ETV Bharat / bharat

মানুষের স্বার্থে কেন্দ্রের ঘোষণাগুলি দ্রুত কার্যকর করতে হবে : মায়াবতী - মায়াবতী

টুইটারে মায়াবতী লেখেন, মানুষের সমস্যা নিরসনে কেন্দ্রের নেওয়া পদক্ষেপগুলি কার্যকর করতে হবে । তিনি আরও লেখেন, পরিযায়ী শ্রমিকদের জন্য যে হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে তা উত্তরপ্রদেশের মতো রাজ্যে সরাসরি পাঠানো হোক ।

mayawati
মায়াবতী
author img

By

Published : May 14, 2020, 8:15 PM IST

লখনউ , 14 মে : মানুষকে সমস্যা থেকে বের করে আনতে কেন্দ্রীয় সরকার যে ঘোষণাগুলি করেছে সেগুলি সৎভাবে ও দ্রুত কার্যকর করতে হবে । টুইট করলেন BSP নেত্রী মায়াবতী ।

কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য 3100 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে পিএম কেয়ার্স ফান্ড ট্রাস্ট । সেই অর্থ ভেন্টিলেটর কেনা সহ একাধিক কাজে খরচ করা হবে বলে জানানো হয়েছে । প্রায় 2000 কোটি টাকা খরচ করা হবে দেশে তৈরি ভেন্টিলেটর কিনতে । আর 1000 কোটি ব্যবহার করা হবে পরিযায়ী শ্রমিকদের সাহায্যে ।

এনিয়ে টুইটারে মায়াবতী লেখেন, মানুষের সমস্যা নিরসনে কেন্দ্রের নেওয়া পদক্ষেপগুলি কার্যকর করতে হবে । তিনি আরও লেখেন, পরিযায়ী শ্রমিকদের জন্য যে হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে তা উত্তরপ্রদেশের মতো রাজ্যে সরাসরি পাঠানো হোক । তা মানুষের সত্যিই কাজে লাগবে ।

লখনউ , 14 মে : মানুষকে সমস্যা থেকে বের করে আনতে কেন্দ্রীয় সরকার যে ঘোষণাগুলি করেছে সেগুলি সৎভাবে ও দ্রুত কার্যকর করতে হবে । টুইট করলেন BSP নেত্রী মায়াবতী ।

কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য 3100 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে পিএম কেয়ার্স ফান্ড ট্রাস্ট । সেই অর্থ ভেন্টিলেটর কেনা সহ একাধিক কাজে খরচ করা হবে বলে জানানো হয়েছে । প্রায় 2000 কোটি টাকা খরচ করা হবে দেশে তৈরি ভেন্টিলেটর কিনতে । আর 1000 কোটি ব্যবহার করা হবে পরিযায়ী শ্রমিকদের সাহায্যে ।

এনিয়ে টুইটারে মায়াবতী লেখেন, মানুষের সমস্যা নিরসনে কেন্দ্রের নেওয়া পদক্ষেপগুলি কার্যকর করতে হবে । তিনি আরও লেখেন, পরিযায়ী শ্রমিকদের জন্য যে হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে তা উত্তরপ্রদেশের মতো রাজ্যে সরাসরি পাঠানো হোক । তা মানুষের সত্যিই কাজে লাগবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.