দিল্লি, 16 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রকে । বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এ কে ভাল্লা । জানা গেছে, জম্মু ও কাশ্মীরে মোবাইল পরিষেবা স্বাভাবিক করা নিয়ে আলোচনা হয় বৈঠকে । বৈঠকে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সংক্রান্ত একটি বিল নিয়েও আলোচনা হয় ।
এদিকে গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের দিকে নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন লঞ্চপ্যাডে প্রায় 200 জন জঙ্গি অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে । গত সপ্তাহেই জম্মুর কাঠুয়াতে অস্ত্র ভরতি ট্রাক আটক করেছিল পুলিশ । সেখান থেকে 6টি AK-47 রাইফেল উদ্ধারের পাশাপাশি তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ ।
গতকাল রোহতক-সহ 11টি স্টেশন, বিভিন্ন ধর্মস্থান উড়িয়ে দেওয়ার হুমকি আসে ৷ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে দেওয়া হয়েছিল এই হুমকি৷ রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানার একাধিক ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি রয়েছে চিঠিতে ৷ রয়েছে রোহতক, হিসার, রেওয়ারি, কুরুক্ষেত্র, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, ভোপাল, কোটা ও ইতারসী স্টেশনের নামও ৷ এরপরই উত্তর ভারতের ধর্মস্থান ও স্টেশনগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ৷
এক পরিসংখ্যান তুলে ধরে বিদেশমন্ত্রক জানায়, চলতি বছর পাকিস্তান বিনা প্ররোচনায় 2050-এর বেশিবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ পাকিস্তানের এই হামলার জেরে মৃত্যু হয়েছে 21 ভারতীয়র ।