শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি : যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সীমান্তের ওপার থেকে ফের গুলি চালানো শুরু করেছে। এই ঘটনায় জখম হয়েছে পাঁচ ভারতীয় সেনা। গত তিনদিন ধরে ক্রমাগত গুলি চালাচ্ছে পাক সেনা। যদিও তার জবাব দিয়েছে ভারত। সেনার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত পাকিস্তানের পাঁচটি পোস্ট ধ্বংস করে দেওয়া হয়েছে।
সেনার এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী পাক বাসিন্দাদের বাড়ি থেকে গুলি চালাচ্ছে পাক সেনা। কারণ তারা সেই সব বাড়িগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। যদিও সেই বাড়িগুলি লক্ষ্য করে গুলি চালাচ্ছে না ভারতীয় সেনা। শুধুমাত্র পাক পোস্টগুলি লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। এদিকে পাক সেনার গুলিতে জখম হয়েছেন পাঁচ জওয়ান। তাঁরা সেসময় জম্মু ও কাশ্মীরের আকনুর সেক্টরে ছিলেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত তিনদিন ধরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান। গতকাল ভোরে জইশ-ই-মহম্মদের কয়েকটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর গুলি চালানোর মাত্রা অনেকটাই বেড়ে গেছে। তবে ভারতের তরফে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।
গতকাল সন্ধে সাড়ে ছ'টা নাগাদ রাজৌরি, পুঞ্চ, কালাল, কালসিয়ান, মানকোট সহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে গুলি বর্ষণ করে পাক সেনা। এর আগে তিন দিন ধরে পুঞ্চ ও মান্ধার সেক্টরে ক্রমাগত গুলি চালাতে থাকে পাক সেনা।