ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রী নয়, এই  রাজ্যের ছেলে হয়ে কাজ করতে চাই : হেমন্ত সোরেন

author img

By

Published : Dec 23, 2019, 11:58 PM IST

সব ঠিক থাকলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেনই । তার আগে আজ জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী নয়, এই ঝাড়খণ্ডের ছেলে বা ভাই হয়ে কাজ করতে চান তিনি ।

ছবি
ছবি

রাঁচি, 23 ডিসেম্বর : BJP-কে ধরাশায়ী করে ঝাড়খণ্ডে সরকার গড়তে চলেছে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় জনতা দলের জোট ৷ সব ঠিক থাকলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হবেন হেমন্ত সোরেন । তার আগেই আজ সন্ধ্যায় রাজ্যের প্রতি আরও একবার নিজের দায়িত্ব ও কর্তব্যবোধকে স্পষ্ট করে দিলেন তিনি । জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নয়, এই রাজ্যের ছেলে বা ভাই হয়ে কাজ করতে চান ।

81 আসন বিশিষ্ট বিধানসভায় জোট 47টি আসন পেয়েছে ৷ 2014 বিধানসভা নির্বাচনে BJP একাই 37টি আসন পেয়েছিল ৷ সেবার জোটসঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্স ইউনিয়নকে নিয়ে সরকার গঠন করে BJP ৷ মুখ্যমন্ত্রী হন রঘুবর দাস ৷ কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে অন্য কথা বলল জনাদেশ । সব ঠিক থাকলে দ্বিতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন JMM-এর হেমন্ত সোরেন ৷ Etv Bharat-এর মুখোমুখি হয়ে সোরেন জানান, মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দেখা যাচ্ছে পাঁচ বছর ধরে লোকজন চোখের জল ফেলেছেন । আজ তার হিসেব নিয়েছেন ।

ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে নরেন্দ্র মোদি, অমিত শাহ বারবার আক্রমণ করেছেন হেমন্তকে । এই বিষয়ে প্রশ্ন করা হলে সোরেন বলেন, " কে কী ভাবছেন জানি না । আমরা আমাদের কাজ করতে চাই ।" এই জনাদেশ নিয়ে কী বলবেন? সোরেন জানান, আশা ছিল । আগের সরকারেরও পূর্ণ সমর্থন ছিল না । এবার মানুষ এই সিদ্ধান্ত নিয়েছে । মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কী স্বপ্ন রয়েছে? সোরেনের স্পষ্ট বার্তা, "মুখ্যমন্ত্রী হিসেবে নয়, এই রাজ্যের ছেলে, এই রাজ্যের ভাই হিসেবে কাজ করব । মানুষের মাঝে থেকে কাজ করব ।"

রাঁচি, 23 ডিসেম্বর : BJP-কে ধরাশায়ী করে ঝাড়খণ্ডে সরকার গড়তে চলেছে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় জনতা দলের জোট ৷ সব ঠিক থাকলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হবেন হেমন্ত সোরেন । তার আগেই আজ সন্ধ্যায় রাজ্যের প্রতি আরও একবার নিজের দায়িত্ব ও কর্তব্যবোধকে স্পষ্ট করে দিলেন তিনি । জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নয়, এই রাজ্যের ছেলে বা ভাই হয়ে কাজ করতে চান ।

81 আসন বিশিষ্ট বিধানসভায় জোট 47টি আসন পেয়েছে ৷ 2014 বিধানসভা নির্বাচনে BJP একাই 37টি আসন পেয়েছিল ৷ সেবার জোটসঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্স ইউনিয়নকে নিয়ে সরকার গঠন করে BJP ৷ মুখ্যমন্ত্রী হন রঘুবর দাস ৷ কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে অন্য কথা বলল জনাদেশ । সব ঠিক থাকলে দ্বিতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন JMM-এর হেমন্ত সোরেন ৷ Etv Bharat-এর মুখোমুখি হয়ে সোরেন জানান, মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দেখা যাচ্ছে পাঁচ বছর ধরে লোকজন চোখের জল ফেলেছেন । আজ তার হিসেব নিয়েছেন ।

ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে নরেন্দ্র মোদি, অমিত শাহ বারবার আক্রমণ করেছেন হেমন্তকে । এই বিষয়ে প্রশ্ন করা হলে সোরেন বলেন, " কে কী ভাবছেন জানি না । আমরা আমাদের কাজ করতে চাই ।" এই জনাদেশ নিয়ে কী বলবেন? সোরেন জানান, আশা ছিল । আগের সরকারেরও পূর্ণ সমর্থন ছিল না । এবার মানুষ এই সিদ্ধান্ত নিয়েছে । মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কী স্বপ্ন রয়েছে? সোরেনের স্পষ্ট বার্তা, "মুখ্যমন্ত্রী হিসেবে নয়, এই রাজ্যের ছেলে, এই রাজ্যের ভাই হিসেবে কাজ করব । মানুষের মাঝে থেকে কাজ করব ।"

New Delhi, Dec 23 (ANI): Congress party staged protest at Rajghat against Citizenship (Amendment) Act, 2019 on Dec 23. During the protest, Congress leader Rahul Gandhi said that PM Narendra Modi tried to suppress voice of the country when he got students lathicharged. "Narendra Modi, when you get students shot by bullets and when you get them lathicharged, or when you threaten the journalists, then you try to suppress the voice of the country," said Rahul Gandhi.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.