মুম্বই, 4 জুলাই : পরপর দ্বিতীয় দিনে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা মুম্বই ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় । জানাল মৌসম ভবন । শুক্রবার রাতেই মুম্বই, রায়গড় ও রত্নগিরিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে । পালঘর, মুম্বইসহ থানে ও রায়গড় জেলার বেশিরভাগ অঞ্চলেই ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন IMD-র এক আধিকারিক ।
শুক্রবার সকাল থেকেই মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা শহরতলি ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে । শনিবার সকাল 8:30-র পর থেকে মুম্বই ও আশেপাশের এলাকায় 25 মিলিমিটার থেকে 30 মিলিমিটার মাঝারি বৃষ্টি হয়েছে । টুইটে জানিয়েছেন মুম্বই আবহাওয়া অফিসের ডেপুটি ডিরেক্টর-জেনেরাল কে এস হোসালিকর ।
IMD-র দেওয়া তথ্য অনুযায়ী, কোলাবা ওয়েদার বিউরো গত 24 ঘন্টায় 169 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে । ওই একই সময়ে স্যান্টাক্রুজ় ওয়েদার স্টেশন রেকর্ড করেছে 157 মিলিমিটার বৃষ্টি এবং 69.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রত্নগিরি বিউরো ।