরালায় । 1 জুন কেরালার উপকূলের দক্ষিণ-পশ্চিমে বর্ষা শুরু হবে বলে মনে করছে মৌসম ভবন ।

1 জুন কেরেলায় বর্ষা শুরু
1 জুন কেরেলায় বর্ষা শুরু
author img

By

Published : May 29, 2020, 9:17 PM IST

দিল্লি, 29 মে : 1 জুন কেরালার উপকূলের দক্ষিণ-পশ্চিমে বর্ষা শুরু হবে বলে মনে করা হচ্ছে । ঘূর্ণিঝড়ের ফলে এ বছর স্বাভাবিক সময়েই বর্ষা শুরু হবে বলে আজ মৌসম ভবনের তরফে জানানো হয় ।

এর আগে 15 মে মৌসম ভবনের তরফে পূর্বাভাসে বলা হয়েছিল, এ বছর বর্ষা তার স্বাভাবিক সময়ের চার দিন পর অর্থাৎ 5 জুন দক্ষিণের রাজ্যে আছড়ে পড়বে । কেরালায় বর্ষা শুরুর স্বাভাবিক সময় 1 জুন । তবে, বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়া ঘূর্ণিঝড় বর্ষার অগ্রগতিতে সহায়তা করতে পারে বলে জানানো হয় ।

মৌসম ভবনের তরফে বলা হয়, "31 মে থেকে 4 জুন দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । এর পরিপ্রেক্ষিতে বর্ষা ঢোকার জন্য 1 জুন থেকেই পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে ।"

দিল্লি, 29 মে : 1 জুন কেরালার উপকূলের দক্ষিণ-পশ্চিমে বর্ষা শুরু হবে বলে মনে করা হচ্ছে । ঘূর্ণিঝড়ের ফলে এ বছর স্বাভাবিক সময়েই বর্ষা শুরু হবে বলে আজ মৌসম ভবনের তরফে জানানো হয় ।

এর আগে 15 মে মৌসম ভবনের তরফে পূর্বাভাসে বলা হয়েছিল, এ বছর বর্ষা তার স্বাভাবিক সময়ের চার দিন পর অর্থাৎ 5 জুন দক্ষিণের রাজ্যে আছড়ে পড়বে । কেরালায় বর্ষা শুরুর স্বাভাবিক সময় 1 জুন । তবে, বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়া ঘূর্ণিঝড় বর্ষার অগ্রগতিতে সহায়তা করতে পারে বলে জানানো হয় ।

মৌসম ভবনের তরফে বলা হয়, "31 মে থেকে 4 জুন দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । এর পরিপ্রেক্ষিতে বর্ষা ঢোকার জন্য 1 জুন থেকেই পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.