ETV Bharat / bharat

ফের রেকর্ড সংক্রমণ, 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত 24879

দেশে গত 24 ঘণ্টায় নতুন করে 24 হাজার 879 জন কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল সাত লাখ 67 হাজার 296 -এ ৷ সংক্রমণে এখনও অবধি মৃত্যু হয়েছে 21 হাজার 129 জনের ৷

Coronavirus tally
Coronavirus tally
author img

By

Published : Jul 9, 2020, 12:11 PM IST

দিল্লি, 9 জুলাই: ফের রেকর্ড সংক্রমণ ভারতে ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছেন 24 হাজার 879 জন ৷ কোরোনা সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে 487 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে সাত লাখ 67 হাজার 296 ৷ এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা দুই লাখ 69 হাজার 789 ৷ সুস্থ হয়ে উঠেছেন চার লাখ 76 হাজার 378 জন এবং মৃত্যু হয়েছে 21 হাজার 129 জনের ৷

দেশে আক্রান্তদের নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান করছে মহারাষ্ট্র, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ 23 হাজার 724 ৷ এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 91 হাজার 84 এবং মৃত্যু হয়েছে 9448 জনের ৷ তামিলনাড়ুতে এখনও পর্যন্ত এক লাখ 22 হাজার 350 জন ব্যক্তি কোরোনা আক্রান্ত হওয়ায় সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই রাজ্য ৷

রাজধানী দিল্লিতে বর্তমানে মোট সংক্রমিতের সংখ্যা এক লাখ চার হাজার 864 জন, মৃত্যু হয়েছে 3213 জনের ৷ গুজরাতে মোট কোরোনা সংক্রমিত হয়েছেন 38 হাজার 333 জন, মৃত্য হয়েছে 1993 জনের ৷ উত্তরপ্রদেশে মোট আক্রান্ত 31 হাজার 156 জন, মৃত্যু হয়েছে 845 জনের ৷

অন্যদিকে ICMR-র তরফ থেকে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় দেশে মোট দুই লাখ 67 হাজার 61টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট এক কোটি সাত লাখ 40 হাজার 832 টি নমুনা পরীক্ষা হয়েছে গোটা দেশজুড়ে ৷

দিল্লি, 9 জুলাই: ফের রেকর্ড সংক্রমণ ভারতে ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছেন 24 হাজার 879 জন ৷ কোরোনা সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে 487 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে সাত লাখ 67 হাজার 296 ৷ এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা দুই লাখ 69 হাজার 789 ৷ সুস্থ হয়ে উঠেছেন চার লাখ 76 হাজার 378 জন এবং মৃত্যু হয়েছে 21 হাজার 129 জনের ৷

দেশে আক্রান্তদের নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান করছে মহারাষ্ট্র, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ 23 হাজার 724 ৷ এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 91 হাজার 84 এবং মৃত্যু হয়েছে 9448 জনের ৷ তামিলনাড়ুতে এখনও পর্যন্ত এক লাখ 22 হাজার 350 জন ব্যক্তি কোরোনা আক্রান্ত হওয়ায় সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই রাজ্য ৷

রাজধানী দিল্লিতে বর্তমানে মোট সংক্রমিতের সংখ্যা এক লাখ চার হাজার 864 জন, মৃত্যু হয়েছে 3213 জনের ৷ গুজরাতে মোট কোরোনা সংক্রমিত হয়েছেন 38 হাজার 333 জন, মৃত্য হয়েছে 1993 জনের ৷ উত্তরপ্রদেশে মোট আক্রান্ত 31 হাজার 156 জন, মৃত্যু হয়েছে 845 জনের ৷

অন্যদিকে ICMR-র তরফ থেকে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় দেশে মোট দুই লাখ 67 হাজার 61টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট এক কোটি সাত লাখ 40 হাজার 832 টি নমুনা পরীক্ষা হয়েছে গোটা দেশজুড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.