দিল্লি, 23 অক্টোবর : কোরোনা পরীক্ষার জন্য ফেলুদা পেপার স্ট্রিপ ব্যবহারের একটি নির্দেশিকা জারি করল ICMR (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ) । CRISPR-CAS9 প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ফেলুদা স্ট্রিপে । দেশে তৈরি এই স্ট্রিপ SARS-CoV-2 নির্ণয় করতে পারবে ।
এই পেপার-স্ট্রিপের ধারে একটি CRISPR জিন-এডিটিং প্রযুক্তি আছে । এটি SARS-CoV-2 এর জিনগত উপাদানকে লক্ষ্য করবে । এই ভাইরাসই মূলত COVID-19 এর প্রধান কারণ । এই ভাইরাসের আক্রমণে এক ঘণ্টার মধ্যেই শরীরে অসুখ ছড়াতে থাকে ।
ফেলুদা তৈরি হয়েছে এই দেশেই । উৎপাদনকারীর দাবি, এই পরীক্ষার পর RT-PCR পরীক্ষার কোনও প্রয়োজন নেই । এই পরীক্ষায় নেগেটিভ বা পজ়িটিভ যাই আসে, তা সঠিক ফলাফল হবে । পুনরায় নিশ্চিত করার জন্য RT-PCR-র প্রয়োজন নেই । নির্দেশিকায় এই বিষয়েও জানানো হয়েছে ।
দিল্লির কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ইনস্টিটিউট অফ জেনোমিকস এবং ইন্টিগ্রেটিভ বায়োলজি এই পরীক্ষার স্ট্রিপ তৈরি করেছে । সেই স্ট্রিপে বৈধতা দিয়েছে ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিকাল সায়েন্সেস এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ । ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (DCGI) দেশে ফেলুদা স্ট্রিপ ব্যবহারে অনুমোদন দিয়েছে ।
সরকারি ও বেসরকারি যে ল্যাবে ইতিমধ্যেই RT-PCR পরীক্ষা হচ্ছে । যদি প্রয়োজন হয়, তারাও এই নতুন CRISPR পরীক্ষা করতে পারে । সেই ল্যাবগুলির জন্য নতুন করে কোনও অনুমোদনের প্রয়োজন নেই ।
পরীক্ষার যাবতীয় তথ্য ICMR-র ওয়েব পোর্টালে নথিভুক্ত করতে হবে । পরীক্ষার সময়েও উল্লেখ করতে হবে পোর্টালে ।