ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নয়, শুধু পরিবর্তন চাই : রজনীকান্ত - Tamilnadu

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুশি নন বলে মন্তব্য করলেন রজনীকান্ত ৷ তবে কি তিনি সত্যিই বিধানসভা নির্বাচনে জোরকদমে নেমে পড়তে চলেছেন রাজনীতির ময়দানে ? শুরু হয়েছে জল্পনা ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 12, 2020, 11:15 AM IST

Updated : Mar 12, 2020, 12:00 PM IST

চেন্নাই, 12 মার্চ : নতুন রাজনৈতিক দল ঘোষণার পথে কি হাঁটতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত? এই নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই ৷ এবার সেই জল্পনাকে আরও উসকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুশি নন বলেই জানিয়ে দিলেন তিনি ৷ বললেন, "আমি কোনওদিন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিনি ৷ আমি শুধু পরিবর্তন চাই ৷"

আগামী বছরেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন ৷ বছর দুয়েক আগেই নিজের রাজনৈতিক দল গঠনের ইচ্ছার কথা জানিয়েছিলেন রজনীকান্ত ৷ বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর বাকি থাকতে ফের তাঁর এই ধরনের মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

তামিলনাড়ুতে আজ এক সাংবাদিক বৈঠকে রজনীকান্ত বলেন, "1996 সালের আগে আমি কখনও রাজনীতিতে আসব বলে ভাবিনি ৷ 2016-17 সালে তামিলনাড়ুতে কোনও রাজনৈতিক স্থিরতা ছিল না ৷ দু'বছর আগে আমি শুধু বলেছিলাম আমি রাজনীতিতে আসতে চাই ৷ যখনই মানুষ আমাদের এই বিষয়ে প্রশ্ন করে আমি বলি এটা ঈশ্বরের হাতে ৷ ভোটের সময় সব দলের 50-60 হাজার পদের প্রয়োজন হয় ৷ আমি তামিলনাড়ুর রাজনীতিকে খুব কাছে থেকে দেখেছি ৷ ভোটের সময় যাদের ব্যবহার করা হয়, ক্ষমতায় আসার পর তাদেরকে নিয়ে আর ভাবে না দল ৷"

তিনি আরও বলেন, "এখন যদি সরকার ও রাজনীতির বদল না হয়, তবে আর কোনওদিনই হবে না ৷"

জয়ললিতা ও করুণানিধির প্রসঙ্গ টেনে বলেন, "আমাদের রাজ্যের রাজনীতিতে দুই প্রধান মুখ ছিলেন ৷ একজন ছিলেন জয়ললিতা, অন্যজন ছিলেন করুণানিধি ৷ মানুষ তাঁদের জন্য ভোট দিতেন ৷ কিন্তু এখন সেখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতির পরিবর্তন আমাদেরই করতে হবে ৷"

তবে কি তিনি সত্যিই বিধানসভা নির্বাচনে জোরকদমে নেমে পড়তে চলেছেন রাজনীতির ময়দানে ? আজকের সাংবাদিক বৈঠকে রজনীকান্তের এইধরনের মন্তব্যের পরেই নতুন করে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে রাজনৈতিক মহলে ৷

চেন্নাই, 12 মার্চ : নতুন রাজনৈতিক দল ঘোষণার পথে কি হাঁটতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত? এই নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই ৷ এবার সেই জল্পনাকে আরও উসকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খুশি নন বলেই জানিয়ে দিলেন তিনি ৷ বললেন, "আমি কোনওদিন মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিনি ৷ আমি শুধু পরিবর্তন চাই ৷"

আগামী বছরেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন ৷ বছর দুয়েক আগেই নিজের রাজনৈতিক দল গঠনের ইচ্ছার কথা জানিয়েছিলেন রজনীকান্ত ৷ বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর বাকি থাকতে ফের তাঁর এই ধরনের মন্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

তামিলনাড়ুতে আজ এক সাংবাদিক বৈঠকে রজনীকান্ত বলেন, "1996 সালের আগে আমি কখনও রাজনীতিতে আসব বলে ভাবিনি ৷ 2016-17 সালে তামিলনাড়ুতে কোনও রাজনৈতিক স্থিরতা ছিল না ৷ দু'বছর আগে আমি শুধু বলেছিলাম আমি রাজনীতিতে আসতে চাই ৷ যখনই মানুষ আমাদের এই বিষয়ে প্রশ্ন করে আমি বলি এটা ঈশ্বরের হাতে ৷ ভোটের সময় সব দলের 50-60 হাজার পদের প্রয়োজন হয় ৷ আমি তামিলনাড়ুর রাজনীতিকে খুব কাছে থেকে দেখেছি ৷ ভোটের সময় যাদের ব্যবহার করা হয়, ক্ষমতায় আসার পর তাদেরকে নিয়ে আর ভাবে না দল ৷"

তিনি আরও বলেন, "এখন যদি সরকার ও রাজনীতির বদল না হয়, তবে আর কোনওদিনই হবে না ৷"

জয়ললিতা ও করুণানিধির প্রসঙ্গ টেনে বলেন, "আমাদের রাজ্যের রাজনীতিতে দুই প্রধান মুখ ছিলেন ৷ একজন ছিলেন জয়ললিতা, অন্যজন ছিলেন করুণানিধি ৷ মানুষ তাঁদের জন্য ভোট দিতেন ৷ কিন্তু এখন সেখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতির পরিবর্তন আমাদেরই করতে হবে ৷"

তবে কি তিনি সত্যিই বিধানসভা নির্বাচনে জোরকদমে নেমে পড়তে চলেছেন রাজনীতির ময়দানে ? আজকের সাংবাদিক বৈঠকে রজনীকান্তের এইধরনের মন্তব্যের পরেই নতুন করে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে রাজনৈতিক মহলে ৷

Last Updated : Mar 12, 2020, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.