ETV Bharat / bharat

চর্চায় মেলানিয়া-ইভাঙ্কার পোশাক - মেলানিয়া

আজ ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ সঙ্গী স্ত্রী মেলানিয়া ও কন্যা ইভাঙ্কা ও জামাতা জারেদ কুশনের ৷ সফরের প্রথম দিনে মেলানিয়া ও ইভাঙ্কার পোশাক নিয়ে শুরু হয়েছে চর্চা ৷

dresses of first lady Melania Trump And Ivanka Trump
ফার্স্ট লেডি ও তার মেয়ের পোষাক
author img

By

Published : Feb 24, 2020, 9:18 PM IST

দিল্লি, 24 ফেব্রুয়ারি : 2 দিনের সফরে আজ ভারতে এসেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর সফরসঙ্গী হয়েছেন স্ত্রী মেলানিয়া ও কন্যা ইভাঙ্কা ৷ আজ প্রথমদিনে যেমন ট্রাম্পের বক্তৃতা নিয়ে চলছে চর্চা ৷ তেমনই অ্যামেরিকার ফার্স্ট লেডি ও তাঁদের কন্যাও চর্চার কেন্দ্রে ৷ তবে তাঁরা লাইমলাইটে উঠে এসেছেন পোশাকের জন্য ৷

আজ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে নামেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ও তাঁর পরিবার ৷ দেখা যায়, হার্ভে পিয়েরের সাদা জাম্পসুটের সঙ্গে কোমরে সিল্কের স্যাশকে বেল্ট হিসাবে পরেছিলেন ফার্স্ট লেডি ৷ খোলা চুলে নিজেকে আরও মোহময়ী করে তুলতে চোখে ভারী মেকআপ ও ন্যুড লিপস্টিক ব্যবহার করেন তিনি ৷

Melania Trump
মেলানিয়ার পোশাক

অন্যদিকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা পরেছিলেন বেবি ব্লুয়ের উপর লাল ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেস ৷ মায়ের মতো ইভাঙ্কাও চুল খোলা রেখেছিলেন ৷ ঠোটে পিঙ্ক লিপস্টিক, কানে হিরে ও নীলকান্তমণির বড় দুল- এইটুকুই ছিল ইভাঙ্কার সাজগোজের অংশ ৷

Ivanka Trump
ইভাঙ্কার পোশাক

তবে পোশাক নিয়ে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন ইভাঙ্কা ৷ কারণ এর আগেও ইভাঙ্কাকে দেখা গেছিল নিউইয়র্কের এক ব্রান্ডের এই পোশাকে ৷ 2019 সালে আর্জেন্টিনা সফরের সময়ও ইভাঙ্কা পরেছিলেন এই পোশাক ৷ সেই সময় তাঁর চুলের স্টাইল ছিল বব কাট ৷ পায়ে ছিল বেবি ব্লু রঙের পাম্পস ৷ এইবার জুতোর রং বদলে হয়েছে লাল রঙের পাম্পস ৷ তবে ইভাঙ্কার জামার দাম কিন্তু খুব একটা কম নয় ৷ নিউইয়র্কের ওই ব্রান্ডের এই জামার দাম ভারতীয় মুদ্রায় 1 লাখ 71 হাজার টাকা ৷

দিল্লি, 24 ফেব্রুয়ারি : 2 দিনের সফরে আজ ভারতে এসেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁর সফরসঙ্গী হয়েছেন স্ত্রী মেলানিয়া ও কন্যা ইভাঙ্কা ৷ আজ প্রথমদিনে যেমন ট্রাম্পের বক্তৃতা নিয়ে চলছে চর্চা ৷ তেমনই অ্যামেরিকার ফার্স্ট লেডি ও তাঁদের কন্যাও চর্চার কেন্দ্রে ৷ তবে তাঁরা লাইমলাইটে উঠে এসেছেন পোশাকের জন্য ৷

আজ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে নামেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ও তাঁর পরিবার ৷ দেখা যায়, হার্ভে পিয়েরের সাদা জাম্পসুটের সঙ্গে কোমরে সিল্কের স্যাশকে বেল্ট হিসাবে পরেছিলেন ফার্স্ট লেডি ৷ খোলা চুলে নিজেকে আরও মোহময়ী করে তুলতে চোখে ভারী মেকআপ ও ন্যুড লিপস্টিক ব্যবহার করেন তিনি ৷

Melania Trump
মেলানিয়ার পোশাক

অন্যদিকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা পরেছিলেন বেবি ব্লুয়ের উপর লাল ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেস ৷ মায়ের মতো ইভাঙ্কাও চুল খোলা রেখেছিলেন ৷ ঠোটে পিঙ্ক লিপস্টিক, কানে হিরে ও নীলকান্তমণির বড় দুল- এইটুকুই ছিল ইভাঙ্কার সাজগোজের অংশ ৷

Ivanka Trump
ইভাঙ্কার পোশাক

তবে পোশাক নিয়ে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন ইভাঙ্কা ৷ কারণ এর আগেও ইভাঙ্কাকে দেখা গেছিল নিউইয়র্কের এক ব্রান্ডের এই পোশাকে ৷ 2019 সালে আর্জেন্টিনা সফরের সময়ও ইভাঙ্কা পরেছিলেন এই পোশাক ৷ সেই সময় তাঁর চুলের স্টাইল ছিল বব কাট ৷ পায়ে ছিল বেবি ব্লু রঙের পাম্পস ৷ এইবার জুতোর রং বদলে হয়েছে লাল রঙের পাম্পস ৷ তবে ইভাঙ্কার জামার দাম কিন্তু খুব একটা কম নয় ৷ নিউইয়র্কের ওই ব্রান্ডের এই জামার দাম ভারতীয় মুদ্রায় 1 লাখ 71 হাজার টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.