গয়া, 22 অক্টোবর : এবছর বিহার বিধানসভা নির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে লোক জনশক্তি পার্টি (LJP) ৷ গতকাল গয়ায় গিয়ে দলীয় কর্মীদের সামনে তাঁর বাবা রাম বিলাস পাসওয়ানের অবদানের কথা স্মরণ করিয়ে দেন চিরাগ পাসওয়ান ৷ বলেন, রাম বিলাস পাসওয়ানের অনুপস্থিতিতে এটিই তাঁর প্রথম নির্বাচন ৷ তিনি দলীয় কর্মীদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন ৷
গতকাল LJP প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ান গয়ায় অত্রি বিধানসভা কেন্দ্রে প্রচারে যান ৷ সেখানে তিনি বলেন, " এটিই আমার প্রথম নির্বাচন যখন বাবা আমার সঙ্গে নেই ৷ আমি একা ৷ কিন্তু , তবুও আমি চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণ করতে ৷ " এরপর দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, " যত বেশি জায়গায় সম্ভব যাওয়ার চেষ্টা করছি ৷ যত বেশি সম্ভব মানুষের সঙ্গে দেখা করার চেষ্টা করছি ৷"
সম্প্রতি, চিরাগ পাসওয়ান "বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট"-এর আহ্বান জানান ৷ পাশাপাশি, আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের বেশি ভোটের ব্যবধানে জয়ী হতে তাঁদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার কথা বলেন ।
চলতি মাসের শুরুতেই চিরাগ পাসওয়ানের বাবা ও কেন্দ্রীয়মন্ত্রী রাম বিলাস পাসওয়ান মারা যান ৷ এরপর LJP প্রেসিডেন্ট হন তাঁর ছেলে চিরাগ ৷ সামনেই বিধানসভা নির্বাচন বিহারে ৷ নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল ৷ এরইমধ্যে গতকাল LJP - র তরফে পালিগঞ্জে একটি পথযাত্রার আয়োজন করা হয় ৷
বিহারে তিনটি ধাপে হবে বিধানসভা নির্বাচন ৷ মোট আসন 243 টি ৷ 28 অক্টোবর প্রথম দফায় 71 টি আসনে নির্বাচন ৷ 3 নভেম্বর দ্বিতীয় দফায় 94টি আসন ও 7 নভেম্বর তৃতীয় দফায় 78 টি আসনে হবে নির্বাচন ৷ নির্বাচনের ফল ঘোষণা 10 নভেম্বর ৷