ETV Bharat / bharat

অপরাধীদের ক্ষমার প্রশ্নই নেই, পশু চিকিৎসক ধর্ষণ প্রসঙ্গে মন্তব্য বেঙ্কাইয়ার - ধর্ষণ

মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া এজাতীয় ঘৃণ্য অপরাধকে সামাজিক ব্যাধি হিসেবেও উল্লেখ করেন তিনি ৷ আইনি ও পুলিশি প্রক্রিয়ায় কিছুটা হলেও খামতি রয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যসভার চেয়ারম্যান ৷

Venkaiah Naidu
মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া এজাতীয় ঘৃণ্য অপরাধকে সামাজিক ব্যাধি হিসেবেও উল্লেখ করেন তিনি ৷ আইনি ও পুলিশি প্রক্রিয়ায় কিছুটা হলেও খামতি রয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যসভার চেয়ারম্যান ৷
author img

By

Published : Dec 2, 2019, 4:56 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : ঘটনার ভয়াবহতায় চমকে উঠেছে সারা দেশ ৷ পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় আজ সরব ছিল রাজ্যসভা ৷ '' ধর্ষকদের ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না ৷'' রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ প্রসঙ্গে মন্তব্য করলেন এমনটাই ৷ নায়ডু বলেন, কোনওরকম বিল এ জন্য আসছে না ঠিকই, তবে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক ক্ষমতা, ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন ৷ তবেই সামাজিক এই ক্ষতকে মুছে ফেলা যাবে ৷'' সমূলে উৎপাটনের চেষ্টা করা হচ্ছে, তবে ইতিমধ্যেই দেরি হয়ে গেছে, একথাও বলেন নায়ডু ৷

হায়দরাবাদে ধর্ষণ ইশুতে আজ সংসদের দুই কক্ষই সরব ছিল ৷ বিরোধী সাংসদরা চিকিৎসক ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ৷ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে ক্ষমাপ্রার্থনা বা প্রাণভিক্ষার যে চল রয়েছে, তা নিয়েও দ্বিতীয়বার ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেন বেঙ্কাইয়া ৷ তিনি বলেন, ''বহু বছর ধরে দেখে আসছি ৷ শাস্তি দিলেই বা কী৷ আবেদন, প্রাণভিক্ষা ইত্যাদি ৷ আচ্ছা, কেউ কি এজাতীয় অপরাধের ক্ষেত্রে ক্ষমা করায় বিশ্বাসী?''

আইনি প্রক্রিয়ায়, বিচারব্যবস্থায় বদলের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি ৷ সংসদে বিরোধীরা ধর্ষণের ঘটনায় সরব হওয়ার পরেই আজ বক্তব্য পেশ করেন বেঙ্কাইয়া ৷ তিনি বলেন, আইন তৈরি করাটাই সব নয়, একসঙ্গে এই ইশুটা নিয়ে কাজ করার সময় এসেছে ৷

বিরোধীরা যৌন হেনস্থা ও নিগ্রহ সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে বেশ কয়েকটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের দাবিতে মুখর হন আজ৷ সেই প্রসঙ্গে বেঙ্কাইয়া বলেন, এ ধরনের আদালত একটা সমাধান হতে পারে ৷ কিন্তু তারপর তো আবেদন, পুনরাবেদন চলতেই থাকবে ৷'' মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া এজাতীয় ঘৃণ্য অপরাধকে সামাজিক ব্যাধি হিসেবেও উল্লেখ করেন তিনি ৷ আইনি ও পুলিশি প্রক্রিয়ায় কিছুটা হলেও খামতি রয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যসভার চেয়ারম্যান ৷

মহিলাদের সম্মানহানি ও এজাতীয় নৃশংস ঘটনাকে অঙ্কুরে বিনাশ করতে হবে বলেও উল্লেখ করেন বেঙ্কাইয়া ৷ ধর্ষক ও অপরাধীদের ছবি ছড়িয়ে দিতে হবে, কারণ সেক্ষেত্রে সামাজিক লজ্জার একটা বিষয়ও জড়িয়ে, এমনও বলেন তিনি ৷

দিল্লি, 2 ডিসেম্বর : ঘটনার ভয়াবহতায় চমকে উঠেছে সারা দেশ ৷ পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় আজ সরব ছিল রাজ্যসভা ৷ '' ধর্ষকদের ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না ৷'' রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ প্রসঙ্গে মন্তব্য করলেন এমনটাই ৷ নায়ডু বলেন, কোনওরকম বিল এ জন্য আসছে না ঠিকই, তবে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক ক্ষমতা, ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন ৷ তবেই সামাজিক এই ক্ষতকে মুছে ফেলা যাবে ৷'' সমূলে উৎপাটনের চেষ্টা করা হচ্ছে, তবে ইতিমধ্যেই দেরি হয়ে গেছে, একথাও বলেন নায়ডু ৷

হায়দরাবাদে ধর্ষণ ইশুতে আজ সংসদের দুই কক্ষই সরব ছিল ৷ বিরোধী সাংসদরা চিকিৎসক ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ৷ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে ক্ষমাপ্রার্থনা বা প্রাণভিক্ষার যে চল রয়েছে, তা নিয়েও দ্বিতীয়বার ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেন বেঙ্কাইয়া ৷ তিনি বলেন, ''বহু বছর ধরে দেখে আসছি ৷ শাস্তি দিলেই বা কী৷ আবেদন, প্রাণভিক্ষা ইত্যাদি ৷ আচ্ছা, কেউ কি এজাতীয় অপরাধের ক্ষেত্রে ক্ষমা করায় বিশ্বাসী?''

আইনি প্রক্রিয়ায়, বিচারব্যবস্থায় বদলের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি ৷ সংসদে বিরোধীরা ধর্ষণের ঘটনায় সরব হওয়ার পরেই আজ বক্তব্য পেশ করেন বেঙ্কাইয়া ৷ তিনি বলেন, আইন তৈরি করাটাই সব নয়, একসঙ্গে এই ইশুটা নিয়ে কাজ করার সময় এসেছে ৷

বিরোধীরা যৌন হেনস্থা ও নিগ্রহ সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে বেশ কয়েকটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের দাবিতে মুখর হন আজ৷ সেই প্রসঙ্গে বেঙ্কাইয়া বলেন, এ ধরনের আদালত একটা সমাধান হতে পারে ৷ কিন্তু তারপর তো আবেদন, পুনরাবেদন চলতেই থাকবে ৷'' মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া এজাতীয় ঘৃণ্য অপরাধকে সামাজিক ব্যাধি হিসেবেও উল্লেখ করেন তিনি ৷ আইনি ও পুলিশি প্রক্রিয়ায় কিছুটা হলেও খামতি রয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যসভার চেয়ারম্যান ৷

মহিলাদের সম্মানহানি ও এজাতীয় নৃশংস ঘটনাকে অঙ্কুরে বিনাশ করতে হবে বলেও উল্লেখ করেন বেঙ্কাইয়া ৷ ধর্ষক ও অপরাধীদের ছবি ছড়িয়ে দিতে হবে, কারণ সেক্ষেত্রে সামাজিক লজ্জার একটা বিষয়ও জড়িয়ে, এমনও বলেন তিনি ৷

New Delhi, Dec 02 (ANI): Ghulam Nabi Azad, Leader of Opposition in Rajya Sabha, on rape and murder of veterinary doctor, asserted that such problems can't be solved by just making laws. "No government or leader would want that such incident occurs in their state. This problem can't be solved by just making laws. To eradicate such acts, there's a need that we take a stand together against such crimes," said GN Azad.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.