ETV Bharat / bharat

বীর চক্রের জন্য অভিনন্দনের নাম প্রস্তাব - F-16

বিশ্বের একমাত্র ফাইটার পাইলট হিসেবে F-16 যুদ্ধবিমান গুলি করে নামানোর কৃতিত্বের দাবিদার অভিনন্দন । সেই অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য বীর চক্র সম্মানের জন্য অভিনন্দন বর্তমানের নাম প্রস্তাব করল ভারতীয় বায়ুসেনা ।

বীরচক্রের জন্য অভিনন্দনের নাম প্রস্তাব
author img

By

Published : Apr 21, 2019, 8:33 AM IST

দিল্লি, 21 এপ্রিল : বীর চক্র সম্মানের জন্য অভিনন্দন বর্তমানের নাম প্রস্তাব করল ভারতীয় বায়ুসেনা । যুদ্ধকালীন পরিস্থিতিতে অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য তাঁর নাম প্রস্তাব করেছে বায়ুসেনা । পাশাপাশি বালাকোটে জঙ্গিঘাঁটি ধ্বংস করা মিরাজ 2000-র ১২ জন পাইলটকেও এই সম্মান দেওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছে । পরমবীর চক্র ও মহাবীর চক্রের পর সামরিক বাহিনীর তৃতীয় সর্বোচ্চ সম্মান হল বীর চক্র ।

প্রসঙ্গত, বিশ্বের একমাত্র ফাইটার পাইলট হিসেবে F-16 যুদ্ধবিমান গুলি করে নামানোর কৃতিত্বের দাবিদার অভিনন্দন । পাকিস্তান একাধিকবার F-16 ধ্বংস হওয়ার ঘটনাটি অস্বীকার করেছে । পাকিস্তানের দাবি সত্ত্বেও ভারত প্রমাণ হিসেবে রেডিয়ো সিগনাল ও র‍্যাডারের তথ্য তুলে ধরে । জানানো হয়, উইং কমান্ডার অভিনন্দনই গুলি করে নামিয়েছিলেন পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ।

এদিকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় শ্রীনগরের বেস ক্যাম্প থেকে অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছে অভিনন্দনকে । নতুন ক্যাম্পের নামও গোপন রাখা হয়েছে । পাকিস্তান থেকে ফিরে আসার পর চিকিৎসাও হয়েছে তাঁর। তারপরই ফাইটার জেট চালানোর ছাড়পত্র পেয়েছিলেন তিনি ।

দিল্লি, 21 এপ্রিল : বীর চক্র সম্মানের জন্য অভিনন্দন বর্তমানের নাম প্রস্তাব করল ভারতীয় বায়ুসেনা । যুদ্ধকালীন পরিস্থিতিতে অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য তাঁর নাম প্রস্তাব করেছে বায়ুসেনা । পাশাপাশি বালাকোটে জঙ্গিঘাঁটি ধ্বংস করা মিরাজ 2000-র ১২ জন পাইলটকেও এই সম্মান দেওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছে । পরমবীর চক্র ও মহাবীর চক্রের পর সামরিক বাহিনীর তৃতীয় সর্বোচ্চ সম্মান হল বীর চক্র ।

প্রসঙ্গত, বিশ্বের একমাত্র ফাইটার পাইলট হিসেবে F-16 যুদ্ধবিমান গুলি করে নামানোর কৃতিত্বের দাবিদার অভিনন্দন । পাকিস্তান একাধিকবার F-16 ধ্বংস হওয়ার ঘটনাটি অস্বীকার করেছে । পাকিস্তানের দাবি সত্ত্বেও ভারত প্রমাণ হিসেবে রেডিয়ো সিগনাল ও র‍্যাডারের তথ্য তুলে ধরে । জানানো হয়, উইং কমান্ডার অভিনন্দনই গুলি করে নামিয়েছিলেন পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ।

এদিকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় শ্রীনগরের বেস ক্যাম্প থেকে অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছে অভিনন্দনকে । নতুন ক্যাম্পের নামও গোপন রাখা হয়েছে । পাকিস্তান থেকে ফিরে আসার পর চিকিৎসাও হয়েছে তাঁর। তারপরই ফাইটার জেট চালানোর ছাড়পত্র পেয়েছিলেন তিনি ।

New Delhi, Apr 21 (ANI): According to the reports by The Verge, Amazon is now asking its delivery drivers to take selfies, in a bid to reduce fraud. Using facial recognition, the company will verify drivers' identities to make sure they are who they say they are. The new alterations appeared on the Amazon Flex app to drivers, notifying them that they require clicking a selfie before continuing work. Of course, Amazon warns drivers to "not take a selfie while driving." By urging its drivers to take selfies, Amazon could help in preventing multiple people from sharing the same account. The initiative could highlight anyone who is technically unauthorized from delivering packages, such as criminals who are attempting to use Amazon Flex as an excuse to skulk in front of people's homes. In the past, the e-commerce company also had a problem with dishonest drivers who steal packages, and it has even used fake packages to lure out thieves. Though the initiate is a good one it comes with several cons as well. The selfie requirement likely won't help with these efforts, as after all, a thief can be exactly who they say they are and pass the selfie test. The requirement gets applicable to the Flex drivers who have flexible working hours and gets paid $18 to $25 an hour. They work as independent contractors, using their own cars to deliver packages. Earlier before taking up this great initiative, the company had notified all its drivers via the Flex app for the collection of their biometric data "to confirm your identity from time to time." Amazon has come under fire before for making its factory workers meet unreasonably high quotas, forcing them to skip out on bathroom breaks and pee in bottles. In contrast, requiring drivers to take selfies seems like a very small ask.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.