ETV Bharat / bharat

হায়দরাবাদ NIMS-এ শুরু মানবদেহে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ - Human clinical trials for Covaxin

যাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের শরীরে অ্যান্টিবডি গঠিত হচ্ছে কি না, বা অ্যান্টিবডি তৈরি হতে কতটা সময় লাগছে তা দেখা হবে । পাশাপাশি, ওই অ্যান্টিবডি কতক্ষণ স্থায়ী থাকছে, সেই দিকেও নজর রাখা হবে ৷

Hyderabad NIMS
ছবি
author img

By

Published : Jul 20, 2020, 4:25 PM IST

হায়দরাবাদ, 20 জুলাই : হায়দরাবাদের নিজ়ামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (NIMS)-এ শুরু হল মানবদেহে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ । আজ সকালে এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ । দু'জন স্বেচ্ছাসেবকের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে ।

আগামী ছয় মাস ধরে ওই দুই স্বেচ্ছাসেবকের শারীরিক অবস্থার গতিবিধি পর্যবেক্ষণে রাখা হবে । চিকিৎসকরা জানিয়েছেন, এই ছয় মাস ধরে মূল যে বিষয়টির উপর নজর দেওয়া হবে, তা হল ওই স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডি গঠিত হচ্ছে কি না, বা অ্যান্টিবডি তৈরি হতে কতটা সময় লাগছে ৷ পাশাপাশি, মানবদেহে ওই অ্যান্টিবডি কতক্ষণ স্থায়ী থাকছে, সেই দিকেও নজর রাখা হবে ৷

আজকের পর আবার 14 দিন পর দ্বিতীয় দফায় ভ্যাকসিনের ডোজ় দেওয়া হবে ওই স্বেচ্ছাসেবকদের শরীরে ৷ যাঁদের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে, তাদের শারীরিক গতিবিধির পরীক্ষাও করা হচ্ছে দীর্ঘদিন ধরে ৷ দিন বারো আগে হাসপাতালের ডিরেক্টর ডাঃ কে মনোহর এই বিষয়ে জানিয়েছিলেন ৷

ICMR-এর গাইডলাইন অনুযায়ী, যে 12 টি হাসপাতাল কোভিড 19 -এর ভ্যাকসিনের পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার জন্য বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি হায়দরাবাদের নিজ়ামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ৷ NIMS-এ মানবদেহে কোরোনা ভাইরাসের পরীক্ষামূলক প্রয়োগের বিষয়টি দেখাশোনার মূল দায়িত্বে রয়েছেন ডাঃ প্রভাকর রেড্ডি ।

আরও পড়ুন : ভ্যাকসিনের ট্রায়ালেই কোরোনার শেষের শুরু, বলছে কেন্দ্র

শুধুমাত্র ক্লিনিকাল ফার্মাকোলজি বিভাগের চিকিৎসকরাই নয়, জেনেরাল মেডিসিন, অ্যানেস্থেশিয়া ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের চিকিৎসকরাও যুক্ত রয়েছেন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের প্রক্রিয়ার সঙ্গে ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) -র সঙ্গে যৌথ উদ্যোগে কোরোনার এই প্রতিষেধকটি তৈরির কাজ করছে ভারত বায়োটেক । পুনেতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে আইসোলেটেড করে রাখা SARS-CoV-2 -এর স্ট্রেইন ভারত বায়োটেকের হাতে তুলে দেওয়া হয়েছে । 29 জুন ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ।

আরও পড়ুন : 15 অগাস্টের মধ্যে কোরোনার ভ্যাকসিন: কীভাবে ভারত দ্রুত ভ্যাকসিনটি পাবে?

