ETV Bharat / bharat

হিমাচলের চিন সীমান্তে উচ্চ-সতর্কতা - চিন সীমান্তবর্তী এলাকায় উচ্চ সতর্কতা জারি

কিন্নাউর DC গোপালচাঁদ জানান, "হিমাচল প্রদেশের চিন সীমান্তবর্তী গ্রামগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ।"

himachal pradesh news
himachal pradesh news
author img

By

Published : Sep 12, 2020, 7:13 PM IST

Updated : Sep 12, 2020, 7:31 PM IST

কিন্নর, 12 সেপ্টেম্বর : ভারত ও চিন সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় হিমাচল প্রদেশের কিন্নরে উচ্চ সতর্কতা জারি করল প্রশাসন । কোনও অপ্রীতিকর ঘটনা রোধ করতে ইন্দো-টিবেটান সীমান্ত পুলিশ (ITBP) কিন্নরের সীমান্তবর্তী অঞ্চলগুলির উপর নজরদারি বাড়িয়েছে ।

হিমাচল প্রদেশের প্রায় 260 কিমি জুড়ে চিনের বর্ডার । কিন্নরের 180 কিমি এবং লাহৌল ও স্পিটি জেলার 80 কিমি জুড়ে হিমাচল প্রদেশকে বেষ্টন করে আছে ভারত ও চিনের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল(LAC) । হিমাচলের সীমান্তবর্তী অঞ্চলে চিনের লিবারেশন আর্মির ক্রিয়াকলাপ বেড়েছে । কড়া নজরদারি রাখতে আরও বেশি সেনা মোতায়েন করায় সীমান্তবর্তী গ্রামগুলিতে এখন থমথমে অবস্থা । পাশাপাশি সমস্ত গোপন সংস্থাগুলিকে সজাগ থাকার নির্দেশ দিয়েছে হিমাচল পুলিশ ।

কিন্নর DC গোপালচাঁদ জানান, "হিমাচল প্রদেশের চিন সীমান্তবর্তী গ্রামগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে । স্পুবা এলাকায় ইনার লাইন পারমিট চেকপোস্ট বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী । কড়া নিরাপত্তা থাকায় বিনা অনুমতিতে শালকার, তাশিগং, পুহ ও ডাবলিং গ্রামগুলিতে যেতে দেওয়া হচ্ছে না ।"

তিনি আরও জানান, "এর আগে ডাবলিংয়ে চেকপোস্ট থাকায় পর্যটকরা ওইসব গ্রামগুলিতে যেতে পারত । কিন্তু এখন আকপা থেকে ডাবলিং প্রায় এক কিমি বাড়ানো হয়েছে চেকপোস্ট । চিনের কাছাকাছি গ্রামগুলিতে যেতে হলে নিতে হচ্ছে অনুমতি ।"

চিন মুখে এক বললেও কাজের বেলায় উলটো । ভারত চিন সিমান্তে চিনের ঘাঁটি পিছিয়ে নেওয়ার কোনরকম ইচ্ছে নেই বরং বাড়িয়ে চলেছে আগের তুলনায় । তাই চিনের কথায় বিশ্বাস করার পাত্র নয় ভারতের নীতি-নির্ধারকরা ।

কিন্নর, 12 সেপ্টেম্বর : ভারত ও চিন সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় হিমাচল প্রদেশের কিন্নরে উচ্চ সতর্কতা জারি করল প্রশাসন । কোনও অপ্রীতিকর ঘটনা রোধ করতে ইন্দো-টিবেটান সীমান্ত পুলিশ (ITBP) কিন্নরের সীমান্তবর্তী অঞ্চলগুলির উপর নজরদারি বাড়িয়েছে ।

হিমাচল প্রদেশের প্রায় 260 কিমি জুড়ে চিনের বর্ডার । কিন্নরের 180 কিমি এবং লাহৌল ও স্পিটি জেলার 80 কিমি জুড়ে হিমাচল প্রদেশকে বেষ্টন করে আছে ভারত ও চিনের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল(LAC) । হিমাচলের সীমান্তবর্তী অঞ্চলে চিনের লিবারেশন আর্মির ক্রিয়াকলাপ বেড়েছে । কড়া নজরদারি রাখতে আরও বেশি সেনা মোতায়েন করায় সীমান্তবর্তী গ্রামগুলিতে এখন থমথমে অবস্থা । পাশাপাশি সমস্ত গোপন সংস্থাগুলিকে সজাগ থাকার নির্দেশ দিয়েছে হিমাচল পুলিশ ।

কিন্নর DC গোপালচাঁদ জানান, "হিমাচল প্রদেশের চিন সীমান্তবর্তী গ্রামগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে । স্পুবা এলাকায় ইনার লাইন পারমিট চেকপোস্ট বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী । কড়া নিরাপত্তা থাকায় বিনা অনুমতিতে শালকার, তাশিগং, পুহ ও ডাবলিং গ্রামগুলিতে যেতে দেওয়া হচ্ছে না ।"

তিনি আরও জানান, "এর আগে ডাবলিংয়ে চেকপোস্ট থাকায় পর্যটকরা ওইসব গ্রামগুলিতে যেতে পারত । কিন্তু এখন আকপা থেকে ডাবলিং প্রায় এক কিমি বাড়ানো হয়েছে চেকপোস্ট । চিনের কাছাকাছি গ্রামগুলিতে যেতে হলে নিতে হচ্ছে অনুমতি ।"

চিন মুখে এক বললেও কাজের বেলায় উলটো । ভারত চিন সিমান্তে চিনের ঘাঁটি পিছিয়ে নেওয়ার কোনরকম ইচ্ছে নেই বরং বাড়িয়ে চলেছে আগের তুলনায় । তাই চিনের কথায় বিশ্বাস করার পাত্র নয় ভারতের নীতি-নির্ধারকরা ।

Last Updated : Sep 12, 2020, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.