দিল্লি,12 এপ্রিল : বাজার থেকে আনা যে কোনও জিনিসকে জীবাণু মুক্ত করতে এক অভিনব ডিভাইস তৈরি করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) রোপার । দেখতে সাধারণ ট্রাঙ্কের মতো । কিন্তু মাত্র আধ ঘণ্টায় অতিবেগুনি রেডিয়েশন প্রযুক্তিতে জীবাণু মুক্ত করা সম্ভব এই যন্ত্রের মাধ্যমে। তাঁদের সুপারিশ বাইরে থেকে আনা সমস্ত জিনিস এমনকী, কয়েন ও নোট গুলিও জীবাণুমুক্ত করা সম্ভব । এই ডিভাইস COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। কোরোনা সংক্রমণ রুখতে এমনই UV -ট্রাঙ্ক বানালেন পঞ্জাবের রোপারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা ।
IIT রোপারের মতে, বাণিজ্যিক ভাবে এই ট্রাঙ্কটি বাজারে এলে 500 টাকারও কম দামে পাওয়া যাবে । সমস্ত জিনিসগুলি স্যানিটাইজ করতে 30 মিনিট সময় লাগবে এবং তারপর 10 মিনিটের জন্য ডিভাইসগুলি শীতল করতে হবে ।
IIT রোপারের সিনিয়র সায়েন্টিফিক অফিসার নরেশ রখা সংবাদ সংস্থাকে বলেন, “কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে কেবল সামাজিক দূরত্ব মেনে চললেই শেষ হবে না । আগামী দিন এবং সপ্তাহগুলিতে, সম্ভাব্য সমস্ত বিষয়ে সতর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা এমন একটি ডিভাইস তৈরি করেছি যা আমাদের বাড়ির কোনও ট্রাঙ্কের মতো ৷ এটি দরজার ধারে রাখা যাবে।"
তিনি বলেন, “এখন অনেকে আছেন যাঁরা ব্যবহারের আগে গরম জল দিয়ে সবজি ধুয়ে ফেলেন তবে মুদ্রা, নোট বা ওয়ালেটের ক্ষেত্রে করা যায় না। তাই আমরা সকল কিছুর জন্য একটি সাধারণ স্বাস্থ্যকর সমাধান তৈরি করেছি।"
মুদ্রা কিংবা নোট, শাক-সবজি, দুধের প্যাকেট, ডেলিভারির মাধ্যমে অর্ডার করা কোনও আইটেম, ঘড়ি, মানিব্যাগ, মোবাইল ফোন বা কোনও নথি ব্যবহারের আগে এই ডিভাইস জীবাণুমুক্ত করতে পারবে ।
নরেশ রখা বলেন,“ডিভাইসটির জল পরিশোধকগুলি অতিবেগুনি রশ্মির জীবাণুঘটিত রেডিয়েশন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আমাদের পরামর্শ ট্রাঙ্কের ভিতরে থাকা আলোর দিকে সরাসরি নজর না দেওয়া উচিত ৷ কারণ এটি ক্ষতিকারক ৷"