হাভেরি(কর্নাটক), 12জুন : লকডাউনের বিধি অমান্য করেই হাভেরির ধর্মীয় মেলায় যোগ দিলেন শতাধিক গ্রামবাসী । রাস্তার উপর উপছে পড়ল ভিড়; জমায়েত । সামাজিক দূরত্ব বিধি তখন শিকেয় ।
হাভেরি জেলার কারযাগি গ্রামে এই ব্রাহ্মণালিঙ্গেশ্বর মেলা হয় । এই বছর কোরোনা সংক্রমণ প্রতিরোধের জন্য জেলাপ্রশাসনের তরফে মেলায় অনুমতি ছিল না । অনুমতি না থাকার পরেও মেলা হয় ।
কর্নাটক সরকার এবং কেন্দ্রের নির্দেশিকা না মেনেই গ্রামবাসীরা রাস্তায় ভিড় জমান । এই মেলার অন্যতম আকর্ষণ গোরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা । প্রতি তিন বছরে একবারই এই প্রতিযোগিতা হয় । সেই প্রতিযোগিতা দেখতেই উপছে পড়ে সাধারণ মানুষের ঢল ।
ভিড়ে অনেকেই মাস্ক পড়েননি । কারও মধ্যে ছিল না সামাজিক দূরত্ব ।
তবে এইরকম ঘটনা কর্নাটকে এইবারই প্রথম নয় । এর আগেও মে-র প্রথম সপ্তাহে রামনগর জেলায় মেলার অনুমতি দেওয়ার জন্য পঞ্চায়েত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল ।