ETV Bharat / bharat

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় শাহ-ডোভালের বৈঠক - terrorists

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এ কে ভাল্লা । জানা গেছে, জম্মু ও কাশ্মীরে মোবাইল পরিষেবা স্বাভাবিক করা নিয়ে আলোচনা হয় বৈঠকে ।

উপস্থিত শাহ-ডোভাল
author img

By

Published : Sep 16, 2019, 4:01 PM IST

Updated : Sep 16, 2019, 4:20 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রকে । বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এ কে ভাল্লা । জানা গেছে, জম্মু ও কাশ্মীরে মোবাইল পরিষেবা স্বাভাবিক করা নিয়ে আলোচনা হয় বৈঠকে । বৈঠকে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সংক্রান্ত একটি বিল নিয়েও আলোচনা হয় ।

এদিকে গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের দিকে নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন লঞ্চপ্যাডে প্রায় 200 জন জঙ্গি অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে । গত সপ্তাহেই জম্মুর কাঠুয়াতে অস্ত্র ভরতি ট্রাক আটক করেছিল পুলিশ । সেখান থেকে 6টি AK-47 রাইফেল উদ্ধারের পাশাপাশি তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ ।

গতকাল রোহতক-সহ 11টি স্টেশন, বিভিন্ন ধর্মস্থান উড়িয়ে দেওয়ার হুমকি আসে ৷ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে দেওয়া হয়েছিল এই হুমকি৷ রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানার একাধিক ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি রয়েছে চিঠিতে ৷ রয়েছে রোহতক, হিসার, রেওয়ারি, কুরুক্ষেত্র, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, ভোপাল, কোটা ও ইতারসী স্টেশনের নামও ৷ এরপরই উত্তর ভারতের ধর্মস্থান ও স্টেশনগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

এক পরিসংখ্যান তুলে ধরে বিদেশমন্ত্রক জানায়, চলতি বছর পাকিস্তান বিনা প্ররোচনায় 2050-এর বেশিবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ পাকিস্তানের এই হামলার জেরে মৃত্যু হয়েছে 21 ভারতীয়র ।

দিল্লি, 16 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রকে । বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এ কে ভাল্লা । জানা গেছে, জম্মু ও কাশ্মীরে মোবাইল পরিষেবা স্বাভাবিক করা নিয়ে আলোচনা হয় বৈঠকে । বৈঠকে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সংক্রান্ত একটি বিল নিয়েও আলোচনা হয় ।

এদিকে গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের দিকে নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন লঞ্চপ্যাডে প্রায় 200 জন জঙ্গি অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে । গত সপ্তাহেই জম্মুর কাঠুয়াতে অস্ত্র ভরতি ট্রাক আটক করেছিল পুলিশ । সেখান থেকে 6টি AK-47 রাইফেল উদ্ধারের পাশাপাশি তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ ।

গতকাল রোহতক-সহ 11টি স্টেশন, বিভিন্ন ধর্মস্থান উড়িয়ে দেওয়ার হুমকি আসে ৷ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে দেওয়া হয়েছিল এই হুমকি৷ রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানার একাধিক ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি রয়েছে চিঠিতে ৷ রয়েছে রোহতক, হিসার, রেওয়ারি, কুরুক্ষেত্র, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, ভোপাল, কোটা ও ইতারসী স্টেশনের নামও ৷ এরপরই উত্তর ভারতের ধর্মস্থান ও স্টেশনগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

এক পরিসংখ্যান তুলে ধরে বিদেশমন্ত্রক জানায়, চলতি বছর পাকিস্তান বিনা প্ররোচনায় 2050-এর বেশিবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ পাকিস্তানের এই হামলার জেরে মৃত্যু হয়েছে 21 ভারতীয়র ।

Switzerland, Sep 16 (ANI): President Ram Nath Kovind left for Slovenia on September 15. President Kovind, accompanied by his wife Savita Kovind, had wide range of discussions with his Swiss counterpart Ueli Maurer. Air India One flight carrying President Ramnath Kovind detected 'Rudder Fault' at Zurich (Switzerland) airport on Sep 15. President Kovind is on a visit to Iceland, Switzerland and Slovenia.
Last Updated : Sep 16, 2019, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.