ETV Bharat / bharat

ভারী বৃষ্টিতে জলমগ্ন পুনে, মৃত্যু 10 জনের - ভারী বৃষ্টিতে জলমগ্ন পুনে, মৃত্যু 10 জনের

গতকাল রাত থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয় পুনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে । বেশিরভাগ এলাকাই জলমগ্ন । ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 10 জন ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 26, 2019, 10:39 AM IST

Updated : Sep 26, 2019, 10:48 AM IST

পুনে, 26 সেপ্টেম্বর : বৃষ্টি বাড়ছে ক্রমাগত । বন্যা পরিস্থিতি পুনেতে । ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 10 জন ।

গতকাল রাত থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয় পুনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে । বেশিরভাগ এলাকাই জলমগ্ন । বিবাওয়েওয়াড়ি এলাকায় মাত্র 3 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 112 mm । এদিকে, দাত্তাওয়াড়ি এলাকার বেশিরভাগ বাড়িতেই জল ঢুকেছে ।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে । সেইসঙ্গে স্কুল, কলেজও বন্ধ রাখা হয়েছে ।

এদিকে, গতকাল পুনের শকরনগরে দেওয়াল ধসে মৃত্যু হয় পাঁচজনের । তাদের দেহ উদ্ধার করে দমকল বাহিনী ।

গতকাল সকালে আবহাওয়া অফিস মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় । দুপুরের পর থেকেই শুরু হয় ঝড়-বৃষ্টি । শকরনগর ছাড়া পুনের অন্যান্য এলাকায় আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । তবে, তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি ।

পুনে, 26 সেপ্টেম্বর : বৃষ্টি বাড়ছে ক্রমাগত । বন্যা পরিস্থিতি পুনেতে । ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 10 জন ।

গতকাল রাত থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয় পুনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে । বেশিরভাগ এলাকাই জলমগ্ন । বিবাওয়েওয়াড়ি এলাকায় মাত্র 3 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 112 mm । এদিকে, দাত্তাওয়াড়ি এলাকার বেশিরভাগ বাড়িতেই জল ঢুকেছে ।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে । সেইসঙ্গে স্কুল, কলেজও বন্ধ রাখা হয়েছে ।

এদিকে, গতকাল পুনের শকরনগরে দেওয়াল ধসে মৃত্যু হয় পাঁচজনের । তাদের দেহ উদ্ধার করে দমকল বাহিনী ।

গতকাল সকালে আবহাওয়া অফিস মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় । দুপুরের পর থেকেই শুরু হয় ঝড়-বৃষ্টি । শকরনগর ছাড়া পুনের অন্যান্য এলাকায় আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । তবে, তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি ।

Pune (Maharashtra), Sep 26 (ANI): Heavy downpour led to water-logging in parts of Pune on September 25. Parts of Pune are deluged in water, making it more difficult for the commuters. Team of National Disaster Response Force (NDRF) has been moved towards Katraj for rescue operations.

Last Updated : Sep 26, 2019, 10:48 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.