ETV Bharat / bharat

2.5 লাখের মদের বোতল বাজেয়াপ্ত অন্ধ্রপ্রদেশে, গ্রেপ্তার 2 - অন্ধ্রপ্রদেশের খবর

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার মোরসাপুড়ি গ্রামে গাড়িটিকে আটকায় পুলিশ । তল্লাশি চালানো হয় । দেখা যায়, বেআইনিভাবে মদ পাচার করার চেষ্টা করছিল গাড়িটি । গাড়িচালক এবং তাঁর সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ । প্রায় 2.5 লাখ টাকার মদ পাচার করছিল তারা বলে পুলিশ সূত্রে খবর ।

andhra
andhra
author img

By

Published : Jun 2, 2020, 3:21 PM IST

কৃষ্ণা(অন্ধ্রপ্রদেশ), 2 জুন : বেআইনিভাবে মদ পাচারের সময়দুইজনকে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ । 456টি মদের বোতল-সহ তাদের গাড়িটিবাজেয়াপ্ত করে পুলিশ । তেলাঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশে এই মদ পাচার হচ্ছিল বলেপুলিশের তরফে জানানো হয়েছে ।

অন্ধ্রপ্রদেশেরকৃষ্ণা জেলার মোরসাপুড়ি গ্রামে গাড়িটিকে আটকায় পুলিশ । তল্লাশি চালানো হয় । দেখাযায়, বেআইনিভাবেমদ পাচার করছিল গাড়িটি । গাড়িচালক এবং তাঁর সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করেপুলিশ । প্রায় 2.5 লাখটাকার মদ পাচার করছিল তারা বলে পুলিশ সূত্রে খবর ।

DSP বি শ্রীনিভাসুলু বলেন, “নুজ়িভিড়ু রুরাল সাব ইন্সপেক্টররঞ্জিত কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল দুইজন গ্রেপ্তার করেছে । মোরসাপুড়িগ্রামে তাদের গাড়ি আটক করা হয় । 456টি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে ।বাজেয়াপ্ত মদের দাম প্রায় 2.5 লাখ।

কৃষ্ণা(অন্ধ্রপ্রদেশ), 2 জুন : বেআইনিভাবে মদ পাচারের সময়দুইজনকে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ । 456টি মদের বোতল-সহ তাদের গাড়িটিবাজেয়াপ্ত করে পুলিশ । তেলাঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশে এই মদ পাচার হচ্ছিল বলেপুলিশের তরফে জানানো হয়েছে ।

অন্ধ্রপ্রদেশেরকৃষ্ণা জেলার মোরসাপুড়ি গ্রামে গাড়িটিকে আটকায় পুলিশ । তল্লাশি চালানো হয় । দেখাযায়, বেআইনিভাবেমদ পাচার করছিল গাড়িটি । গাড়িচালক এবং তাঁর সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করেপুলিশ । প্রায় 2.5 লাখটাকার মদ পাচার করছিল তারা বলে পুলিশ সূত্রে খবর ।

DSP বি শ্রীনিভাসুলু বলেন, “নুজ়িভিড়ু রুরাল সাব ইন্সপেক্টররঞ্জিত কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল দুইজন গ্রেপ্তার করেছে । মোরসাপুড়িগ্রামে তাদের গাড়ি আটক করা হয় । 456টি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে ।বাজেয়াপ্ত মদের দাম প্রায় 2.5 লাখ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.