ETV Bharat / bharat

হায়দরাবাদে ভারী বৃষ্টি, সতর্ক থাকতে বললেন তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী - কে সি রাও

হায়দরাবাদ শহরে এত বৃষ্টি কখনও হয়নি বলে জানিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ৷ সমস্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তিনি ।

hyderabad-rains-telangana-cm-directs-officials-to-stay-alert-examine-tanks
হায়দরাবাদে ভারীবৃষ্টি, সতর্কতা জারি করলেন মুখ্য়মন্ত্রী
author img

By

Published : Oct 21, 2020, 5:39 PM IST

হায়দরাবাদ, 21 অক্টোবর: লাগাতার বৃষ্টির জেরে হায়দরাবাদের সমস্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের সতর্ক করলেন তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ হাই অ্য়ালার্ট জারি করে তিনি জানিয়েছেন, হায়দরাবাদের প্রতিটি লেকে ঘন ঘন নজরদারি চালাতে হবে ৷ যাতে কোনওভাবে লেক বা ট্য়াঙ্কগুলি উপচে গিয়ে বন্য়া পরিস্থিতি তৈরি না হয় ৷ স্থানীয় আবহাওয়া দপ্তর বজ্রবিদ্য়ুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পরই মুখ্য়মন্ত্রীর দপ্তর থেকে এই সতর্কতা জারি করা হয়েছে ৷

এই মুহূর্তে মুখ্য়মন্ত্রী চন্দ্রশেখর রাও 15টি বিশেষ দলকে শহরের মধ্যে থাকা জলাধারগুলি পর্যবেক্ষণ করার জন্য় নিয়োগ করেছেন ৷ টিমগুলি সময় সময় সেগুলি পরীক্ষা করবে এবং প্রয়োজন মতো ব্য়বস্থা নেবে ৷ তিনি বলেন, যদি ট্য়াঙ্কগুলিতে পরিমাণ মতো জল ধরা থাকে এবং তার উপর বৃষ্টির অতিরিক্ত জল জমা হয় তবে সেই জলে ট্য়াঙ্কগুলির ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ নিচু এলাকায় বসবসাকারীদের দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷

গত এক শতকে হায়দরাবাদ শহরে এত বৃষ্টি কখনও হয়নি বলে জানান তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ৷ যার জেরে নিচু এলাকাগুলিতে জল জমে বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এমনকী জলাধারগুলির জলও উপচে পড়েছে ৷ ভারী বৃষ্টির কারণে গত এক সপ্তাহে হায়দরাবাদে অন্তত 70 জনের মৃত্য়ু হয়েছে এবং অন্তত 5 হাজার কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে ৷

হায়দরাবাদ, 21 অক্টোবর: লাগাতার বৃষ্টির জেরে হায়দরাবাদের সমস্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের সতর্ক করলেন তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ হাই অ্য়ালার্ট জারি করে তিনি জানিয়েছেন, হায়দরাবাদের প্রতিটি লেকে ঘন ঘন নজরদারি চালাতে হবে ৷ যাতে কোনওভাবে লেক বা ট্য়াঙ্কগুলি উপচে গিয়ে বন্য়া পরিস্থিতি তৈরি না হয় ৷ স্থানীয় আবহাওয়া দপ্তর বজ্রবিদ্য়ুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পরই মুখ্য়মন্ত্রীর দপ্তর থেকে এই সতর্কতা জারি করা হয়েছে ৷

এই মুহূর্তে মুখ্য়মন্ত্রী চন্দ্রশেখর রাও 15টি বিশেষ দলকে শহরের মধ্যে থাকা জলাধারগুলি পর্যবেক্ষণ করার জন্য় নিয়োগ করেছেন ৷ টিমগুলি সময় সময় সেগুলি পরীক্ষা করবে এবং প্রয়োজন মতো ব্য়বস্থা নেবে ৷ তিনি বলেন, যদি ট্য়াঙ্কগুলিতে পরিমাণ মতো জল ধরা থাকে এবং তার উপর বৃষ্টির অতিরিক্ত জল জমা হয় তবে সেই জলে ট্য়াঙ্কগুলির ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ নিচু এলাকায় বসবসাকারীদের দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷

গত এক শতকে হায়দরাবাদ শহরে এত বৃষ্টি কখনও হয়নি বলে জানান তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ৷ যার জেরে নিচু এলাকাগুলিতে জল জমে বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এমনকী জলাধারগুলির জলও উপচে পড়েছে ৷ ভারী বৃষ্টির কারণে গত এক সপ্তাহে হায়দরাবাদে অন্তত 70 জনের মৃত্য়ু হয়েছে এবং অন্তত 5 হাজার কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.