ETV Bharat / bharat

হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের

হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনায় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে । এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকরকে ।

author img

By

Published : Dec 12, 2019, 2:34 PM IST

Telangana rape murder
হায়দ্রাবাদ এনকাউন্টার ঘটনা

দিল্লি, 12 ডিসেম্বর : হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনায় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে । এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকরকে ।

হায়দরাবাদে 28 নভেম্বর এক পশুচিকিৎসক যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে ৷ পরদিন ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয় । 6 ডিসেম্বর তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নিমাণের জন্য অভিযুক্তদের ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় । কিন্তু এই সময় অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে । সেসময় পুলিশ বাধ্য হয়ে তাদের এনকাউন্টারে হত্যা করে বলে পুলিশ জানায় ।

এই ঘটনায় অভিযুক্তদের ইচ্ছাকৃত ভাবে হত্যা করেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে । এনকাউন্টারে অভিযুক্তদের নিহত হওয়ার ঘটনায় হায়দরাবাদ পুলিশের বিরুদ্ধে অভিযোগের ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে । এরই মধ্যে শীর্ষ আদালত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল । চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকরকে । এছাড়া এই কমিটিতে আছেন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রেখা বালডোটা ও প্রাক্তন CBI ডিরেক্টর ডি আর কার্তিকেয়ন ।

দিল্লি, 12 ডিসেম্বর : হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনায় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে । এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকরকে ।

হায়দরাবাদে 28 নভেম্বর এক পশুচিকিৎসক যুবতিকে ধর্ষণের পর পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে ৷ পরদিন ওই পশু চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয় । 6 ডিসেম্বর তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নিমাণের জন্য অভিযুক্তদের ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয় । কিন্তু এই সময় অভিযুক্তরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করে । সেসময় পুলিশ বাধ্য হয়ে তাদের এনকাউন্টারে হত্যা করে বলে পুলিশ জানায় ।

এই ঘটনায় অভিযুক্তদের ইচ্ছাকৃত ভাবে হত্যা করেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে । এনকাউন্টারে অভিযুক্তদের নিহত হওয়ার ঘটনায় হায়দরাবাদ পুলিশের বিরুদ্ধে অভিযোগের ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে । এরই মধ্যে শীর্ষ আদালত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল । চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস সিরপুরকরকে । এছাড়া এই কমিটিতে আছেন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রেখা বালডোটা ও প্রাক্তন CBI ডিরেক্টর ডি আর কার্তিকেয়ন ।

New Delhi, Dec 12 (ANI): Indian Union Muslim League (IUML) national general secretary PK Kunhalikutty on Thursday termed the Citizenship (Amendment) Bill, 2019 as unconstitutional and said that his party will file a petition today in the Supreme Court against the bill which was passed by the Parliament. "This bill is unconstitutional. That's why our party is filing a petition today. The bill is totally against the fundamental principles of the Constitution, which says equality to everybody and this bill discriminates people on the basis of religion. No party, even if they have a majority in the Parliament can take any decision against the basic principles of the Constitution," Kunhalikutty told ANI.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.