ETV Bharat / bharat

'কটা উইকেট পড়ল ?' শিশুমৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠকের মাঝে মন্ত্রীর প্রশ্ন ঘিরে বির্তক

'কটা উইকেট পড়ল ?' শিশুমৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠক চলাকালীন একথা বললেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে ।

মঙ্গল পাণ্ডে
author img

By

Published : Jun 18, 2019, 11:07 AM IST

Updated : Jun 18, 2019, 1:49 PM IST

মুজাফ্ফরপুর, 18 জুন : চলছিল শিশুমৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠক । কিন্তু, মন্ত্রীর মন পড়েছিল ম্যানচেস্টারে। সেখানে ম্যাচ চলছিল ভারত পাকিস্তানের । হঠাৎ বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে প্রশ্ন করলেন, 'কটা উইকেট পড়ল ?' মন্ত্রীর প্রশ্ন হকচকিয়ে গেছিল সাংবাদিকরাও ।যদিও কিছুক্ষণের মধ্যেই আসলটি বুঝতে পেরে উত্তরও দেন তাঁরা । কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে । দাবানলের মতো মন্ত্রীর প্রশ্ন ছড়িয়ে গেছে । আর যা ঘিরে রীতিমতো টোলড স্বাস্থ্যমন্ত্রী ।

দুই সপ্তাহে মুজাফ্ফরপুরে এনসেফ্যালাইটিস আক্রান্ত 100 বেশি শিশু মৃত্যু ও অন্যান্য বিষয় নিয়ে রবিবার সাংবাদিক বৈঠক করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন । ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আশ্বিনীকুমার চৌবে ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে । বৈঠকে আলোচিত হচ্ছিল কী কী পদক্ষেপ করা হলে এই সব সমস্যার পুনরাবৃত্তি ঘটবে না ।

এই সংক্রান্ত আরও পড়ুন : 24 ঘণ্টায় আরও 20 শিশুর মৃত্যু, বিহারে এনসেফ্যালাইটিসে মৃত বেড়ে 93

বৈঠক কিছুক্ষণ চলার পর মঙ্গল পাণ্ডে প্রশ্ন করেন, 'কটা উইকেট পড়ল?' কিছুক্ষণ পরে ক্যামেরার ওপার থেকে উত্তরও আসে চারটে । এরপরেই শুরু হয় বির্তক । মুজাফ্ফরপুরে শিশুরমৃত্যু থেকেও স্বাস্থ্যমন্ত্রীর কাছে গুরত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ ? প্রশ্ন তুলেছেন বিরোধীরা ।

এরপরই বিহারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেতে থাকে বিরোধীরা । কংগ্রেস, RJD, হিন্দুস্থান আওয়াম মোর্চা এবং বাম নেতা-মন্ত্রীরা বলেন, রাজ্য যখন শিশুমৃত্যুর মতো এই রকম এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তখন স্বাস্থ্যমন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া উচিত ।

এই সংক্রান্ত আরও পড়ুন : 2 দিনে 36 শিশুর মৃত্যু; মুখ্যমন্ত্রী বলছেন, "খালি পেটে লিচু খাওয়াবেন না"

RJD নেতা রাম চন্দ্র পূর্ভে বলেন, "হর্ষ বর্ধন শিশুমৃত্যু নিয়ে যখন এতটা চিন্তিত তখন পাণ্ডে বিশ্বকাপে মগ্ন ।" আজ শিশুমৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে মুজাফ্ফরপুর যান নীতিশ কুমার । ঘুরে দেখেন হাসপাতালএখনও পর্যন্ত এনসেফ্যালাইটিস আক্রান্ত হয়ে 104 জনের মৃত্যু হয়েছে ।

মুজাফ্ফরপুর, 18 জুন : চলছিল শিশুমৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠক । কিন্তু, মন্ত্রীর মন পড়েছিল ম্যানচেস্টারে। সেখানে ম্যাচ চলছিল ভারত পাকিস্তানের । হঠাৎ বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে প্রশ্ন করলেন, 'কটা উইকেট পড়ল ?' মন্ত্রীর প্রশ্ন হকচকিয়ে গেছিল সাংবাদিকরাও ।যদিও কিছুক্ষণের মধ্যেই আসলটি বুঝতে পেরে উত্তরও দেন তাঁরা । কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে । দাবানলের মতো মন্ত্রীর প্রশ্ন ছড়িয়ে গেছে । আর যা ঘিরে রীতিমতো টোলড স্বাস্থ্যমন্ত্রী ।

দুই সপ্তাহে মুজাফ্ফরপুরে এনসেফ্যালাইটিস আক্রান্ত 100 বেশি শিশু মৃত্যু ও অন্যান্য বিষয় নিয়ে রবিবার সাংবাদিক বৈঠক করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন । ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আশ্বিনীকুমার চৌবে ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে । বৈঠকে আলোচিত হচ্ছিল কী কী পদক্ষেপ করা হলে এই সব সমস্যার পুনরাবৃত্তি ঘটবে না ।

এই সংক্রান্ত আরও পড়ুন : 24 ঘণ্টায় আরও 20 শিশুর মৃত্যু, বিহারে এনসেফ্যালাইটিসে মৃত বেড়ে 93

বৈঠক কিছুক্ষণ চলার পর মঙ্গল পাণ্ডে প্রশ্ন করেন, 'কটা উইকেট পড়ল?' কিছুক্ষণ পরে ক্যামেরার ওপার থেকে উত্তরও আসে চারটে । এরপরেই শুরু হয় বির্তক । মুজাফ্ফরপুরে শিশুরমৃত্যু থেকেও স্বাস্থ্যমন্ত্রীর কাছে গুরত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ ? প্রশ্ন তুলেছেন বিরোধীরা ।

এরপরই বিহারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেতে থাকে বিরোধীরা । কংগ্রেস, RJD, হিন্দুস্থান আওয়াম মোর্চা এবং বাম নেতা-মন্ত্রীরা বলেন, রাজ্য যখন শিশুমৃত্যুর মতো এই রকম এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তখন স্বাস্থ্যমন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া উচিত ।

এই সংক্রান্ত আরও পড়ুন : 2 দিনে 36 শিশুর মৃত্যু; মুখ্যমন্ত্রী বলছেন, "খালি পেটে লিচু খাওয়াবেন না"

RJD নেতা রাম চন্দ্র পূর্ভে বলেন, "হর্ষ বর্ধন শিশুমৃত্যু নিয়ে যখন এতটা চিন্তিত তখন পাণ্ডে বিশ্বকাপে মগ্ন ।" আজ শিশুমৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে মুজাফ্ফরপুর যান নীতিশ কুমার । ঘুরে দেখেন হাসপাতালএখনও পর্যন্ত এনসেফ্যালাইটিস আক্রান্ত হয়ে 104 জনের মৃত্যু হয়েছে ।

New Delhi, Apr 29 (ANI): A massive fire broke out at a chemical factory in Delhi's Naraina area today. 41 fire tenders rushed to the spot. One firefighter got injured in the incident and no other casualty has been reported yet. While speaking to ANI, a fire officer said, "41 fire tenders reached at the spot and we are working to douse the flames. Our one firefighter was injured and was rushed to the hospital. Fire in one factory is under control now and work is on progress regarding the second factory."

Last Updated : Jun 18, 2019, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.