পুনে, 26 সেপ্টেম্বর : বৃষ্টি বাড়ছে ক্রমাগত । বন্যা পরিস্থিতি পুনেতে । ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 10 জন ।
গতকাল রাত থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয় পুনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে । বেশিরভাগ এলাকাই জলমগ্ন । বিবাওয়েওয়াড়ি এলাকায় মাত্র 3 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 112 mm । এদিকে, দাত্তাওয়াড়ি এলাকার বেশিরভাগ বাড়িতেই জল ঢুকেছে ।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে । সেইসঙ্গে স্কুল, কলেজও বন্ধ রাখা হয়েছে ।
এদিকে, গতকাল পুনের শকরনগরে দেওয়াল ধসে মৃত্যু হয় পাঁচজনের । তাদের দেহ উদ্ধার করে দমকল বাহিনী ।
গতকাল সকালে আবহাওয়া অফিস মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় । দুপুরের পর থেকেই শুরু হয় ঝড়-বৃষ্টি । শকরনগর ছাড়া পুনের অন্যান্য এলাকায় আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । তবে, তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি ।