ETV Bharat / bharat

ফের রেকর্ড সংক্রমণ, 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত 24879 - ICMR

দেশে গত 24 ঘণ্টায় নতুন করে 24 হাজার 879 জন কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল সাত লাখ 67 হাজার 296 -এ ৷ সংক্রমণে এখনও অবধি মৃত্যু হয়েছে 21 হাজার 129 জনের ৷

Coronavirus tally
Coronavirus tally
author img

By

Published : Jul 9, 2020, 12:11 PM IST

দিল্লি, 9 জুলাই: ফের রেকর্ড সংক্রমণ ভারতে ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছেন 24 হাজার 879 জন ৷ কোরোনা সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে 487 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে সাত লাখ 67 হাজার 296 ৷ এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা দুই লাখ 69 হাজার 789 ৷ সুস্থ হয়ে উঠেছেন চার লাখ 76 হাজার 378 জন এবং মৃত্যু হয়েছে 21 হাজার 129 জনের ৷

দেশে আক্রান্তদের নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান করছে মহারাষ্ট্র, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ 23 হাজার 724 ৷ এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 91 হাজার 84 এবং মৃত্যু হয়েছে 9448 জনের ৷ তামিলনাড়ুতে এখনও পর্যন্ত এক লাখ 22 হাজার 350 জন ব্যক্তি কোরোনা আক্রান্ত হওয়ায় সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই রাজ্য ৷

রাজধানী দিল্লিতে বর্তমানে মোট সংক্রমিতের সংখ্যা এক লাখ চার হাজার 864 জন, মৃত্যু হয়েছে 3213 জনের ৷ গুজরাতে মোট কোরোনা সংক্রমিত হয়েছেন 38 হাজার 333 জন, মৃত্য হয়েছে 1993 জনের ৷ উত্তরপ্রদেশে মোট আক্রান্ত 31 হাজার 156 জন, মৃত্যু হয়েছে 845 জনের ৷

অন্যদিকে ICMR-র তরফ থেকে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় দেশে মোট দুই লাখ 67 হাজার 61টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট এক কোটি সাত লাখ 40 হাজার 832 টি নমুনা পরীক্ষা হয়েছে গোটা দেশজুড়ে ৷

দিল্লি, 9 জুলাই: ফের রেকর্ড সংক্রমণ ভারতে ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছেন 24 হাজার 879 জন ৷ কোরোনা সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে 487 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে সাত লাখ 67 হাজার 296 ৷ এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা দুই লাখ 69 হাজার 789 ৷ সুস্থ হয়ে উঠেছেন চার লাখ 76 হাজার 378 জন এবং মৃত্যু হয়েছে 21 হাজার 129 জনের ৷

দেশে আক্রান্তদের নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান করছে মহারাষ্ট্র, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ 23 হাজার 724 ৷ এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 91 হাজার 84 এবং মৃত্যু হয়েছে 9448 জনের ৷ তামিলনাড়ুতে এখনও পর্যন্ত এক লাখ 22 হাজার 350 জন ব্যক্তি কোরোনা আক্রান্ত হওয়ায় সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই রাজ্য ৷

রাজধানী দিল্লিতে বর্তমানে মোট সংক্রমিতের সংখ্যা এক লাখ চার হাজার 864 জন, মৃত্যু হয়েছে 3213 জনের ৷ গুজরাতে মোট কোরোনা সংক্রমিত হয়েছেন 38 হাজার 333 জন, মৃত্য হয়েছে 1993 জনের ৷ উত্তরপ্রদেশে মোট আক্রান্ত 31 হাজার 156 জন, মৃত্যু হয়েছে 845 জনের ৷

অন্যদিকে ICMR-র তরফ থেকে জানানো হয়েছে গত 24 ঘণ্টায় দেশে মোট দুই লাখ 67 হাজার 61টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট এক কোটি সাত লাখ 40 হাজার 832 টি নমুনা পরীক্ষা হয়েছে গোটা দেশজুড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.