ETV Bharat / bharat

দারিদ্র্য দূরীকরণ, নতুন কৌশল উদ্ভাবনে অভিজিৎ সতিয্ই ছকভাঙা : মনমোহন - বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

চিঠি লিখে নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ বলেন, দারিদ্র্য দূরীকরণ ও নতুন কৌশল উদ্ভাবনে তোমার কাজ সতিয্ই ছকভাঙা ৷

ছবি
author img

By

Published : Oct 15, 2019, 5:41 PM IST

Updated : Oct 16, 2019, 12:37 AM IST


দিল্লি, 15 অক্টোবর : নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ দেশের একজন শীর্ষস্তরের অর্থনীতিবিদ চিঠি লিখে অভিনন্দন জানালেন অর্থনীতির আর এক ব্যক্তিত্বকে ৷ বললেন, দারিদ্র্য দূরীকরণ ও নতুন কৌশল উদ্ভাবনে তাঁর কাজ সতিয্ই ছকভাঙা ৷

মনমোহন সিং বলেন, "উন্নয়নমূলক অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জির নিত্যনতুন উদ্ভাবন ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রয়োগযোগ্য ৷ কোনও নীতি নির্ধারণের ক্ষেত্রে খুবই কার্যকরী ৷"

চিঠিতে তিনি লেখেন, "অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় ভারতীয় আপনি৷ জানার পর এক অভূতপূর্ব আনন্দ হচ্ছে ৷ গর্ববোধ করছি ৷ আপনি এবং আপনার সহ প্রাপকদের আমার আন্তরিক অভিনন্দন ৷ দারিদ্র্য দূরীকরণ ও নতুন কৌশল উদ্ভাবনে আপনার কাজ একেবারে অন্যরকম ৷ আপনার দেওয়া র‌্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের মতো তত্ত্ব সম্পূর্ণ ছকভাঙা ৷ বিশেষ করে অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি খুব খুশি ৷ নোবেল কমিটি উন্নয়নমূলক অর্থনীতির এই নতুন ভাবনাগুলিকে নির্বাচন করেছে এবং সম্মান জানিয়েছে৷ "

অর্মত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল ৷ অভিজিতের সঙ্গে তাঁর স্ত্রী সহযোগী এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারও এই পুরস্কার পেয়েছেন ৷


দিল্লি, 15 অক্টোবর : নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি ও তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ দেশের একজন শীর্ষস্তরের অর্থনীতিবিদ চিঠি লিখে অভিনন্দন জানালেন অর্থনীতির আর এক ব্যক্তিত্বকে ৷ বললেন, দারিদ্র্য দূরীকরণ ও নতুন কৌশল উদ্ভাবনে তাঁর কাজ সতিয্ই ছকভাঙা ৷

মনমোহন সিং বলেন, "উন্নয়নমূলক অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জির নিত্যনতুন উদ্ভাবন ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রয়োগযোগ্য ৷ কোনও নীতি নির্ধারণের ক্ষেত্রে খুবই কার্যকরী ৷"

চিঠিতে তিনি লেখেন, "অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় ভারতীয় আপনি৷ জানার পর এক অভূতপূর্ব আনন্দ হচ্ছে ৷ গর্ববোধ করছি ৷ আপনি এবং আপনার সহ প্রাপকদের আমার আন্তরিক অভিনন্দন ৷ দারিদ্র্য দূরীকরণ ও নতুন কৌশল উদ্ভাবনে আপনার কাজ একেবারে অন্যরকম ৷ আপনার দেওয়া র‌্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের মতো তত্ত্ব সম্পূর্ণ ছকভাঙা ৷ বিশেষ করে অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি খুব খুশি ৷ নোবেল কমিটি উন্নয়নমূলক অর্থনীতির এই নতুন ভাবনাগুলিকে নির্বাচন করেছে এবং সম্মান জানিয়েছে৷ "

অর্মত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হল ৷ অভিজিতের সঙ্গে তাঁর স্ত্রী সহযোগী এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারও এই পুরস্কার পেয়েছেন ৷

Charkhi Dadri (Haryana), Oct 15 (ANI): Prime Minister Narendra Modi on October 15 addressed a public rally in Haryana's Charkhi Dadri. While addressing the gathering he hailed the villagers of the state by saying that if villages of Haryana not stepped forward then Centre's Beti Bachao, Beti Padhao (BBBP) scheme would not have been so widespread and fruitful. "Had the villages of Haryana not stepped forward then 'Beti Bachao, Beti Padhao' would not have been so widespread, effective and fruitful. Every person in Haryana says 'Mhari chhoriyaan chhoron se kam hain ke?" said PM Modi. He also repeated Dangal movie famous dialogue 'Mhari chhoriyaan chhoron se kam hain ke?' Movie Dangal based on a former wrestler Mahavir Singh Phogat and his daughters life, how he trained his daughters for the Commonwealth Games despite the existing social stigmas.

Last Updated : Oct 16, 2019, 12:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.