ETV Bharat / bharat

অন্ধকারে বিক্রম, আশার আলো গগনযানে - Mission Chandrayaan 2

ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগের স্থাপনের আশা প্রায় শেষ ৷ আপাতত গগনযান মিশনই লক্ষ্য ISRO-র ৷

চন্দ্রযান
author img

By

Published : Sep 21, 2019, 12:23 PM IST

Updated : Sep 21, 2019, 1:49 PM IST

শ্রীহরিকোটা, 21 সেপ্টেম্বর : এতদিন কিছুটা হলেও যেন আশা জিইয়ে ছিল ৷ আজ সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল ৷ কারণ, আজ শেষ হচ্ছে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের সময়সীমা ৷ আপাতত গগনযান মিশনে পাখির চোখ করছেন ISRO-র বিজ্ঞানীরা ৷

7 সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.1 কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল ৷ তারপর থেকে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছিলেন ISRO-র বিজ্ঞানীরা ৷ কিন্তু, তা এখনও সম্ভব হয়নি ৷ আজ একটি সংবাদসংস্থাকে ISRO-র প্রধান কে সিভান বলেন, "চন্দ্রযান 2-র অরবিটার খুব ভালো কাজ করছে ৷ অরবিটারে আটটি যন্ত্র আছে ৷ প্রতিটির যা কাজ সেটাই করছে ৷ ল্যান্ডারের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করতে পারিনি ৷ আমাদের পরবর্তী লক্ষ্য গগনযান মিশন ৷"

ISRO
ল্যান্ডার বিক্রমের গতিপথের ছবি

ভারতের মহাকাশ সংস্থা বৃহস্পতিবার জানায়, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ অনুসন্ধান করছেন জাতীয় স্তরের অ্যাকাডেমিক কমিটি ও ISRO-র বিশেষজ্ঞরা ৷ সেদিনই NASA জানায়, ল্যান্ডার যেখানে অবতরণের চেষ্টা করেছিল সেখানের ছবি তুলেছে তারা ৷ 17 সেপ্টেম্বর LRO স্পেসক্রাফট ছবিগুলি তুলেছে বলে NASA-র তরফে জানানো হয় ৷

শ্রীহরিকোটা, 21 সেপ্টেম্বর : এতদিন কিছুটা হলেও যেন আশা জিইয়ে ছিল ৷ আজ সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল ৷ কারণ, আজ শেষ হচ্ছে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের সময়সীমা ৷ আপাতত গগনযান মিশনে পাখির চোখ করছেন ISRO-র বিজ্ঞানীরা ৷

7 সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.1 কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল ৷ তারপর থেকে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছিলেন ISRO-র বিজ্ঞানীরা ৷ কিন্তু, তা এখনও সম্ভব হয়নি ৷ আজ একটি সংবাদসংস্থাকে ISRO-র প্রধান কে সিভান বলেন, "চন্দ্রযান 2-র অরবিটার খুব ভালো কাজ করছে ৷ অরবিটারে আটটি যন্ত্র আছে ৷ প্রতিটির যা কাজ সেটাই করছে ৷ ল্যান্ডারের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করতে পারিনি ৷ আমাদের পরবর্তী লক্ষ্য গগনযান মিশন ৷"

ISRO
ল্যান্ডার বিক্রমের গতিপথের ছবি

ভারতের মহাকাশ সংস্থা বৃহস্পতিবার জানায়, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ অনুসন্ধান করছেন জাতীয় স্তরের অ্যাকাডেমিক কমিটি ও ISRO-র বিশেষজ্ঞরা ৷ সেদিনই NASA জানায়, ল্যান্ডার যেখানে অবতরণের চেষ্টা করেছিল সেখানের ছবি তুলেছে তারা ৷ 17 সেপ্টেম্বর LRO স্পেসক্রাফট ছবিগুলি তুলেছে বলে NASA-র তরফে জানানো হয় ৷

New Delhi, Sep 21 (ANI): Bollywood actor Kareena Kapoor Khan who is known to impress fans with her dressing style, on Saturday turned a year older. The diva who ringed in her 38 birthday, is celebrating the occasion with her family at husband Saif Ali Khan's ancestral place, the Pataudi Palace. Kareena's elder sister, Karisma Kapoor, who is quite active on social media, shared glimpses of the midnight celebrations which will just keep you glued on to it. Clad in white Kurta and accessorising it with matching earrings and a bun, the birthday girl set the hearts of her fans fluttering. Karisma shared a video on her Instagram where Bollywood's 'Heroine' can be seen posing million-dollar smile while cutting the tempting cakes. In the background, we can spot a cheerful husband Saif who can be seen celebrating the moment with great joy. "Happy birthday my darling Bebo! We love you," Karisma captioned the video. Apart from this, the doting sister also shared a picture of the power couple which is just winning hearts on social media. In the intimate picture, Kareena and Saif can be seen sealing the night with a kiss of love. "Birthday Wishes," she captioned the Instagram story. Meanwhile, the timeless beauty star who is currently seen judging a dance reality show and will next be seen in film 'Good News' co-starring Akshay Kumar, Diljit and Kiara Advani. She will also be seen as a lady cop in 'Angrezi Medium.

Last Updated : Sep 21, 2019, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.