ETV Bharat / bharat

অংশীদার ও গ্রাহকদের জন্য স্বস্তি, বিশেষ ছাড়ের ঘোষণা HP-র - covid 19

কোরোনা পরিস্থিতিতে গ্রাহক ও অংশীদারদের জন্য নানা চুক্তিভিত্তিক পরিষেবা সহ অনলাইন প্রশিক্ষণের ঘোষণা করল HP ।

hp
hp
author img

By

Published : Apr 3, 2020, 11:53 PM IST

দিল্লি, 3 এপ্রিল : কোরোনা সংক্রমণের জেরে ধুঁকছে অর্থনীতি । আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়েছে । পাশাপাশি অধিকাংশ দেশ লকডাউনের পথে হাঁটছে । এই পরিস্থিতিতে অংশীদার ও গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে এল কম্পিউটার ও মুদ্রণযন্ত্র প্রস্তুতকারী কম্পানি HP ।

এই পরিস্থিতিতে HP-র কোনও পণ্য কিনতে গেলে দেরিতে দাম দেওয়ার সুবিধা পেতে পারেন । কিংবা একবছরের চুক্তিভিত্তিক একটি PC রেন্টাল প্রোগ্রামে নিজের নাম নথিভুক্ত করাতে পারেন । এক্ষেত্রে এক বছর পেরিয়ে গেলেও PC রেন্টাল প্রোগ্রামে নেওয়া কোনও ডিভাইস আপগ্রেড করানোর ক্ষেত্রে সময় বাড়ানো যেতে পারে । এর পাশাপাশি কম্পানি গ্রাহকদের জন্য লিজ় ও অন্যান্য চুক্তিভিত্তিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিষেবা আনতে চলেছে । চ্যানেলের অংশীদারদের জন্য স্বল্প মেয়াদী, দেশ ভিত্তিক ইনসেনটিভ দেওয়ার কথাও জানানো হয়েছে ।

এবিষয়ে HP জানায়, "এই কঠিনতম পরিস্থিতিতেও আমরা আমাদের সংস্থার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি । এবং এই পরিস্থিতিতে গ্রাহক ও অংশীদারদের জন্য কাজ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি ।"

অর্থনীতির ক্ষেত্রে যাদের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে, 2021 সাল পর্যন্ত তাদের জন্যও কিছু স্বল্পমেয়াদী চুক্তির কথা ঘোষণা করা হয়েছে HP-র তরফে । এর আগে, দেশভিত্তিক তাদের শাখা কম্পানিগুলিতে ব্যবসার ক্ষেত্রে সমস্ত রকম সুরক্ষা দেওয়ার কথাও ঘোষণা করেছিল এই কম্পানি । এর পাশাপাশি অনলাইনে ও অফিসিয়াল ওয়েবসাইটে গ্রাহকদের জন্য নানা ধরনের টিপস দেওয়া হবে । পাশাপাশি HP ইউনিভার্সিটির তরফে ভার্চুয়াল ক্লাস, প্রশিক্ষণ, পণ্য প্রস্তুতের প্রশিক্ষণ সহ নানা ব্যবস্থা করা হবে ।

দিল্লি, 3 এপ্রিল : কোরোনা সংক্রমণের জেরে ধুঁকছে অর্থনীতি । আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়েছে । পাশাপাশি অধিকাংশ দেশ লকডাউনের পথে হাঁটছে । এই পরিস্থিতিতে অংশীদার ও গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে এল কম্পিউটার ও মুদ্রণযন্ত্র প্রস্তুতকারী কম্পানি HP ।

এই পরিস্থিতিতে HP-র কোনও পণ্য কিনতে গেলে দেরিতে দাম দেওয়ার সুবিধা পেতে পারেন । কিংবা একবছরের চুক্তিভিত্তিক একটি PC রেন্টাল প্রোগ্রামে নিজের নাম নথিভুক্ত করাতে পারেন । এক্ষেত্রে এক বছর পেরিয়ে গেলেও PC রেন্টাল প্রোগ্রামে নেওয়া কোনও ডিভাইস আপগ্রেড করানোর ক্ষেত্রে সময় বাড়ানো যেতে পারে । এর পাশাপাশি কম্পানি গ্রাহকদের জন্য লিজ় ও অন্যান্য চুক্তিভিত্তিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিষেবা আনতে চলেছে । চ্যানেলের অংশীদারদের জন্য স্বল্প মেয়াদী, দেশ ভিত্তিক ইনসেনটিভ দেওয়ার কথাও জানানো হয়েছে ।

এবিষয়ে HP জানায়, "এই কঠিনতম পরিস্থিতিতেও আমরা আমাদের সংস্থার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি । এবং এই পরিস্থিতিতে গ্রাহক ও অংশীদারদের জন্য কাজ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি ।"

অর্থনীতির ক্ষেত্রে যাদের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে, 2021 সাল পর্যন্ত তাদের জন্যও কিছু স্বল্পমেয়াদী চুক্তির কথা ঘোষণা করা হয়েছে HP-র তরফে । এর আগে, দেশভিত্তিক তাদের শাখা কম্পানিগুলিতে ব্যবসার ক্ষেত্রে সমস্ত রকম সুরক্ষা দেওয়ার কথাও ঘোষণা করেছিল এই কম্পানি । এর পাশাপাশি অনলাইনে ও অফিসিয়াল ওয়েবসাইটে গ্রাহকদের জন্য নানা ধরনের টিপস দেওয়া হবে । পাশাপাশি HP ইউনিভার্সিটির তরফে ভার্চুয়াল ক্লাস, প্রশিক্ষণ, পণ্য প্রস্তুতের প্রশিক্ষণ সহ নানা ব্যবস্থা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.