ভুবনেশ্বর, 26 ফেব্রুয়ারি : দিল্লির হিংসা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন । এবার শান্তি কামনায় পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, চারদিকে যা পরিস্থিতি তাতে তাঁর মন কাঁদছে । মানুষে মানুষে যেন বিভেদ না থাকে ।
গতরাতে চারদিনের সফরে ওড়িশা পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সকালে পুরীতে যান তিনি। পুজো দেন জগন্নাথ মন্দিরে । 28 ফেব্রুয়ারি ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন ।
জগন্নাথ দেবের কাছে কী প্রার্থনা করলেন ? তিনি বলেন, "দেশের শান্তি কামনা করে পুজো দিতে এসেছিলাম । আমার দেশের শান্তিকামনা করেছি । বাংলা, ওড়িশা সহ প্রত্যেক রাজ্যের মানুষের জন্য পুজো দিয়েছি । আমার দেশ ভালো থাকুক । মানুষে মানুষে বিভেদ চাই না ।"
দিল্লির হিংসা নিয়েও ভগবানের কাছে প্রার্থনা করেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "চারদিকে যা পরিস্থিতি তাতে আমার মন খুব কাঁদছিল । আমি এসেছি শান্তির জন্য । আমার সব ভাই-বোনরা যেন ভালো থাকেন । শান্তিতে থাকেন । "
গতকালই দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি । ভুবনেশ্বর যাওয়ার পথে বলেন, "কেন এসব চলছে জানি না ৷ সবাইকেই শান্তি রাখা দরকার ৷ এখানে হিংসার কোনও স্থান নেই ৷"
বিরোধীদের অনেকেই দিল্লির সংঘর্ষের জন্য BJP-কে দায়ি করেছেন । কিন্তু, গতকাল সেই পথে হাঁটেননি মমতা বন্দ্যোপাধ্যায় । সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগেই জানিয়ে দেন, "রাজনীতি কোরো না । এটা স্পর্শকাতর বিষয় ।"