ETV Bharat / bharat

"আমি সমাজের শত্রু, ঘরে থাকতে চাই না", পথে বেরোলেই লিফলেট ধরাচ্ছে পুলিশ - Covid-19 latest news

144 ধারা লঙ্ঘন করে রাস্তায় বেরোনো মানুষ অস্বস্তিকর লিফলেট হাতে ধরে আছেন, এমন ছবিও প্রকাশ করেছে মন্দসোর পুলিশ৷

Uncomfortable leaflet mp cops
পুলিশের লিফলেট
author img

By

Published : Mar 23, 2020, 5:04 PM IST

মন্দসোর, 23 মার্চ : কোরোনা সতর্কতায় মধ্যপ্রদেশেসহ দেশের বহু রাজ্য লকডাউন ঘোষণা হয়েছে ৷ মধ্যপ্রদেশের মন্দসোর শহরে 144 ধারা জারি হয়েছে৷ তারপরও কিছু মানুষ রাস্তায় বেরোচ্ছেন৷ তাঁদের সামাজিক শিক্ষা দিতে এবার অভিনব উদ্যোগ নিল মধ্যপ্রদেশ পুলিশ৷ যাঁরা রাস্তায় বেরোচ্ছেন পুলিশ তাঁদের হাতে ধরিয়ে দিচ্ছে একটি করে লিফলেট৷ যেটি পড়তে বাধ্য করা হচ্ছে রাস্তায় বেরোনো মানুষদের ৷ ওই লিফলেটে লেখা আছে, "আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকতে চাই না৷"

144 ধারা লঙ্ঘন করে রাস্তায় বেরোনো কিছু মানুষ অস্বস্তিকর ওই লিফলেট হাতে ধরে আছেন, এমন ছবিও প্রকাশও করেছে মন্দসোর পুলিশ ৷ সকালে হরিয়ানা পুলিশও সচেতনতা বাড়াতে একই ধরেনর প্রক্রিয়া চালায়৷

এই প্রসঙ্গে মন্দসোরের পুলিশ কর্তা হিতেশ চৌধুরি বলেন, "পরীক্ষামূলকভাবে একটি সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়া শুরু করা হয়েছে৷ যাতে করে মানুষ বাড়ি থাকে৷"

মন্দসোর, 23 মার্চ : কোরোনা সতর্কতায় মধ্যপ্রদেশেসহ দেশের বহু রাজ্য লকডাউন ঘোষণা হয়েছে ৷ মধ্যপ্রদেশের মন্দসোর শহরে 144 ধারা জারি হয়েছে৷ তারপরও কিছু মানুষ রাস্তায় বেরোচ্ছেন৷ তাঁদের সামাজিক শিক্ষা দিতে এবার অভিনব উদ্যোগ নিল মধ্যপ্রদেশ পুলিশ৷ যাঁরা রাস্তায় বেরোচ্ছেন পুলিশ তাঁদের হাতে ধরিয়ে দিচ্ছে একটি করে লিফলেট৷ যেটি পড়তে বাধ্য করা হচ্ছে রাস্তায় বেরোনো মানুষদের ৷ ওই লিফলেটে লেখা আছে, "আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকতে চাই না৷"

144 ধারা লঙ্ঘন করে রাস্তায় বেরোনো কিছু মানুষ অস্বস্তিকর ওই লিফলেট হাতে ধরে আছেন, এমন ছবিও প্রকাশও করেছে মন্দসোর পুলিশ ৷ সকালে হরিয়ানা পুলিশও সচেতনতা বাড়াতে একই ধরেনর প্রক্রিয়া চালায়৷

এই প্রসঙ্গে মন্দসোরের পুলিশ কর্তা হিতেশ চৌধুরি বলেন, "পরীক্ষামূলকভাবে একটি সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়া শুরু করা হয়েছে৷ যাতে করে মানুষ বাড়ি থাকে৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.