ETV Bharat / bharat

পুরস্কৃত হতে চলেছে অভিনন্দন বর্তমানের স্কয়্যাড্রন - Signal Unit To Get Citation From Air Chief For Balakot

অভিনন্দন বর্তমানের 51 নম্বর স্কয়্যাড্রনকেই পুরস্কৃত করতে চলেছে বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া । কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন সতীশ পাওয়ার স্কয়্যাড্রনের তরফে পুরস্কারটি গ্রহণ করবেন বলে খবর ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 6, 2019, 9:09 PM IST

দিল্লি, 6 অক্টোবর : পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পালটা অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা । বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল । বায়ুসেনার এই অভিযানের পরদিন সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়েছিল পাকিস্তানের যুদ্ধবিমান F-16 । এই বিমানটিকেই সফলভাবে ধ্বংস করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । এবার সেই অভিনন্দন বর্তমানের 51 নম্বর স্কয়্যাড্রনকেই পুরস্কৃত করতে চলেছেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া । কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন সতীশ পাওয়ার স্কয়্যাড্রনের তরফে পুরস্কারটি গ্রহণ করবেন বলে খবর ।

26 ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইকের সময় জৈশ ক্যাম্পে লেজ়ার গাইডেড বোমা ফেলেছিল 9 নম্বর স্কয়্যাড্রনের যুদ্ধবিমান । এই স্কয়্যাড্রনকেও পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে ।

27 ফেব্রুয়ারি আকাশসীমায় যখন পাকিস্তানের বেশ কয়েকটি F-16 যুদ্ধবিমান ঢুকে পড়ে তখন সে গুলিকে তাড়া করেছিল ভারতীয় বায়ুসেনা । সেই সময় আকাশের অবস্থা কেমন, কোন দিকে বিমান ঘোরালে শত্রুপক্ষের সেনা একবিন্দুও টের পাবে না , কীভাবে পাকিস্তানি যুদ্ধবিমানকে আকাশপথে ঘায়েল করা সম্ভব - এই সব কিছুই লক্ষ্য রাখছিলেন এক যুবতি । নাম স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়াল । তাঁর 601 সিগন্যাল ইউনিটকেও দেওয়া হবে পুরস্কার ।

বালাকোট এয়ারস্ট্রাইকে পাকিস্তানের হাতে বন্দী হন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । পরে অবশ্য পাকিস্তানের থেকে ছাড়া পেয়ে ভারতে ফেরেন তিনি । সুস্থ হয়ে ওঠার পর ছ'মাসেরও কম সময়ের মধ্যে ককপিটে ফেরেন অভিনন্দন ।

দিল্লি, 6 অক্টোবর : পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পালটা অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা । বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল । বায়ুসেনার এই অভিযানের পরদিন সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়েছিল পাকিস্তানের যুদ্ধবিমান F-16 । এই বিমানটিকেই সফলভাবে ধ্বংস করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । এবার সেই অভিনন্দন বর্তমানের 51 নম্বর স্কয়্যাড্রনকেই পুরস্কৃত করতে চলেছেন বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া । কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন সতীশ পাওয়ার স্কয়্যাড্রনের তরফে পুরস্কারটি গ্রহণ করবেন বলে খবর ।

26 ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইকের সময় জৈশ ক্যাম্পে লেজ়ার গাইডেড বোমা ফেলেছিল 9 নম্বর স্কয়্যাড্রনের যুদ্ধবিমান । এই স্কয়্যাড্রনকেও পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে ।

27 ফেব্রুয়ারি আকাশসীমায় যখন পাকিস্তানের বেশ কয়েকটি F-16 যুদ্ধবিমান ঢুকে পড়ে তখন সে গুলিকে তাড়া করেছিল ভারতীয় বায়ুসেনা । সেই সময় আকাশের অবস্থা কেমন, কোন দিকে বিমান ঘোরালে শত্রুপক্ষের সেনা একবিন্দুও টের পাবে না , কীভাবে পাকিস্তানি যুদ্ধবিমানকে আকাশপথে ঘায়েল করা সম্ভব - এই সব কিছুই লক্ষ্য রাখছিলেন এক যুবতি । নাম স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়াল । তাঁর 601 সিগন্যাল ইউনিটকেও দেওয়া হবে পুরস্কার ।

বালাকোট এয়ারস্ট্রাইকে পাকিস্তানের হাতে বন্দী হন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । পরে অবশ্য পাকিস্তানের থেকে ছাড়া পেয়ে ভারতে ফেরেন তিনি । সুস্থ হয়ে ওঠার পর ছ'মাসেরও কম সময়ের মধ্যে ককপিটে ফেরেন অভিনন্দন ।

New Delhi, Oct 06 (ANI): AAP Leader Prahlad Singh Sahni joined Aam Aadmi Party said that 'wrong people' are coming forward. Senior Congress leader and former MLA from Chandni Chowk, Parlad Singh Sawhney joined Aam Aadmi Party on October 06. Parlad Singh Sawhney was four time MLA from Chandni Chowk. He Joined the AAP in presence of Chief Minister Arvind Kejriwal.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.