এরপর, 2 জুলাই ICMR-এর ডিরেক্টর জেনেরাল ডাঃ বলরাম ভার্গব 12 টি নির্বাচিত হাসপাতালকে চিঠি পাঠান । চিঠিতে জানানো হয়েছিল, ওই 12 টি হাসপাতালকে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য বেছে নেওয়া হয়েছে । এরপরই আজ থেকে পরীক্ষামূলকভাবে মানবদেহে ভ্যাকসিনের প্রয়োগ চালু করল হায়দরাবাদের NIMS । পাশাপাশি, দিল্লি AIIMS-এও আজ থেকে ভ্যাকসিনের পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হওয়ার কথা ।

হায়দরাবাদ, 20 জুলাই : হায়দরাবাদের নিজ়ামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (NIMS)-এ শুরু হল মানবদেহে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ । আজ সকালে এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ । দু'জন স্বেচ্ছাসেবকের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে ।

আগামী ছয় মাস ধরে ওই দুই স্বেচ্ছাসেবকের শারীরিক অবস্থার গতিবিধি পর্যবেক্ষণে রাখা হবে । চিকিৎসকরা জানিয়েছেন, এই ছয় মাস ধরে মূল যে বিষয়টির উপর নজর দেওয়া হবে, তা হল ওই স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডি গঠিত হচ্ছে কি না, বা অ্যান্টিবডি তৈরি হতে কতটা সময় লাগছে ৷ পাশাপাশি, মানবদেহে ওই অ্যান্টিবডি কতক্ষণ স্থায়ী থাকছে, সেই দিকেও নজর রাখা হবে ৷

আজকের পর আবার 14 দিন পর দ্বিতীয় দফায় ভ্যাকসিনের ডোজ় দেওয়া হবে ওই স্বেচ্ছাসেবকদের শরীরে ৷ যাঁদের শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে, তাদের শারীরিক গতিবিধির পরীক্ষাও করা হচ্ছে দীর্ঘদিন ধরে ৷ দিন বারো আগে হাসপাতালের ডিরেক্টর ডাঃ কে মনোহর এই বিষয়ে জানিয়েছিলেন ৷

ICMR-এর গাইডলাইন অনুযায়ী, যে 12 টি হাসপাতাল কোভিড 19 -এর ভ্যাকসিনের পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার জন্য বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে একটি হায়দরাবাদের নিজ়ামস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ৷ NIMS-এ মানবদেহে কোরোনা ভাইরাসের পরীক্ষামূলক প্রয়োগের বিষয়টি দেখাশোনার মূল দায়িত্বে রয়েছেন ডাঃ প্রভাকর রেড্ডি ।

আরও পড়ুন : ভ্যাকসিনের ট্রায়ালেই কোরোনার শেষের শুরু, বলছে কেন্দ্র

শুধুমাত্র ক্লিনিকাল ফার্মাকোলজি বিভাগের চিকিৎসকরাই নয়, জেনেরাল মেডিসিন, অ্যানেস্থেশিয়া ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের চিকিৎসকরাও যুক্ত রয়েছেন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের প্রক্রিয়ার সঙ্গে ।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) -র সঙ্গে যৌথ উদ্যোগে কোরোনার এই প্রতিষেধকটি তৈরির কাজ করছে ভারত বায়োটেক । পুনেতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে আইসোলেটেড করে রাখা SARS-CoV-2 -এর স্ট্রেইন ভারত বায়োটেকের হাতে তুলে দেওয়া হয়েছে । 29 জুন ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ।

আরও পড়ুন : 15 অগাস্টের মধ্যে কোরোনার ভ্যাকসিন: কীভাবে ভারত দ্রুত ভ্যাকসিনটি পাবে?

এরপর, 2 জুলাই ICMR-এর ডিরেক্টর জেনেরাল ডাঃ বলরাম ভার্গব 12 টি নির্বাচিত হাসপাতালকে চিঠি পাঠান । চিঠিতে জানানো হয়েছিল, ওই 12 টি হাসপাতালকে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য বেছে নেওয়া হয়েছে । এরপরই আজ থেকে পরীক্ষামূলকভাবে মানবদেহে ভ্যাকসিনের প্রয়োগ চালু করল হায়দরাবাদের NIMS । পাশাপাশি, দিল্লি AIIMS-এও আজ থেকে ভ্যাকসিনের পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হওয়ার কথা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.