ETV Bharat / bharat

LoC-র কাছে পাকিস্তানের সুপারসনিক জেট, হাই অ্যালার্টে IAF: ANI - loc

LoC-র ১০ কিলোমিটারের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে আসে পাকিস্তানের দুটি সুপারসনিক যুদ্ধবিমান। গতরাতে ভারতের রাডারে ধরা পড়ে সেই বিমানের উপস্থিতি। ঘটনার পর ভারতীয় বায়ুসেনা যে কোনও পরিস্থিতির জন্য সতর্ক আছে। জারি হয়েছে হাই আ্যালার্ট।

author img

By

Published : Mar 13, 2019, 9:58 PM IST

দিল্লি, ১৩ মার্চ : LoC-র ১০ কিলোমিটারের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে আসে পাকিস্তানের দুটি সুপারসনিক যুদ্ধবিমান। গতরাতে ভারতের রাডারে ধরা পড়ে সেই বিমানের উপস্থিতি। পুঞ্চ সেক্টরের LoC-র একেবারে কাছ ঘেঁষে চলে যায় পাকিস্তানের দুটি জেট। এই ঘটনার পর ভারতীয় বায়ুসেনা যে কোনও পরিস্থিতির জন্য সতর্ক আছে। জারি হয়েছে হাই আ্যালার্ট।

তবে পাকিস্তানের ওই বিমানগুলি ভারতের আকাশে ঢোকার চেষ্টা করছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে শব্দের থেকে বেশি গতিতে চলা বিমান সীমান্তের এত কাছে এসে যাওয়ার বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বায়ুসেনা।

২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা বালাকোটে এয়ার স্ট্রাইক চালানোর পরের দিন ভারতের আকাশ সীমায় চলে আসে পাকিস্তানের বিমান। ভারতের সেনা ঘাঁটিগুলি টার্গেট করেই পাকিস্তান ওই অভিযান চালিয়েছিল বলে জানিয়েছে বায়ুসেনা। এরপর ভারতের বিমান তাড়া করে পাকিস্তানের বিমানকে। সেই ঘটনার সময়ই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে গিয়ে পড়েছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ বিমান। পাকিস্তানে ৫৫ ঘণ্টা বন্দী থাকার পর তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়।

দিল্লি, ১৩ মার্চ : LoC-র ১০ কিলোমিটারের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে আসে পাকিস্তানের দুটি সুপারসনিক যুদ্ধবিমান। গতরাতে ভারতের রাডারে ধরা পড়ে সেই বিমানের উপস্থিতি। পুঞ্চ সেক্টরের LoC-র একেবারে কাছ ঘেঁষে চলে যায় পাকিস্তানের দুটি জেট। এই ঘটনার পর ভারতীয় বায়ুসেনা যে কোনও পরিস্থিতির জন্য সতর্ক আছে। জারি হয়েছে হাই আ্যালার্ট।

তবে পাকিস্তানের ওই বিমানগুলি ভারতের আকাশে ঢোকার চেষ্টা করছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে শব্দের থেকে বেশি গতিতে চলা বিমান সীমান্তের এত কাছে এসে যাওয়ার বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বায়ুসেনা।

২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা বালাকোটে এয়ার স্ট্রাইক চালানোর পরের দিন ভারতের আকাশ সীমায় চলে আসে পাকিস্তানের বিমান। ভারতের সেনা ঘাঁটিগুলি টার্গেট করেই পাকিস্তান ওই অভিযান চালিয়েছিল বলে জানিয়েছে বায়ুসেনা। এরপর ভারতের বিমান তাড়া করে পাকিস্তানের বিমানকে। সেই ঘটনার সময়ই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে গিয়ে পড়েছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ বিমান। পাকিস্তানে ৫৫ ঘণ্টা বন্দী থাকার পর তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়।


New Delhi, Mar 13 (ANI): Delhi Pradesh Congress Committee (DPCC) delegation met Delhi Chief Electoral Officer on Wednesday for complaining against Aam Aadmi Party (AAP) and Bharatiya Janata Party (BJP) for violation of model code of conduct. DPCC delegation's one of the member said, "We have complaint to election commission against BJP and AAP party for not obeying the election commissions code of conduct. Every DTC bus, petrol pump, clinics everyone is doing AAP and BJP's advertisements and Election Commission is not taking any action against them." "We requested election commission that there should not be any breach of code of conduct," he added.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.